![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতো লাল আমি কোথাও দেখি নি। ফুলে বা অস্তরাগে, যতো লাল দেখি তার চেয়ে বেশি এই লাল চোখে লাগে। রক্তে এ লাল আগুন ছড়ায় চেতনাকে করে সংহত, জড় দর্শন খুলে দেয় জটা ছন্দের জালও অংশত।
একসময়ের জনপ্রিয় টিভি ও মঞ্চ অভিনেত্রী নায়লা আজাদ নুপুর অভিনয় করেছেন হলিউডের ছবিতে। ছবির নাম ক্রসিং ওভার। ছবির অন্য অভিনয় শিল্পীরা হলেন হ্যারিসন ফোর্ড, রে লিওটা, অ্যাশলে জুড। আরও চমকপ্রদ খবরটি হলো, ছবিতে তিনি সংলাপ বলেছেন বাংলায়।
যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের নিয়ে ছবির গল্প। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অবৈধ অভিবাসীদের বিভিন্ন দুঃখ-দুর্দশা নিয়ে এগিয়ে যায় ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা। তাদেরই একজন বাঙালি মুসলিম নারী রোকেয়া জাহাঙ্গীর। রোকেয়ার চরিত্রেই অভিনয় করেছেন নুপুর। এতে হ্যারিসন ফোর্ড অভিনয় করেছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে, আর অ্যাশলে জুড আইনজীবীর চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন ওয়েন ক্র্যামার। ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় এ বছর ফেব্রুয়ারি মাসে আর যুক্তরাজ্যে ৩১ জুলাই।
ক্রসিং ওভার ছাড়াও নুপুর আরও অভিনয় করেছেন হলিউডের স্টর্ম ইন দ্য আফটারনুন (১৯৯৮) ও টোয়েন্টি সেভেন থাউজেন্ড ডেজ (২০০৭) ছবিতে। এ ছাড়া টিভির লাই টু মির ‘ডিপ্রাইভড হার্ট’ সিরিজেও অভিনয় করেছেন তিনি। এ বছর মুক্তি পাওয়া হলিউডের অ্যানিমেশন ছবি টোপিতে তিনি কন্ঠ দিয়েছেন।
এর আগে নুপুর বাংলাদেশে আবু সায়ীদ পরিচালিত কীত্তনখোলা ছবিতে অভিনয় করেন। বিস্তারিত এখানে: http://www.imdb.com/name/nm1010629/
প্রথম আলোতে প্রকাশিত
১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:০২
শিরিন বলেছেন: হ্যা আপু।
আমি ভালো আছি। সময় করে আসা হয় না ব্লগে।
২| ১০ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৫
আলী আরাফাত শান্ত বলেছেন: সুখবর!
৩| ১০ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৪৬
সৌরভ১৩ বলেছেন: ভাল লাগল জেনে... কীত্তনখোলা তে ওনার অভিনয় চমৎকার লেগেছিল...
