নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়ার্ডপ্রেসে আগে একটা ব্লগ এখন আর না এই নামেই ছিল । তাই সে নামই রাখলাম । আমার ব্লগ লেখা পাগলা ।

লেখা পাগলা

একজন সাধারন মানুষ,বাংলাদেশের একজন অসচেতন নাগরিক ।

লেখা পাগলা › বিস্তারিত পোস্টঃ

মানুষ মাত্রই সারাজীবণের পরীক্ষাত্রী

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৪৮


প্রতিটি মানুষের মাঝে একটি প্রণয় কাজ করে আর তা হলো মানুষের চাহিদা ।
আর সে চাহিদা হতে পারে ছোট আবার হতে পারে বড় থেকে আরও বড়।
আর সে চাহিদাই কখনও কখনও মানুষকে করে তোলে মানুষ থেকে অমানুষ
কখনও আবার করে তোলে অতি মহামনব।মানুষের চাহিদাই বড় লোভ,চাহিদাই হল
মানুষের বড় ক্ষোপ ।

সত্য কথা বলতে কি ? ধর্ম নির্বিশেষে,জাত নির্বিশেষে মানুষের বড় পরিচয় সে
মানুষ ।আর সৃষ্টি কর্তার এ পাঠ্যশালায় ভালো মন্দ দুইয়ের বসবাসই থাকবে,
হয়ত ভালোর তুলনা খারপ বেশি,আর খারাপের তুলনায় ভালো কম।

সৃষ্টি কর্তা মানুষকে সারা জীবণভর সৃষ্টি কর্তার পাঠ্যশালার পরীক্ষাত্রী বানিয়ে রেখেছেন ।
আর মানুষের জন্য সৃষ্টিকর্তা তার সকল প্রশ্ন উত্তর প্রকাশ করে রেখেছেন।এবং ফাইনাল পরীক্ষায় পাশ করার জন একটি মানুষকে কি পড়তে হবে সবই প্রকাশিত । অথচ আশ্চার্যের বিষয় হলো তবুও মানুষ কেন যেন সৃষ্টিকর্তার বানানো পরীক্ষার হলে দেখে শুনে সৃষ্টিকর্তার দেয়া পরীক্ষার খাটায় ভুল করেন । আসলে এ পাঠ্যশালায় মানুষ মাত্রই সারাজীবণের পরীক্ষাত্রী
ছবি ইন্টারনেট

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৩৪

ঠ্যঠা মফিজ বলেছেন: লেখার অর্থ সুন্দর।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৯

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ ভাই।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬

একটি পেন্সিল বলেছেন: পরীক্ষাত্রী???

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

লেখা পাগলা বলেছেন: টাইপো !

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

ফেরদৌসা রুহী বলেছেন: আসলেই তাই। সব কিছু জেনে বুঝেও আমরা এই পরীক্ষা পাস করার জন্য তেমন কিছুই করিনা।
ভালো লেগেছে আপনার চিন্তা ভাবনা।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১

লেখা পাগলা বলেছেন: যখন করতে চাই তখন হাতের সময় বলে জীবণ তোর এখন আর সময় নাই । ধন্যবাদ আপু।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

ফেরদৌসা রুহী বলেছেন: আসলেই তাই। সব কিছু জেনে বুঝেও আমরা এই পরীক্ষা পাস করার জন্য তেমন কিছুই করিনা।
ভালো লেগেছে আপনার চিন্তা ভাবনা।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ২:২৮

লেখা পাগলা বলেছেন: যখন করতে চাই তখন হাতের সময় বলে জীবণ তোর এখন আর সময় নাই । ধন্যবাদ আপু।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

ফেরদৌসা রুহী বলেছেন: আসলেই তাই। সব কিছু জেনে বুঝেও আমরা এই পরীক্ষা পাস করার জন্য তেমন কিছুই করিনা।
ভালো লেগেছে আপনার চিন্তা ভাবনা।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ২:২৯

লেখা পাগলা বলেছেন: যখন করতে চাই তখন হাতের সময় বলে জীবণ তোর এখন আর সময় নাই । ধন্যবাদ আপু।

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩

ক্লে ডল বলেছেন: মানুষ অভাবজাতক প্রাণী। কিন্তু মানুষের মধ্যে সৃষ্টিকর্তার সন্তুষ্টির অর্জনের চাহিদা কম।

চমৎকার লিখেছেন।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ২:৩১

লেখা পাগলা বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার জন্য ।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৩

ক্লে ডল বলেছেন: মানুষ অভাবজাতক প্রাণী। কিন্তু মানুষের মধ্যে সৃষ্টিকর্তার সন্তুষ্টির অর্জনের চাহিদা কম।

চমৎকার লিখেছেন।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ২:৩২

লেখা পাগলা বলেছেন: অনেক অনেক শুভকামনা আপনার জন্য ।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪

ঢাকাবাসী বলেছেন: আপনার বাংলা ভাষার জ্ঞান ভয়াবহ রকম খারাপ। দয়া করে আরো পড়াশুনা করুণ । কথাগুলো খারাপ ভাবে নিবেননা প্লীজ। আরো লিখুন। ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৩:০১

লেখা পাগলা বলেছেন: আগেই আপনাকে ধন্যবাদ জানাই সত্য ধরার জন্য। খারাপ মনে করার কিছু নাই । ইদানিং টাইপ খুব মিছিং করছে ।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

রনি শেখ বলেছেন: লেখাটি ভালো লাগলো

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৩:০৩

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ শুভরাত।

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৮

ক্লে ডল বলেছেন: মানুষ অভাবজাতক প্রাণী। কিন্তু সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের চাহিদা মানুষের সবচেয়ে কম।

দারুন লিখেছেন আপনি।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৩:০৫

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪০

ক্লে ডল বলেছেন: হায় হায় মন্তব্য গায়েব হয়ে যাচ্ছে যে!!!

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ৩:০৬

লেখা পাগলা বলেছেন: ঠিক হয়েগেছে।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল :)

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০৬

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৭

কানিজ রিনা বলেছেন: মানুষই ভুল করে মানুষই সংশধন হবে এটাই
মানুষের মনুষত্ব, কিছু মানুষ সারা জীবন
ভুল করেও সংশধন হয়না তারা মানুষ রুপী
জানোয়ার। আর তাইতো সৃস্টিকর্তা দোজখ
বেহেস্ত বা সর্গ নরক বানায়ে রেখেছেন।

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০৮

লেখা পাগলা বলেছেন: অসাধারণ মন্তব্য করেছেন আপা ধন্যবাদ ।

১৪| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ৮:০৫

মোস্তফা মারওয়া বলেছেন: ভালো লিখেছেন !

০৫ ই জুলাই, ২০১৭ সকাল ৭:০৯

লেখা পাগলা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.