নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টেকনোলোজি পাগল

লামিয়া মাহমুদ

আমি টেকনোলোজি নিয়ে অনেক গবেষণা করি, এবং শেয়ার করি।

লামিয়া মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

REXPOSED নিয়ে কিছু কথা

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮



ফেসবুক আমি তেমন Use করিনা। তবে গত কয়েক বছরে ফেসবুক এর জনপ্রিয়তা এবং যোগাযোগ সুবিধার জন্য আমারও একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। প্রতিদিন অফিস এ মেইল এর পাশে ফেসবুক টা লগইন করাই থাকে। বেশ কিছুদিন ধরে আমি একটা জিনিস প্রায়ই দেখছি সেটা হচ্ছে REXposed। অফিস এ সবার মুখে REXposed এর কথা শুনে প্রথমে তেমন দেখার ইচ্ছা হয়নি। প্রতিদিন সবার মুখে শোনার পর মনে হল দেখা উচিত। দেখে আমার ভালই লেগেছে। ভালো লাগার পেছনে কিছু কারণও আছে।

২০১৩ সাল শুরু হওয়ার পর থেকে একটার পর একটা সমস্যা আমাদের এই দেশে হয়েই যাচ্ছে। কখনও বা আন্দোলন, কখনও বা পুলিশ এর হামলা, ভবন ধস, প্রাকৃতিক দুর্যোগ আরও অনেক কিছু। এই সংবাদ গুলা আমারা এখন জানতে না চাইলেও ফেসবুক এর কারণে আমাদের জানতে হয়।আমি বলছিনা এটা খারাপ এটা অবশ্যই ভালো। একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের আরও বেশি সচেতন করে। কিন্তু আমার কথা হচ্ছে আমরা কি শুধু এই কষ্টের কথা গুলো জানবো আর মন খারাপ করে বসে থাকবো। এমন কিছু কি নাই যা আমাদের আনন্দ দিবে এই কষ্টের মাঝে হাসাবে? এত কষ্টের মাঝে REXposed আমাদের সেই আনন্দটাই দিয়েছে। আমি অনেকক্ষণ হেসেছি প্রাণ খুলে। হতে পারে REXposed এ কাউকে বোকা বানানো হয়েছে তাতে কি আমরা অনেক দুঃখের মাঝে হাসতে তো পেরেছি। এছাড়া যারা Rexposed হয়েছেন তারাও মনে হয়না এতটা কষ্ট পেয়েছেন। REXposed, 3 D ঘাস, গরুর stack, silent w, Blue ray CD অফিস এর অনেকেই এই শব্দ গুলো মজা করে ব্যবহার করতে দেখি।



এবার আসি এর উপস্থাপক এর কথায় রিদওয়ান হাফিজ ভদ্রলোক আসলেই খুব রসিক ৫মিনিট এর ভিডিওতে যে অসাধারণ অভিনয় করেছেন আসলেই তা দেখার মত ছিল। আমার বার বার মনে হয়েছে ভিডিওটা দেখার সময় আমি টানা হেসেছি কিন্তু উনি না হেসে টানা ৫মিনিট অভিনয় করলেন কিভাবে?

এত মর্মান্তিক ঘটনা আর দুঃখ-কষ্টের খবরের মাঝে একটু বিনোদন আর একটু আনন্দ দেয়ার জন্য REXposed team কে ধন্যবাদ।



মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:০৭

লেজকাটা বান্দর বলেছেন: একদম মনের কথাটিই বলেছেন।

২| ০৫ ই জুন, ২০১৩ রাত ১০:২৪

টানিম বলেছেন: পচা । আমার মোটেও ভালো লাগে নাই ।

৩| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৯

অদৃশ্য বলেছেন:




বেশ


শুভকামনা...

৪| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪৯

আই রানা বলেছেন: দেশের নতুন প্রগাম গুলো মিস করি কিন্ত এই টাইপের জিনিশ গুলো নেকামি মনে হয়.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.