![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই একহান ভালা কথা কই
রানা প্লাজার গণহত্যার পরে আজ সন্ধ্যায় আমারই দেহের লাল রক্তে স্নাত প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে ছবির হাটে প্রিয় ‘আমজনতা’র কিছু ফেরেশতার সাথে দেখা হয়েছিল! সত্যিই ফেরেশতাদের সাথে মীটিং! এমন কিছু ফেরেশতাই দেখেছিলাম গত কয়দিন সাভারে রানা প্লাজায়!
তবে আমার বন্ধু তালিকায় থাকা বিভিন্ন ‘লাইন-বে লাইনে’র যে সব ‘রথি-মহারথিরা’ ফেসবুকে নিজেদের খুব সেলিব্রেট্রি ভাবেন,প্লিজ,এইবার দয়া করে আমাকে মুক্তি দিন। আমি ভাই আমজনতার এক গেঁয়ো আবাল। ‘আমজনতা’র সাথেই আমার ভাবের পিরীত।
তাই আমি লুটেরা মিডিয়ার ‘পণ্য’ গার্মেন্টস কন্যা রেশমা,কিংবা হতভাগী ‘শহীদ’ সাহিনার দেড় বছরের আদরের ছেলে রবিনকে একটা খুবই কম দামি প্লাস্টিকের বল এবং ব্যাটারি লাগানো খেলনা ট্রেন দিয়ে রবিনের নিস্পাপ প্রেম কিনে নিয়ে বাজার থেকে চলে আসিনি। রবিনের পাশেই খুঁজে পেয়েছি তারচেয়েও দুঃখী,সাভারের রানা প্লাজার গণহত্যায় গার্মেন্টস শ্রমিক মা রেহেনা এবং বাবা মনসুরকে হারানো মাত্র সাত মাসের এতিম রেহানকেও।
তারপর ‘আমজনতা’র কিছু খাঁটি দেশপ্রেমিক রেহানের জন্য রাস্তা-ঘাটে,হাটে-বাজারে,অনলাইনে কিংবা অফলাইনে এই এতিম ছেলেটাকেই আগামী দিনের নেতা বানানোর এক নতুন বিপ্লবের সন্ধান দিয়েছেন আমাকে।
তাঁদের প্রতি লাল সালাম এবং আমি আমজনতার মাধ্যমে মা রেহেনা এবং বাবা মনসুরকে হারানো মাত্র সাত মাসের এতিম রেহানকে আমার আব্বার দেয়া জমি থেকে রেহানের একটি সুন্দর বাড়ি করার জন্য জমি উপহার দিচ্ছি। হ্যাঁ,কাগজ কলমে লিখেই দিচ্ছি।
‘প্রিয় আমজনতা খাঁটি দেশপ্রেমিক কমরেডরা’,
মানুষ মানুষের জন্য,তোদের কাছ থেকে সত্যিই আমি আরেক বার নতুন করে শিখলাম। বলতে লজ্জা নেই,আমিও ভীষণ পাপী। তবে আমার কাছে তুরা মানুষই না খালি,তুঁরাই ফেরেশতা!!!!!
(যারা রবিন কিংবা রেহানদের দত্তক নিতে চান,তাঁদেরকে ধন্যবাদ। কিন্তু আমরা দুঃখিত,না নিলেও রেহানদের চলবে। এতিমের রক্ষায় আল্লাহ্ নিজেই আছেন তাঁর দয়া দিয়ে। কারন তাঁর প্রিয় মহানবীকে তিনিই এতিম করে এনেছিলেন। সাভারের গনহত্যার বদলা নিবোই নিবো,ইনশাল্লাহ। কারন আমার বুকেই আছে এই নিস্পাপ এতিম আরহামেরা)
২০ শে মে, ২০১৩ রাত ১:১৪
লতাদেশী বলেছেন: রিহানের জন্য আশীর্বাদ করবেন
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ ভোর ৪:১০
নানাভাই বলেছেন: আমার কাছে তুরা মানুষই না খালি,তুঁরাই ফেরেশতা!!!!! কঠিন সত্য। রেহানরে বুকে নেওয়ার জন্য স্যালুট আপনারে।