![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কি তা আমি নিজেই জানি না ! হয়তো ঘাস কিংবা কাঁচপোকা কিংবা কিছু অন্য গল্পের অন্য রাজ্য
গাভী মানেই সে চুরি করে ধান খাবে এইটা স্বাভাবিক ! গাভীটা খুব চঞ্চল এবং একটু বাছাই প্রেমী !
সে বেছে বেছে ধান খায়, শুরুতে ধান খেয়েছিলো কোন জাতের সেটা তার মনে নেই, তাতে অবশ্য কিছু যায় আসে না, গাভীর ওলান তখন প্রশস্থ হয় নি ! তাই গাভীও বুঝতে পারে নি, তবে প্রথম খাওয়া ধানের কটু স্বাদ তার মাথায় ঘোরে সবসময় !
গাভীটা ভাদোই ধান খেয়েছে, খেয়েছে আউশ ধান , মাঝে মাঝে অবশ্য বিন্নি ধান কিংবা বাসমতী ধান ও খেয়েছে ! গাভীর যা স্বভাব চরে চরে ধান খাওয়া !
কয়েকটি ধানক্ষেতের মধ্যে একটি ধানক্ষেত খুব চিন্তিত, কারন ঐ ধানক্ষেতটা খুব আনন্দ পেত যখন গাভীটা তার বুকে ক্ষুরের লাঙ্গল চালিয়ে বেশ মজা করেই খেতো এক একটা বাড়ন্ত ফসল, কি আর করা সেই ধানক্ষেতের !! সে তো সস্তা মোটা ধান !
সস্তা ধানক্ষেতটা গাভীর অনুপস্থিতির কারন ধরতে পেরেছে , কয়েক আইল পরে একটা মিনিকেট ধানক্ষেত আছে ! বেশ ভালমতোই গাভীটা মিনিকেট ধান খাওয়া শিখেছে !
দারুন !!!
সস্তা ধানক্ষেতের কিছুই করার নাই কারন ঐ যে স্বভাব ! গাভী চরে চরেই ধান খাবে !!
©somewhere in net ltd.