![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত অংশে আমরা ছট্টো লিলির রুম পর্যন্ত জেনেছেলাম। আজ আমরা বাকি ৩য় ও ৪র্থ তলার সম্পরকে জানার চেষ্টা করব।
বলা হয় ৩য় তলার এর রুমের এই বিছানায় বসলে নাকি মাঝে মাঝে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। যেমন কে জানি বিছনাটা ধাক্কা দেয়, আবার বিছনার নিচ থেকে লাথি মারে এই সব আর কি। যেমন টা ঘটেছিল Coasterdave নামের একজন Ghost Hunter এর সাথে Mon Apr 26, 2010 তারিখে।
এটি হাস্পাতাল এর মর্গের Body Cooler এর অবশিষ্ট অংশ।
যদি আপনি মর্গের "বডি কুলার" এর ভিতরে শুয়ে দেখেন তাহলে এমনি দেখাবে।
৪র্থ এবং সবচেয়ে ভয়ংকর তালা হল এটি যেখানে সবচেয়ে ভয়ংকর রোগীদের রাখা হত। এটি হল সেই স্থান জাখানে most dangerous woman কে রাখা হত।
ওরা বন্দী কারাগারে.।.।.।.।
এটি হল সেই স্থান জাখানে most dangerous man কে রাখা হত।
এর ব্যপারে কি কিছু বলার দরকের আছে?
এই হল মোটামটি পুরা Haunted House। ১ম থেকে ৩য় তালা মোটামটি সেফ। কিন্তু ৪র্থ তালাটি নিয়েই যতো গন্ডোগোল।
অনেকের কাছে এটা "গোজামিল" লাগতে পারে। কিন্তু এই স্থান থেকে সয়ং আমাদের Bass BABA (Sumon Vai) ঘুরে এসেছেন এবং তার সাথে ছিলো world famous "Ghost Hunter" Team.
যাদের পরিচয় হয়তো আমাকে আর নতুন করে দিতে হবে না।
সুমন ভাইরা ও লিলি এর সাথে খেলা করেছেন, ২য় তালায় উনারা ওইসব "বন্ধু আত্মা" দের ডেকেছিলেন। "ঊনারা" নাকি সুমন ভাই এর কথা মতো, ভাইএর বন্ধ টর্চ লাইট জালিয়েছিলো। ৩য় তালায় তেমন কিছু পাননি উনারা। কিন্ত ৪র্থ তালায় খেয়ছিলেন "দউরানি"
। সে কাহিনী পরে র একদিন জানানো যাবে।
(আমার এই শেষের ২ পেরা রেডিও ফুরতী এ সুমন ভাই এর মুখ থে কে শোনা)
এই হল আমার The Trans-Allegheny Lunatic Asylum এর কাহিনী। পরোবরতীতে হয়তো আরও কন নতুন কাহিনী নিয়ে আসবো। সে পর্যন্ত বিদায়।
The Trans-Allegheny Lunatic Asylum এর আর ও কিছু ছবি আপনাদের জন্য।
যারা এই স্থানটিতে জেতে চান তাদের জন্য Historical Tour ,Paranormal Tour & Ghost Hunt এই 3 ধরনের বাবস্থা রয়েছে। বিস্তারিতো জানতে View this link
This is the time schedule
গত অংশে আমরা ছট্টো লিলির রুম পর্যন্ত জেনেছেলাম। আজ আমরা বাকি ৩য় ও ৪র্থ তলার সম্পরকে জানার চেষ্টা করব।
বলা হয় ৩য় তলার এর রুমের এই বিছানায় বসলে নাকি মাঝে মাঝে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। যেমন কে জানি বিছনাটা ধাক্কা দেয়, আবার বিছনার নিচ থেকে লাথি মারে এই সব আর কি। যেমন টা ঘটেছিল Coasterdave নামের একজন Ghost Hunter এর সাথে Mon Apr 26, 2010 তারিখে।
এটি হাস্পাতাল এর মর্গের Body Cooler এর অবশিষ্ট অংশ।
যদি আপনি মর্গের "বডি কুলার" এর ভিতরে শুয়ে দেখেন তাহলে এমনি দেখাবে।
৪র্থ এবং সবচেয়ে ভয়ংকর তালা হল এটি যেখানে সবচেয়ে ভয়ংকর রোগীদের রাখা হত। এটি হল সেই স্থান জাখানে most dangerous woman কে রাখা হত।
ওরা বন্দী কারাগারে.।.।.।.।
এটি হল সেই স্থান জাখানে most dangerous man কে রাখা হত।
এর ব্যপারে কি কিছু বলার দরকের আছে?
এই হল মোটামটি পুরা Haunted House। ১ম থেকে ৩য় তালা মোটামটি সেফ। কিন্তু ৪র্থ তালাটি নিয়েই যতো গন্ডোগোল।
অনেকের কাছে এটা "গোজামিল" লাগতে পারে। কিন্তু এই স্থান থেকে সয়ং আমাদের Bass BABA (Sumon Vai) ঘুরে এসেছেন এবং তার সাথে ছিলো world famous "Ghost Hunter" Team.
