নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

হযরত মুহাম্মাদ (সাঃ)-এর সম্মানিত সাহাবিগণের নামের তালিকা

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৩

যে ব্যক্তি জীবীত অবস্থায় হযরত মুহাম্মদ (সাঃ)-এর সাক্ষাৎ লাভ করেছেন জীবনে একবার তাকে দেখেছেন তার হাতে ইসলাম গ্রহণ করেছেন এবং নবি মুহাম্মদুর (সাঃ)-এর সাহচর্য লাভ করেছেন অতঃপর ইসলামের প্রতি বিশ্বাস থাকা অবস্থায় ইমানের সঙ্গে মৃত্যুবরন করেছেন তাকে ইসলামের পরিভাষায় নবি করিম মুহাম্মদ (সাঃ)-এর সাহাবি বলা হয়।

নামের প্রথম বর্ণ বা অক্ষর অনুসারে তালিকা করা হলঃ



আকিল ইবনে আবি তালিব
আদি ইবনে আয্‌ যাগ্‌বা
আবদুর রহমান ইবনে আউফ
আবদুর রহমান ইবনে আবু বকর
আবদুর রহমান ইবনে শিব্‌ল
আবদুল্লাহ ইবনে আব্বাস
আবদুল্লাহ ইবনে আতিক
আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবন উবাই
আবদুল্লাহ ইবনে আমর
আবদুল্লাহ ইবনে ইয়াযিদ খাত্‌মি
আবদুল্লাহ ইবনে উনাইস জুহানি
আবদুল্লাহ ইবনে উমর
আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম
আবদুল্লাহ ইবনে জাহাশ
আবদুল্লাহ ইবনে তারিক
আবদুল্লাহ ইবনে মাখরামা
আবদুল্লাহ ইবনে যায়িদ
আবদুল্লাহ ইবনে যায়িদ ইবন আসিম
আবদুল্লাহ ইবনে রাওয়াহা
আবদুল্লাহ ইবনে সালাম
আবদুল্লাহ ইবনে সালামা
আবদুল্লাহ ইবনে সুহাইল
আবদুল্লাহ ইবনে হুজাফাহ আস্‌সাহমি
আবান ইবনে সাঈদ ইবনুল আস
আবু আহমাদ ইবনে জাহাশ
আবু উবাইদা ইবনুল জাররাহ
আবু বকর ইবনে আবি কুহাফা
আবু বারযাহ্‌ আল আসলামি
আবু বুরদা ইবনে নাইয়ার
আবু মূসা আল আশয়ারি
আবু যার আল-গিফারি
আবু রাফি'
আবু সালামা ইবনে আবদিল আসাদ
আবু সুফিয়ান ইবনে হারিস
আবু হুজাইফা ইবনে উতবা
আবু হুরাইরা আল আদ-দাওসি
আবু সায়িদ আল-খুদরী
আবুল আস ইবনে রাবি
আব্বাস ইবনে উবাদা
আমর ইবনে আবাসা
আমর ইবনে উমাইয়া
আমর ইবনে হাযম
আমর ইবনুল আস
আমর ইবনে সাঈদ ইবনুল আস
আমির ইবনে ফুহাইরা
আমির ইবনে রাবিয়া
আম্মার ইবনে ইয়াসির
আম্মারা ইবনে হাযম
আলী ইবনে আবি তালিব
আয়িশা
আসমা বিনতে আবি বকর
আসিম ইবনে আদি
আসিম ইবনে সাবিত
আয়াশ ইবনে আবি রাবিআহ



ইকরিমা ইবনে আবি জাহল
ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান



উকবা ইবনে আমির আলজুহানি
উকবা ইবনে ওহাব
উকাশা ইবনে মুহসিন
উতবা ইবনে গাযওয়ান
উবাইদাহ ইবনুল হারিস
উবাদা ইবনে সামিত
উমর ইবনুল খাত্তাব
উমাইর ইবনে আবু ওয়াক্কাস
উমাইর ইবনে ওয়াহাব
উমাইর ইবনে সা'দ
উয়াইম ইবনে সায়িদা
উসমান ইবনে আফ্‌ফান
উসমান ইবনে তালহা
উসমান ইবনে মাজউন
উসামা ইবনে যায়িদ



