![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতিম শিশুটার নাম রেহান, বয়স মাত্র সাত মাস। ওঁর মা রেহেনা মারা গিয়েছে গত ২৪ তারিখেই, আর বাবা মুনসর আলীর লাশ পাওয়া গিয়েছে আজ সকালে। তাঁরা সবাই রানা প্লাজায় গণহত্যার শিকার।
আমরা আমজনতা রেহান এর জন্য কিছু করতে চাচ্ছি। আপনারা কি বলেন?
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫০
লতাদেশী বলেছেন: আপাতত রেহেনের জন্য গুড়ো দুধ বা গাভীর দুধ দরকার
২| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:৪৪
সািহদা বলেছেন: আহারে রেহানকে দেখে সত্যিই খারাপ লাগছে । এই অবুঝ শিশুটা জানে না তার মা ও বাবা তাকে একা পেলে চলে গেছে সেই না ফিরার দেশে ।
রেহান এর জন্য অনেক অনেক দোয়া ও আদর রইল ।
৩| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:৪৫
সািহদা বলেছেন: রেহানকে এখন কে দেখা শুনা করে???
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫১
লতাদেশী বলেছেন: ওঁর গরীব নানা- নানী
৪| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:৪৫
মো: ইলিয়াস বলেছেন: আমিও আছি ইনশা আল্লাহ। যোগাযোগের ঠিকানা দেন। ০১৫৩৪০০১০০১ এ কল দিতে পারেন আলাপ করার জন্য।
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫২
লতাদেশী বলেছেন: আমার ফোন ০১৭১৩১৭১৩৮৫
৫| ০৩ রা মে, ২০১৩ রাত ১২:৪৭
বাংলার হাসান বলেছেন: সকলের দৃষ্টি আশা করছি।
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫৩
লতাদেশী বলেছেন: ী
৬| ০৩ রা মে, ২০১৩ রাত ১:০৬
পরিত্রান বলেছেন: ami nite chai baccha ta ke apni jodi chan ! amar number 01760300111
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫৪
লতাদেশী বলেছেন: ফোন দিয়েন ০১৭১৩১৭১৩৮৫
৭| ০৩ রা মে, ২০১৩ রাত ১:২৭
বাংলাদেশী দালাল বলেছেন:
মো: ইলিয়াস, পরিত্রান আপনাদেরকে সালাম.
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫৫
লতাদেশী বলেছেন: ঘরে ঘরে পরিত্রান দরকার
৮| ০৩ রা মে, ২০১৩ রাত ১:৪৯
সকাল আহমেদ বলেছেন: আমি রেহানের দায়িত্ব নিতে চাই। আমি কার সাথে যোগাযোগ করব? আমি আপাতত দেশের বাইরে আছি। সামনের মাসে দেশে আসছি। দয়া করে কেউ আমাকে জানান।
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫৬
লতাদেশী বলেছেন: দেশে কাউকে দিয়ে আপাতত তাঁর জন্য দুধের দরকার
৯| ০৩ রা মে, ২০১৩ ভোর ৫:৫৭
মাহিরাহি বলেছেন: রেহানের জন্য কি করা যায়?
০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৫৭
লতাদেশী বলেছেন: সাভারে আসুন, আপনাকে নিয়ে যাবো রেহানের কাছে
১০| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:৫৯
পরিত্রান বলেছেন: vai ami apnak phone try korchi but pacchi na majhe majhe busy abar call recive korchen na..anyway ami 1ta TV Channel a kaz kori ami o amar wife er eche bachcha ta nite chai and in sha allah manuser moto kore manus korbo......
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৫৭
লতাদেশী বলেছেন: আমাকে পাবেন ০১৫৩৪৬০৪৪৭৬
১১| ১০ ই মে, ২০১৩ রাত ১:১৮
লতাদেশী বলেছেন: আজ রেহানকে দেখতে যাবো আরেক রেহান,মানে আবার বাবা আরহামকে নিয়ে।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৩ রাত ১২:৪৩
আশফাক সুমন বলেছেন: ভাই, অনেক দম্পতি আছেন যাদের কোন স ন্তান নেই ।
এরকম একটা দম্পতি শিশুটিকে দত্তক নিতে পারে ।
আপনি কি করতে চান বলেন ? আমি আছি ইনশা আল্লাহ