![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন প্রকৌশলী।একটা মোবাইল কোম্পানিতে কামলা দিই ।নিজের সুখ দুঃখ শেয়ার করতে চাই সবার সাথে। স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।
কুষ্টিয়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপি লালন স্মরণ উৎসব । বন্ধুরা সময় পেলে ঘুরে আসতে পারেন কুষ্টিয়া থেকে।
কুষ্টিয়া : জেলা পরিচিতি
সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলার উত্তর পশ্চিম এবং উত্তরে পদ্মা নদীর অপর তীরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলা, পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা এবং ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা এবং পূর্বে রাজবাড়ী জেলা অবস্থিত। ভারতের সাথে কুষ্টিয়ার ৪৬.৬৯ কিলোমিটার সীমান্ত এলাকা আছে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়া শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বাংলাদেশকে করেছে সমৃদ্ধ। এছাড়াও বাউল সম্রাট লালনের তীর্থভূমি এবং বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেন পুরাতন কুষ্টিয়া হাটশ হরিপুর গ্রামে গীতিকার, সুরকার ও কবি আজিজুর রহমানের বাস্ত্তভিটা ও কবর, এ জনপদে জন্মগ্রহণকারী বিশিষ্ট কবি দাদ আলী, লেখিকা মাহমুদা খাতুন সিদ্দিকা, ‘‘এই পদ্মা এই মেঘনা’’ গানের রচয়িতা আবু জাফর, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, কুষ্টিয়ার সাহিত্য ও সংস্কৃতির প্রতিষ্ঠাতা কাঙাল হরিণাথ, নীল বিদ্রোহের নেত্রী প্যারী সুন্দরী, স্বদেশী আন্দোলনের নেতা বাঘা যতিন, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী, সঙ্গীত শিল্পী মোঃ আব্দুল জববার, ফরিদা পারভীন সহ অসংখ্য গুণীজনের পীঠস্থান কুষ্টিয়াকে সমৃদ্ধ করেছে।
দর্শনীয় স্থান: শিলাইদহ কুঠিবাড়ী, লালন শাহের মাজার, মীর মশাররফ হোসেনের বাস্ত্তভিটা, মুজিবনগর(মেহেরপুর), ঝাউদিয়ার শাহী মসজিদ, আড়-য়া পাড়ার নফর শাহের মাজার, কুমারখালী বাজারে দরবেশ সোনা বন্ধুর মাজার এবং সাফিয়ট গ্রামের জঙ্গলী শাহের মাজার, জর্জবাড়ী, মুহিষকুন্ডি নীলকুঠি, কালীদেবী মন্দির, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’।
কিভাবে যাবেন?
ঢাকার গাবতলি কিংবা টেকনিক্যাল মোড় থেকে এসবি, শ্যামলী, হানিফ, সোহাগ, খালেক প্রভৃতি পরিবহনের গাড়ি বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকা-কুষ্টিয়া সরাসরি চলাচল করে এছাড়াও ঢাকা-কুমারখালি সরাসরি অনেক বাস চলাচল করে। এছাড়াও কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন ও ক্যান্টনমেন্ট স্টেশন থেকে চিত্রা ট্রেনে যেতে পারেন। তবে সেক্ষেত্রে কুষ্টিয়ার অদূরে অবস্থিত পোরাদহ রেল স্টেশনে নেমে বাস কিংবা CNG করে শহরে আসতে হবে। শহর থেকে রিক্সা অথবা অটো রিক্সা করে লালন শাহের মাজার যেতে পারেন।
থাকা-খাওয়া
থাকার জন্য শহরেই মানসম্মত অনেক হোটেল পাবেন। এর মধ্যে পদ্মা, হোটেল রিভার ভিউ, গোল্ড ষ্টার, সানমুন অন্যতম। খাওয়ার জন্য রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট তার মধ্যে জাহাঙ্গীর হোটেল, শিল্পী হোটেল, শফি হোটেল, হোটেল খাওয়া-দাওয়া, মৌবন রেস্টুরেন্টসহ ৩টি ভাল মানের চাইনিজ রেস্টুরেন্ট পাবেন এখানে।
১৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:০৩
রফিকুজজামান লিটন বলেছেন: রিদু ভাই ভালো আছেন? কাজ পাগল মানুষদের কুনো না কুনো ঝামেলা আজীবন থাকবে।
২| ১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৬
মুহসীন৮৬ বলেছেন: প্রিয়তে নিলাম। পোষ্টে প্লাস। যাওয়ার ইচ্ছে আছে বৃহ: বারে...
১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৭
রফিকুজজামান লিটন বলেছেন: ধন্যবাদ মুহসীন ভাই । ঘুরে আসুন, আশা করি ভালো লাগবে ।
৩| ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: সব লোকে কয় লালন কি জাত সংসারে ।
১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৯
রফিকুজজামান লিটন বলেছেন: লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে।
৪| ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৫
মৈত্রী বলেছেন:
লালনের আখড়ায় বিনামুল্যে রাত কাটানো যাবে না??
১৬ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৯
রফিকুজজামান লিটন বলেছেন: আমি কখনও থাকিনি, তবে মনে হয় যাবে।
৫| ১৬ ই অক্টোবর, ২০১২ ভোর ৪:৪৬
সায়েদা সোহেলী বলেছেন: বছর ১৭/১৮ আগে গিয়েছিলাম .।.।। গিয়ে যা দেখে এসেছি আর অ মুখো হউয়ার ইচ্ছা নাই
তবে আমি লালনের গান ভালা পাই .।.।.। এই লোক কি করে এতো অদ্ভুত করে আমার মনের সকল কথা , প্রশ্ন গানে গানে বলে গেলেন !!!!!
১৬ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৫৪
রফিকুজজামান লিটন বলেছেন: আপু, ১৭/১৮ আগে পরিবেশ কেমন ছিল জানি না তবে এখন অনেক ভালো। সময় পেলে আরেকবার ঘুরে আসতে পারেন।
৬| ১৬ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:৫০
অচিন্ত্য বলেছেন:
আমি বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে যেতে চেয়েছিলাম। যাওয়া হয়নি। বন্ধুরা গিয়েছিল। মেলা থেকে ফিরে এসে তারা যে কারণে খুশি হয়েছিল সেটা আমার বোধগম্য নয়। এবং এর সাথে প্রাসঙ্গিক আরেকটি বিষয় একটু শেয়ার করা যাক। আমি এটাও বুঝতে পারি না লালন শা'র অনুসারীদের (?) মধ্যে মাদক এর সাথে সাধন এর সম্পর্কের সূচনা কেন এবং কীভাবে।
১৬ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:২৯
রফিকুজজামান লিটন বলেছেন: ভাইয়া, এইসব উৎসবে মাদক অনেক সহজলভ্য হয়ে যায়। কিন্তু আপনি ঠিক তো সব ঠিক। লালন শা' মাদক গ্রহণ করতেন বলে জানি না, কিন্তু এখনকার সাধকরা কেন করে জানি না।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৭
রিয়াদ চৌধুরী বলেছেন: আমার অনেক দিনের ইচ্ছা লালন মেলায় যাবার কিন্তু প্রতিবার কুনো না কুনো ঝামেলার জন্য যেতে পারি না ।