ওতবান ইবনে মালিক
ওব্বাদ ইবনে বাশার
ওয়াকিদ ইবনে আবদিল্লাহ
ওয়ালীদ ইবনে উকবা
ওয়ালীদ ইবনে ওয়ালিদ
ওয়াহশি ইবনে হারব
ওয়াহাব ইবনে উমায়ের
ওসমান ইবনে হানিফ



কাতাদা ইবনে নোমান
কা'ব ইবনে উযরা
কা'ব ইবনে মালিক
কা'ব ইবনে যুহাইর
কায়েস ইবনে সা'দ ইবনে উবাদা
কুতবা ইবনে আমির
কুদামা ইবনে মাজউন
কুরযা ইবনে কা'ব



খাদিজা বিনতে খুওয়াইলিদ
খাব্বাব ইবনুল আরাত
খালিদ বিন ওয়ালিদ



তালহা
তালহা ইবনে বারা
তুফাইল ইবনে আমর আদ-দাওসি
তুলাইব ইবনে উমাইর



নাওফিল ইবনে হারিস
নু'মান ইবনে আজলান
নু'মান ইবনে বশির
নুসাইবা বিনতে কা'ব



ফাতিমা
ফাদল ইবনে আব্বাস
ফুযালা ইবনে উবাইদ
ফাইরুজ আল দাইলামি



বুরাইদাহ ইবনে হুসাইব
বুজাইর ইবনে যুহাইর



মাআন ইবনে আদি
মাজমা ইবনে জারিয়া
মায়ায ইবনে আফরা
মায়ায ইবনে জাবাল
মারসাদ ইবনে আবু মারসাদ আলগানাবি
মাসলামা ইবনে মুখাল্লাদ
মিকদাদ ইবনে আমর
মিকদাদ ইবনে আসওয়াদ
মিসতাহ ইবনে উসাসা
মিহরায ইবনে নাদলা
মুগীরাহ ইবনে শু'বা
মুজায্‌যার ইবনে যিয়াদ
মুনযির ইবনে আমর
মুয়াইকিব ইবনে আবু ফাতিমা
মুসয়াব ইবনে উমাইর
মুহাইয়াসা ইবনে মাসউদ
মুহাম্মদ ইবনে মাসলামা



যায়িদ ইবনে সাআনা
যায়িদ ইবনুল খাত্তাব
যূ-শিমালাইন উমাইর ইবনে আবদি আমর
যুবাইর ইবনুল আওয়াম



লায়লা বিনতে আল-মিনহাল



শাদ্দাদ ইবনে আউস
শাম্মাস ইবনে উসমান
শিফা বিনত আবদুল্লাহ
শুকরান সালেহ
শুজা ইবনে ওয়াহাব
শুরাহবিল ইবনে হাসানা



সাঈদ ইবনে আমির আল-জুমাহি
সাঈদ ইবনে যায়িদ
সাওবান
সা'দ ইবনে উবাদা
সা'দ ইবনে খাইসামা
সা'দ ইবনে মায়াজ
সা'দ ইবনে যায়িদ আশহালি
সা'দ ইবনে রা'বি
সা'দ ইবনে হাবতা
সা'দ ইবনে আবি ওয়াক্কাস
সাফিয়াহ বিনতে আবদুল মুত্তালিব
সাবিত ইবনে দাহ্‌দাহ
সামুরা ইবনে জুন্দুর
সালমা ইবনে সালামা
সালমান আল ফারিসী
সালামা ইবনে হিশাম
সালামা ইবনুল আকওয়া
সালিম মাওলা আবু হুজাইফা
সাহল ইবনে সা'দ
সাহল ইবনে হান্‌যালিয়া
সাহল ইবনে হানিফ
সায়িব ইবনে খাল্লাদ
সুরাকা ইবনে মালিক
সুহাইব ইবনে সিনান আর রুমি
সুহাইল ইবনে আমর



হালিমা বিনতে আবি যুয়ায়েব (হালিমা সাদিয়া)
হাকিম ইবনে হাযাম
হাজ্জাজ ইবনে ইলাত
হাতিব ইবনে আবু বালতায়া
হামযা
হাসান ইবনে আলি
হাসসান ইবনে সাবিত
হিন্দ বিনতে উতবা
হিলাল ইবনে উমাইয়া
হিশাম ইবনুল আস
হুযাইফা ইবনুল ইয়ামান
হোসাইন ইবনে আলি

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৩

মৌমুমু বলেছেন: সুন্দর ও সংগ্রহে রাখার মত পোস্ট। ভালো লেগেছে।

০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪২

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ আপু ।

২| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কালেকশন প্রিয়তে রাখলাম ।

০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৯

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ প্রিয়তে নেয়ায় কৃতজ্ঞ জানালাম ।

৩| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:




সাহাবীঘণের মাঝে কেহ কি লিখতে পড়তে পারতেন?

