![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কি তা আমি নিজেই জানি না ! হয়তো ঘাস কিংবা কাঁচপোকা কিংবা কিছু অন্য গল্পের অন্য রাজ্য
লুলমিয়া পুস্তকখানা কুলডুডের
হস্তে ধরাইয়া দিয়া সুমধুর স্বরে কহিল, পুস্তিকাতে কিস্তিমাৎ ।
কুলডুড এই দেখিয়া ব্যাগিজিন্সের পকেট হইতে একখানা আতসী কাঁচ
বাহির করিয়া পুস্তকের জবরজং মলাট পার করিয়া পৃষ্ঠায় আসিয়া থামিয়া বলে - এ কেমন পুস্তক হে বাছা, এ কোন কাগজ ?
লুলমিয়া মুখটিকে আরও হাসিহাসি বানাইয়া বলিয়া ওঠে - ওহে নরাধম এই কাগজ তো প্যাপিরাস, কাগজের গাত্র বর্ণ দেখিয়াছো ? কিরকম গাঢ় দুধের মতো রং আহা !
কাগজ লইয়া এহেন বাক্যালাপের ফলে ঝাঁপি হইতে বাহির হইয়া আসে উন্নয়নের দূত - মহিষাসুর হইতে ফ্যাটম্যান আর কণ্টকপুর হইতে লিটল বয় । তাহারা তাহাদের চাটিয়া চুষিয়া ক্ষয় করা জিভ গোল করিয়া উলু দিতে দিতে কুলডুডের দিকে সহাস্যে আগাইয়া যাইয়া বলে ওহে নাবালেগ এই পুস্তক লইয়া কোনরূপ কিমিতি চলিবে না হে, এ যেমন তেমন পুস্তক নহে এ পুস্তক হইলো খোয়াবনামা, সাহিত্যের এহেন সংকটকালে কলিযুগের কল্কি অবতাররূপী এই পুস্তকের ভূমিকা অপার । এই পুস্তক শুধুমাত্র দুধের রং লয়নাই, এই পুস্তক দুধের মতোই পবিত্র !
তো এতবার দুধ দুধ শুনিয়া ফ্যাটম্যান আর লিটলবয় অস্থির হইয়া তাহাদের লুতু বাহিনী তলব করে, বাহিনীর প্রত্যেক সেনা তাহাদের ছয় ছটাকি ভাবে ভর করিয়া সিনা বারো ইঞ্চি ফুলাইয়া প্রগতির ঝান্ডা হাতে থপাড় থাপাড় করিয়া হাটিয়া আসিয়া কুলডুডকে ঘিরিয়া বেশ জটলা পাকাইতে থাকে ।
জটলা দেখিয়া কুলডুড খানিক ভীত হইতে যাইবে এরূপ সময়ে খেয়াল করে প্রত্যেক লুতু পরিয়া আছে প্যাপিরাসের কাঁচুলি তাই খানিক বাঁকা হাসি মুখে চাপিয়া লুলেদের জিজ্ঞাসা করে এই কাঁচুলি কোথা হইতে পাইলে হে মান্যবরের দল ।
এহেন প্রশ্ন শুনিয়া লুলেরা কি বলিবে তা ভাবিয়া অস্থির, সমাধানে তাই লুলকূলে শিরোমণি একচ্ছত্র চাটকবীর উত্তর করে - প্যাপিরাস আসিয়াছে চীন দেশ হইতে ।
প্যাপিরাস চীন দেশ হইতে আসিয়াছে শুনিয়া কুলডুডের মাথায় আকাশ ভাঙ্গিয়া পড়ে কুলডুডের । সে এখন কি করিবে তাহা নিজেই বুঝিতে হিমশিম খাইতেছে । অন্যদিকে লুলেদের কিচিরমিচিরে কানে তালা পড়িয়া যাইতেছে কুলডুডের । সে এমতাবস্থায় লুলের কীর্তন শুনিবে নাকি ফ্যাটম্যান আর লিটলবয়ের ভারতনাট্যম দেখিবে !
ওদিকে লুতু বাহিনী প্যাপিরাসের পাঁজিপুঁথি লইয়া ঘাঁটিয়া লাবড়া রাঁধিয়া লুলমিয়ার কাছে আসিয়া বলে - জনাব প্যাপিরাস আসলে মিশর হইতে আসিয়াছে ।
লুতুদের গবেষণালব্ধ তত্ত্ব লইয়া খামাখা ভেরেণ্ডা না ভাজিয়া লুলমিয়া কুলডুডের টিকি ধরিয়া বাদুড়ঝোলা হইয়া ঝুলিতে শুরু করিয়াছে । লুলমিয়া যে তাহার লুতুসর্বস্ব পুস্তকখানা বিক্রয়ের জন্যই কুলডুডের টিকি ধরিয়া ঝুলিতেছে এই তত্ত্ব বুঝিবামাত্রই পকেট হইতে পাঁচশত টাকার একখানা নোট বাহির করিয়া সেই নোট স্ক্যান করিতে ছুটিয়া গেল এবং স্ক্যান করিবার পূর্বেই লুলমিয়াকে আশ্বাস দিলো যে - ঐ স্ক্যানকৃত অর্থেই খরিদ করা হইবে লুলপালের পুস্তক !
কুলডুডের এইরূপ অসদাচরণ লক্ষ করিয়া লুলমিয়া বলিয়া ওঠে - এই স্ক্যানকৃত অর্থের কি আদৌ কোন মূল্য রহিয়াছে ?
উত্তরে কুলডুড মৃদু স্বরে বলে- ওহে লুলমিয়া আপনার এই খোয়াবনামা ওরফে পুস্তিকার আদৌ কি কোন আসক্তি রহিয়াছে ?
©somewhere in net ltd.