![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“তথ্য প্রযুক্তিতে গড়বো দেশ, বদলে দিবো বাংলাদেশ” এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে ফেণী সরকারি কম্পিউটার ইনস্টিটিউটের ছাত্র সংগঠন “এফ.সি.আই আই.সি.টি” ক্লাবের উদ্দৌগে গত ১৫ মে রোজ বৃহ:প্রতি বার সকাল ১০ টায় “ডিজিটাল ফেণীর রুপরেখা” শীর্ষক একটি সেমিনার এবং “এফ.সি.আই আই.সি.টি” ক্লাবের আনুষ্ঠানিক শুভ যাত্রা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো: এনামুল হক উপস্থিত থেকে এই ছাত্র সংগঠনের “ডিজিটাল ফেণীর রুপরেখা” বাস্তবায়নে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেণী প্রেস ক্লাবের সভাপতি জনাব বখতিয়ার ইসলাম মুন্না, ফেনী পলিটেকনিক ইনিষ্টিটিউট এর চিপ ইন্সট্রাক্টর ফরহাদ হেসেন চৌধুরী, ফেনী জেলা নজরুল একাডেমীর সভাপতি ফখরুদ্দিন আলী আহম্মদ তিতু প্রমুখ এবং সভাপতিত্ব করেন ফেণী কম্পিউটার ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং এই সংগঠনের সভাপতি জনাব আবদুল মান্নান।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে সরকারকে সার্বিক সহযোগীতা প্রদান করা, গ্রামীন জনগণের মাঝে ICT সেবা পৌচে দেয়ার মাধ্যমে urban & rural area –র মধ্যে বৈসম্য দূর করা, বিভিন্ন ই-কমার্স প্লান বাস্তবায়ন করতে সাহার্য করা, টেকনোলজি সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে একই ছাতার তলায় নিয়ে আসা ও সম্পর্ক বৃদ্ধি করা, উদ্দৌক্তা সৃষ্টির মাধ্যমে স্থানিয় ভিত্তিক IT প্রতিষ্ঠান গড়ে তুলে বেকার সমস্যা দূর করার চেষ্টা করা, green technology উদ্ভাবন তথা Sustainable development-কে Engineering & Technical Student দের সাথে পরিচয় করিয়ে দেয়া, মেধাসত্ব আইন বাস্তবায়ন ইত্যাদি নিয়ে মূল প্রস্তাবনা প্রেস করেন এই ছাত্র সংগঠনের সহ-সভাপতি মো: শরীফুল ইসলাম লিংকন এবং ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক অভিলাশ চন্দ্র দে। গত এক বছরে ১৪৩ ব্যাগ রক্ত দান কর্মসূচি ও বিভিন্ন সামাজিক কর্মকান্ড সফলতার সাথে সম্পন্ন করার জন্য ফেণী কম্পিউটার ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মাহমুদ তারেক ও গাজি মুহম্মদ মুরসালিন কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগীতার পুরষ্কার প্রদান করা হয়। এই ছাত্র সংগঠন যাতে তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁচতে পারে তার জন্য মানণীয় জেলা প্রশাসক সহ উপস্থিত সুধী জনদের দৃষ্টি আকর্ষণ করে সভাপতি জনাব আবদুল মান্নান অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।
১৭ ই মে, ২০১৪ সকাল ৭:৪৪
লিংকন_ফেণী বলেছেন: আমি ত তালেবান সম্পর্কে কিছু বলি নাই..................... বাজে কমেন্ট। ধন্যবাদ
২| ১৭ ই মে, ২০১৪ সকাল ৮:৩৪
পংবাড়ী বলেছেন: ইন্টারনেটে বোমা তৈরির ওয়ার্কশপ?
২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
লিংকন_ফেণী বলেছেন: যার দৃষ্টি ভঙ্গি যেমন, সেই তেমন ই দেখবে এটাই স্বাভাবিক..।
৩| ১৭ ই মে, ২০১৪ সকাল ১০:০১
সত্যের সন্ধানী এক যুবক বলেছেন: খুব সুন্দর। ফেনী বাসী হিসেবে নিজেকে আনন্দিত মনে হচ্ছে।
৪| ১৮ ই মে, ২০১৪ রাত ২:২৩
হতভাগ্য দেশের অভাগা নাগরিক বলেছেন: সাধারণ সম্পাদক অভিলাশ চন্দ্র দে। এটাই কি এই নিউজের সেই অভিলাশ ??
২০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
লিংকন_ফেণী বলেছেন: হ্যাঁ............ এই সেই অভিলাশ। কিন্তু কেন ভাইয়া??????????????
জানেন না, যে চুল বাধঁতে পারে, সে রান্নাও করতে পারে যে.......
ধন্যবাদ
৫| ২৫ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৭
পংবাড়ী বলেছেন: ফেনীর মানুষের ভালোর দিকে পরিবর্তন হোক, এ কামনা রলো।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ সকাল ৭:২৯
পংবাড়ী বলেছেন: এটা কি ফেনী , নাকি আফগানিস্টান?
আরবীতে/হিব্রুতে কম্প্যটার শিখতে চাই; মুসা নবীর কাছে কিছু প্রশ্ন ছিল।