০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৩

লেখা পাগলা বলেছেন: চাঁদগাজী ভাই শিক্ষা সব সময় ছিল ।কম আর হয়ত বেশি । কেউ কম শিখছিল কেউ বা বেশি তবে তখন ছিল সত্যে যুগ ।এখনকার মত মিথ্যার নয় । ছোট বেলায় একটা কথা শুনতাম অনেকের মুখে ভালো হইতে টাকা লাগে না !

৪| ০৯ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: @চাঁদগাজীঃ নো চেঞ্জ এট অল X(( X(

০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৪

লেখা পাগলা বলেছেন: কয়লা হাজার ধুলেও কখনো সাদা হয়না ।

৫| ০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।

০৯ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৬

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ভাই ।

৬| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:



"লেখক বলেছেন: চাঁদগাজী ভাই শিক্ষা সব সময় ছিল ।কম আর হয়ত বেশি । কেউ কম শিখছিল কেউ বা বেশি তবে তখন ছিল সত্যে যুগ । "

-তখন সত্য যুগ ছিলো না; সতযুগ থাকলে নতুন করে ধর্মের দরকার হতো না; এখ প্রথম পৃথিবীর মানুষ সঠিকভাবে চিন্তা করতে পারছেন; এখনো ৪০% মানুষের পড়ালেখা না থাকায় বিশ্বে উথাল পাতাল সমস্যা; তখন মানুষ অসহায় ছিলো

১০ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫২

লেখা পাগলা বলেছেন: ওকে ঠিক আছে আপনার কথাই সত্য । B:-/

৭| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক নজরে বরকত প্রাপ্ত ৩১৩ জন
* ইসলামের প্রথম জিহাদ বদর রনাঙ্গনে হযরত রাসূলুল্লাহ্ (সাঃ) এর প্রাণপ্রিয় সাথী-সঙ্গী ছাহাবাগণের সংখ্যা ৩১৩।
* আল্লাহ্ তা‘য়ালার প্রেরিত লক্ষাধিক পয়গাম্বরগণের মধ্যে রাসূলগনের সংখ্যা ৩১৩।
* হযরত ইব্রহীম (আঃ) এর সহগামীদের সংখ্যা ৩১৩।
* আল্লাহ্তায়ালার প্রিয় বান্দা ও মনোনীত বাদশাহ হযরত তালূতের বিজয় অভিযানে সাথীগণের সংখ্যা ৩১৩।
* দুনিয়ার ধ্বংস লগ্নে শান্তির প্রতীক আল্লাহ্র দ্বীনের সর্বশেষ পতাকা উত্তোলনকারী ইমাম মাহ্দীর মূল বাহিনীর সংখ্যা ৩১৩।
অতএব, আমরা দেখি ৩১৩ সংখ্যার ইতিহাস একটি যুগান্তকারী বরকতময় ইতিহাস। যুগে যুগে এ সংখ্যা এনেছে পৃথিবীতে মানব মুক্তি ও কল্যাণের সুবাতাস। এনেছে সত্য ও ন্যায়ের শান্তিময় মানদন্ড। তাই এ সংখ্যা একদিকে যেমন হয়েছে এক উজ্জ্বল ইতিহাস, তেমনি এ সংখ্যায় রয়েছে প্রতি যুগে যুগে মুমিনের প্রেরণা।

আপনার উছলিায় খুঁজতে গিয়ে এটা পেলাম তাই আপনার পোষ্টেই শেয়ার করলাম :)
https://sites.google.com/site/litonliakotalikhan/313-barakatamaya-badari-sahabidera-nama

১০ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫৭

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই । শেয়ার করে ভালো করছেন । আমিও যেয়ে ঘুরে আসমুনি । :)

৮| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৩

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর পোস্ট । ভালো শেয়ার ।

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৯

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ

৯| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১০

সিকদার বাড়ীর পোলা বলেছেন: +++++++++++

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ব্রাদার ।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৩

হুমম্‌ বলেছেন: +++++++++++++++++

১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৩৯

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ভাই ।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৪

টারজান০০০০৭ বলেছেন: স্তালিন কহিলেন ইউরেকা ! পাইয়াছি ! :D ;) :P =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.