নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টেকনোলোজি পাগল

লামিয়া মাহমুদ

আমি টেকনোলোজি নিয়ে অনেক গবেষণা করি, এবং শেয়ার করি।

লামিয়া মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

চারিদিকে শুধু রেক্সপোসড আর রেক্সপোসড!!

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৮

ভার্সিটি তে একা বসে আছি ক্যান্টিন এ। চা খাচ্ছিলাম। হঠাৎ শুনি কিছু জোরে হাসির আওয়াজ। কৌতূহল নিয়ে উঠে গেলাম দেখার জন্য যে ব্যাপার কি। দেখি একটি ছেলে তার ল্যাপটপ এ বসে স্যামসাং রেক্সপোজ্‌ড এর ভিডিও দেখছে আর চারপাশে ঘিরে আছে তার বন্ধুরা। ঠোটের কোনায়ে হাসি নিয়ে ফেরত এলাম। আসলেই, সবার মন কেড়েছে রেক্সপোজ্‌ড এর এপিসোডগুলো। মনে পড়তে থাকল রেক্সপোজ্‌ড এর এপিসোডগুলোর কথা। চিন্তা করে একাই হাসতে লাগলাম। নিজের অজান্তেই পকেট থেকে মোবাইল তা বের করে স্যামসাং এর পেজ এ ঢুকে রেক্সপোজ্‌ড এপিসোড সিক্স দেখা শুরু করলাম। কি মজাটাই না করেছে প্রতি টা এপিসোড এ। শুরুটা ছিল রিমিক্স কিং ফুয়াদ ভাই কে দিয়ে। আর শেষ এপিসোড হল লাক্স চ্যানেল আই সুপারস্টার মেহ্‌জাবিন কে দিয়ে। প্রতিটা এপিসোডেই সবচেয়ে মজা লাগে শুরুতে তারকাদের রাগ এবং অবশেষে তাদের কিংকর্তব্যবিমূঢ় অনুভূতি দেখে।

তো যা বলছিলাম, দেখতে দেখতে আমার বন্ধুরাও হাজির হয়ে গেল। সবাই মিলেই রেক্সপোজ্‌ড এর এপিসোডগুলো দেখে হাসাহাসি করতে থাকলাম। কথায় কথায় শুরু হল তর্ক। রেক্সপোজ্‌ড এর কোন এপিসোড টা সবচেয়ে ভাল ছিল। কারও ভাল লাগল ফুয়াদকে বোকা বানান আবার কারও ভাল লাগল শাফিন ভাইয়ের বোকা হওয়াটা। এত ব্যস্ততার মাঝে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই সম্ভব হয় না। আর আজ রেক্সপোজ্‌ড এর ভিডিও দেখে আড্ডা দিতে দিতে কেউ আর উঠতেই চাইল না।

আসলে শুরু থেকেই ভালো সাড়া ফেলেছে মানুষের ভিতর এই ভিডিওগুলো। কেননা সেলেব্রিটিদের নিয়ে এরকম মজার শো আগে কেউ দেখেনি। সবচেয়ে ভাল লাগে যে ব্যাপারটি সেটি হল খুব কম সময়েই প্রচণ্ড হাসাতে পারে পর্বগুলো। আমার কাছে সবকটি এপিসোডই ভালো লেগেছে খুব। কেউ দেখে না থাকলে এখনই দেখে ফেলুন, ভাল যে লাগবে তা নিশ্চিত করেই বলা যায়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ রাত ১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লিখেছেন। একান্ত অনুভূতিগুলো চমৎকার হয় সাধারনত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.