যাদের পরিচয় হয়তো আমাকে আর নতুন করে দিতে হবে না।
সুমন ভাইরা ও লিলি এর সাথে খেলা করেছেন, ২য় তালায় উনারা ওইসব "বন্ধু আত্মা" দের ডেকেছিলেন। "ঊনারা" নাকি সুমন ভাই এর কথা মতো, ভাইএর বন্ধ টর্চ লাইট জালিয়েছিলো। ৩য় তালায় তেমন কিছু পাননি উনারা। কিন্ত ৪র্থ তালায় খেয়ছিলেন "দউরানি"
। সে কাহিনী পরে র একদিন জানানো যাবে।
(আমার এই শেষের ২ পেরা রেডিও ফুরতী এ সুমন ভাই এর মুখ থে কে শোনা)
এই হল আমার The Trans-Allegheny Lunatic Asylum এর কাহিনী। পরোবরতীতে হয়তো আরও কন নতুন কাহিনী নিয়ে আসবো। সে পর্যন্ত বিদায়।
The Trans-Allegheny Lunatic Asylum এর আর ও কিছু ছবি আপনাদের জন্য।
যারা এই স্থানটিতে জেতে চান তাদের জন্য Historical Tour ,Paranormal Tour & Ghost Hunt এই 3 ধরনের বাবস্থা রয়েছে। বিস্তারিতো জানতে View this link
This is the time schedule
১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৩
লরেল বলেছেন: না। ওই হাস্পাতালে যেতে অসুবধা নাই । কেবল ৪র্থ তালাতে একটু সাবধানে থাকতে হবে এই যা। ঃ)
২| ১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৯
একাকী বালক বলেছেন: কাহিনী বুঝলাম না। Bass BABA (Sumon Vai) কিডা?
১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৯
লরেল বলেছেন: অরথহিনের সুমন ভাই
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৩৫
নীল ভোমরা বলেছেন:
এটা কি ভুত বাড়ি !?! এর অবস্থান কোথায়?... একবার দেখে আসলে মন্দ হয়না!
১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪১
লরেল বলেছেন: এর অবথান আমেরিকার, ওয়েস্ট ভারজেনিয়ার ওয়েস্টন শহরে।। তো আজ ই রওনা দেন।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪৪
বাংলার কথা বলি বলেছেন:
যাইতে মুঞ্চায়
১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৩
লরেল বলেছেন: জলদি করেন।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৪৯
একাকী বালক বলেছেন: লেখক বলেছেন: অরথহিনের সুমন ভাই
>>> ওহহ হ জানতাম তো বেস গিটারিস্ট সুমন ভাই কে বেস বাবা বলে।
ও বুঝছি উনে ইউ.এস গেছিল এইডা দেখতে? ভাবছিলাম আপনি মজা নিতেছেন।
১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৬
লরেল বলেছেন: হা ওই গীটারিস্ট সুমন ভাই।
না কেবল এইটা দখতেই জান নি। আর অ কিছু কাজ ছিলো অনের। ১ঢিলে ২ পখি পারলেন আর কি!
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫৫
কুবামু বলেছেন:
ভূতেরা হাস্পাতালে কি করে......এদের কি কোন কাম কাজ নাই
১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:০৮
লরেল বলেছেন: ওইখানে থাকাই তো ওদের কাজ।
৭| ১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২৯
শুভ্র নামের ছেলে বলেছেন: বিশ্বাসযোগ্য কিছু না, বরং আপনি লাস্টে যে লিঙ্ক দিয়েছেন সেটাতেই ঘাপলা আছে।
এখন আমার তোলা একটা ফটো দেখেন, ঢাকায় হাতিরপুলে রাস্তার পাশে বসে খালি রাস্তার ছবি তুলছিলাম আনমনে, তাই নরম্যাল ক্যাম দিয়ে। একটা ছবি তোলার পর দেখি কই থেকে যেন মানুষের অবয়ব চলে আসছে মাঝে।
১৭ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:২৯
লরেল বলেছেন: বিশাস করা বা না করা সেইটা পুরা টাই আপ্নের উপর। বিশাস যার করতে ইচ্ছা করবে সে করবে আর যে না করলে না।
আর ২য় লিঙ্ক এ http:// ২বার আসে। ১টা মুছে ফেলতে হবে।।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৯
এফ এন এফ বলেছেন: http://www.trans-alleghenylunaticasylum.com/
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৪
শায়মা বলেছেন: আমি হলে ভুলেও ঐ বাড়ির ধারে কাছে যেতাম না।

যদিও আমি ভুত প্রেত বিশ্বাস করিনা।
তাতে কি?
সাবধানের মার নেই।