![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কি তা আমি নিজেই জানি না ! হয়তো ঘাস কিংবা কাঁচপোকা কিংবা কিছু অন্য গল্পের অন্য রাজ্য
ওদের কোন সীমানা নেই
অনুভূতির বাঁধন নেই
হারাই যেদিন অন্য গল্পে
সেদিন ওদের খোঁজ
কষ্ট সাবান , কষ্ট পানি
গোসল রোজ রোজ
ওরা ওদের সবল মায়ায়
ওরা বিভোর অলস ছায়ায়
খুশির রাজ্যে ঘণ্টা যেদিন
সেদিন ওদের ম্লান
মোমবাতির সেই ঠাণ্ডা আলোয়
খুব হারানোর গান
কাঁচপোকা ওরা ওদের মতো
ভাবনা বিলাস অন্য ক্ষত
অনুপ্রাসে পড়বে আলো
ভাবনা আর ঘোর
সাদা খাতা বলবে শুধু
হবো না বিভোর
©somewhere in net ltd.