নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজানদেশী

লতাদেশী

Activist

লতাদেশী › বিস্তারিত পোস্টঃ

ত্বকিকে কে খুন করেছে? জানোয়ার জামাত-শিবির নাকি করেছে শামিম ওসমানের পরিবার????

১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৫

মহান স্বাধীনতার মাস,জাতির জনকের জন্মের মাস এবং আমার ভাই শহীদ অধ্যাপক হারুনের শাহাদাতের মাস মার্চ। ঘটনাবহুল এই মার্চ মাসের ১৭ তারিখ আজ। অথচ গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই মাসের বেতন এখনো পাইনি। অফিসে সাপ্তাহিক মিটিং ছিল গতকাল শনিবার। ইশারা-ঈঙ্গিতে বেতন চাওয়ার অপরাধে আমাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আমিও মুখের উপর বলে দিয়েছি পদত্যাগ আমি করবো না। পত্রিকার বড়কর্তারা দরকার হলে আমাকে বরখাস্ত করতে পারেন। তবে আমি তাতে খুশি হয়েই অফিসের সবাইকে মিষ্টি খাওয়াবো,সবাইকে কথা দিয়েছি। দেখা যাক আজ কি ঘটে আমার কপালে!



তবে সাংবাদিকতাকে আমি নেশা হিসাবেই নিয়েছি,পেশা হিসাবে না। তাই বরখাস্তের চরম হুমকির মুখেও এই ঝুঁকিপূর্ণ সংবাদটি লিখে দিলাম। নারায়ণগঞ্জে আমার নিস্পাপ মেধাবী ভাই ত্বকিকে নাকি জানোয়ার জামাত-শিবির খুন করেনি,খুন করেছে শামিম ওসমানের পরিবার। কথাটা আমার নিজের না,এমনই অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি এবং শহীদ ত্বকির পরিবার। অভিযোগ যদি সত্যি হয়,তাহলে শামিম ওসমান সাহেবদের বলছি,প্রশাসনের ক্ষমতা নেই আপনাকে গ্রেপ্তার করার,সেটা বুঝি। কিন্তু আল্লাহ্‌র বিচার থেকে আপনাকে কেউ,কেউ রক্ষা করতে পারবে না,ইনশাল্লাহ।



সেই সাথে ফাঁসীর দাবীতে আমরা যারা আন্দোলন করছি,তাঁদেরকে বলছি, দয়া করে সাবধান থাকুন জানোয়ার জামাত-শিবির থেকে, একই সাথে সাবধান থাকুন আমাদের নিজেদেরই ঘরের ভিতর লুকিয়ে থাকা কাপুরুষ ঘাতকদের সাথে। এঁরা জানোয়ার জামাত-শিবির থেকেও অনেক অনেক বেশি ভয়ংকর।

এখানে ক্লিক করলেই সরাসরি পত্রিকা থেকে খবরটি পরা যাবে

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৮

রাজ্য এবং রুপকথা বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩০

নির্ণায়ক বলেছেন: যে করুক যে জন্যই করুক.........বিচার নিশ্চিত করতে হবে।না হলে ত্বকি আমাদের ক্ষমা করবে না।

৩| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩৮

ইব্রাহিম মন্ডল বলেছেন: ত্বকি হত্যামামলা নিয়ে তেমন উচ্চাবাচ্য করা যাবে না। যেটি ধরা পড়ে যায় সেটি গোপনে সারতে হয়। আর যেটি ধরা পড়ে না সেটি বিরোধীদের ঘাড়ে চাপতে হয়। বিশ্বজিৎ হত্যাকাণ্ড ক্যামেরার সামনে জীবন্ত থাকা সত্যেও তা ধামাচাপ দিয়ে রাখা হয়েছে। যদি বিশ্বজিতের লাশ ড্রেইনে পাওয়া যেতো তাহরে ওটা বিরোধীদের উপর সহজেই চাপিয়ে দেয়া হতো। আর মিডিয়াগুলো মুচড়িয়ে মুচড়িয়ে কথা বলতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.