নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রযুক্তি চোর

গুপ্ত চোর

লিংকন_ফেণী

প্রযুক্তি লিখক

লিংকন_ফেণী › বিস্তারিত পোস্টঃ

আয় করুন adfly থেকে খুব সহজে

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

আয় করুন adfly থেকে খুব সহজেআসসালামুয়ালাইকুম! কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালই আছেন। আজ আমি ইন্টারনেট থেকে আয় করার উপর একটি পোষ্ট শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি পোষ্টটি সবারই খুব ভাল লাগবে।ইন্টারনেট থেকে আয় করুন adflyএর মাধ্যমেইন্টারনেট নিয়ে ঘাঁটাঘাটি করার অভ্যাস মোটামুটি সবারই আছে। বর্তমানে “ইন্টারনেট থেকে আয়” এই শব্দটি যেন খুব বেশি শোনা যাচ্ছে। আসলে কি এটি সত্যি? এই কৌতুহলটি সবার মাঝেই কাজ করে। এর উত্তর হচ্ছে “হ্যাঁ” তাই নয় শুধু ইন্টারনেট থেকে আয় করায় বাংলাদেশ এখন খুব ভাল অবস্থানে আছে। যাইহোক আমি আজ আপনাদের সাথে আলোচনা করব ইন্টারনেট থেকে আয় করার একটি কৌশল নিয়ে, যেটি হচ্ছে Adfly এর মাধ্যমে আয়ের পদ্ধতি যা খুব সহজে ইন্টারনেট থেকে করা যায়।কিভাবে কাজ করবেন adfly-তেমূলত adfly একটি এমন ওয়েবসাইট যার মাধ্যমে কোন ওয়েবসাইটের লিঙ্ক/URL কে ছোট করা হয়ে থাকে যাকে URL Shortener/Shrink বলা হয়ে থাকে। তো চলুন দেখা যাক কিভাবে কাজ করা যেতে পারে এই সাইটে।শুরুতেই আপনাকে এই সাইটে রেজিস্ট্রেশান করতে হবে। তারপর যে কোন ওয়েব সাইটের লিঙ্ক/URL কে কনভার্ট অথবা শর্ট করতে হবে। তারপর সেই কনভার্টেড লিঙ্কটি ছড়িয়ে দিতে হবে সর্বত্র যেখানে উক্ত লিঙ্কটিতে ক্লিক হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন একটা উদাহরন দেয়া যেতে পারে, আমাদের সাইটের লিঙ্ক/URL হচ্ছে http://tutorialbd.net এবং এই লিঙ্ক/URL টির শর্ট/শ্রিঙ্ক বা কনভার্টেড রুপ হচ্ছে http://adf.ly/Ejp4F এই শর্ট/শ্রিঙ্কড লিঙ্কটিতে যত ভিজিটর ক্লিক করবে তত আয় হবে। নিচের ছবিটিতে দেখুন কিভাবে কোন লিঙ্ককে শর্ট/শ্রিঙ্ক করতে হয়।আপনি আপনার Facebook/twitter/delicious/reddit ইত্যাদি সাইটে আপনার লিঙ্কটি সবার সাথে শেয়ার করে আয় করতে পারেন তবে এর জন্য আপনাকে কিছু ট্রিকস খাটাতে হবে। যেমন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ফ্রী ডাউনলোড করুন এই লিঙ্কে ক্লিক করুন, অসংখ ফ্রী গেম ডাউনলোড করুন ইত্যাদি। এছাড়াও ফোরাম সাইটগুলোতে আপনার adfly এর লিঙ্ক শেয়ার করে পেতে পারেন প্রচুর ক্লিক। adfly তে রেজিস্ট্রেশান করতে এই লিঙ্কে ক্লিক করুন। সাধারণত 5$ হলে adfly এর টাকা উত্তোলন করা যাবে। আপনি আপনার adfly এর টাকা Alertpay, Liberty reserve ও Paypal এর মাধ্যমে উত্তোলন করতে পারেন। আর Liberty reserve ও Paypal না হলও বাংলাদেশ থেকে টাকা উঠানোর জন্য রয়েছে বিশেষ সুবিধা। যেমন- কিছু প্রতিষ্ঠান আছে যারা ৮০টাকা ডলার হলে আপনাকে ৭৫ টাকা দিয়ে Liberty reserve ও Paypal থেকে টাকা তুলতে সাহার্য করে যা নেটে সার্চ করলে পাবেন।সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার বকবকি শুনার জন্য। পোষ্টটি ভাল লাগলে অবশ্যই Like এবং শেয়ার করবেন আর কোন সমস্যা হলে কমেন্ট করবেন সল্ভ করার চেষ্টা করবো। সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.