৪| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:০৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: উনার অভিনয় বরাবর অসাধারণ
এবারও ভালো করবে ।
৫| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:২৫
মানবী বলেছেন: ছোটবেলায় নায়লা আজাদ নুপুরের নাম শুনেছি। নাটক দেখেছি তবে এখন কোন নাটক মনে করতে পারছিনা।
বাংলাদেশী একজন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন জেনে "ক্রসিং ওভার" দেখার আগ্রহবোধ করছি।
তথ্যের জন্য ধন্যবাদ শিরিন।
১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:০২
শিরিন বলেছেন: ধন্যবাদ আপু।
৬| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৪
সৈয়দ হিলাল সাইফ ছড়াকার বলেছেন: খবরটা শুনে খুব ভালো লাগছে।
৭| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৭
ভোরের তারা বলেছেন: ভাল লাগল জেনে। কিন্তু উনার রিজিউমে কোথাও বাংলাদেশের নাম নাই দেখে অবাক হলাম।
৮| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৪২
ফেরারী পাখি বলেছেন: আমার ছোট বেলায় এবং বিটিভিতে সম্ভবত নূপূরের শেষ নাটক ছিল--"আয়না"।
আমার একটু একটু মনে পড়ে, কেন্দ্রীয় চরিত্রে ছিলেন, আল মনসুর এবং তিনি।
নুপূর পড়াশোনা করেছেনই ফিল্ম নিয়ে--একটা আর্টিকেলে তাই পড়েছিলাম। আজ তিনি বাংলঅদেশকে রিপ্রেজেন্ট করবেন, তথ্যটা জেনে-- ভালো লাগলো এবং দেখার আগ্রহ রইলো।
তথ্যটা দেবার জন্য ধন্যবাদ আপনাকে।
১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:০৩
শিরিন বলেছেন: আল মনসুসের সাথে তার বেশ কয়েকটি নাটক ছিল। চমৎকার অভিনয় ছিল সবকয়টিতেই।
৯| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৫৫
পারভীন রহমান বলেছেন: অনেকদিন পর নুপুরের খবর পেয়ে ভাল লাগল। ছোট বয়সে দেখেছিলাম এই সুঅভিনেত্রীর অসাধারণ অভিনয়।
১০| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:৪৮
জুল ভার্ন বলেছেন: এক সময়ের সারাজাগানো অভিনেত্রী নুপর হলিউডের ছবিতে অভিনয় করেছেন, তথ্যটা জেনে-- ভালো লাগলো এবং ছবিটা দেখার আগ্রহ রইলো।
১১| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:৪৯
ইব্রাহীমলিজা বলেছেন: পারভীন রহমান বলেছেন: অনেকদিন পর নুপুরের খবর পেয়ে ভাল লাগল। ছোট বয়সে দেখেছিলাম এই সুঅভিনেত্রীর অসাধারণ অভিনয়।
১২| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:৫১
পারভেজ বলেছেন: সম্ভবত আমাদের প্রজন্মই নুপুরকে সবচেয়ে বেশী মনে করতে পারবে
প্রচন্ড স্মার্টনেস ও আধুনিকতা ছিল তার ব্যক্তিত্যে।
বিতর্কিত কিছু স্থির চিত্রের কারণে আলোচিত হয়েছেন ব্যাপকভাবে।
সুঅভিনেত্রী নিঃসন্দেহে।
সংবাদটা জেনে ভালো লাগলো।
১৩| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২০
না বলা কথা বলেছেন: প্রিয়তে,
হলিউডে অভিনয় করেছেন যখন জানতে পারলো সবাই, এখন তিনি নামকরা ,বিখ্যাত ,সাড়া জাগানো আর কত কি///
হায়রে খ্যাতি।
১৪| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২২
মো. লুৎফর রহমান বলেছেন: ছবিগুলোর কোন ডাউনলোড নিক আছে নাকি?
১৫| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:২২
মো. লুৎফর রহমান বলেছেন: ছবিগুলোর কোন ডাউনলোড লিংক আছে নাকি?
১৬| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩০
মুহিব বলেছেন: আমার ঠিক মনে পড়ছে না। তবে বাংলাদেশের মেয়ের এমন সাফল্যে আমরা আনন্দিত।
১৭| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৬
রাজর্ষী বলেছেন: জেনে ভালো লাগলেও, রেসুমি দেখে ভালো লাগ্লোনা। কোন কারন হয়তো আছে@ভোরের তারা।
১৮| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৭
মাহমুদ সিএসই বলেছেন: ছবিটি দেখেছি....... চমৎকার একটি ছবি...... ছোট ছোট কাহিনীর মধ্যে ছবিটির বাঙালী পরিবারের কাহিনী আমার মনে হয় যে কোন দর্শককেই প্রথমে আকর্ষন করবে।
বাঙালী পরিবারের বড় মেয়েটির অভিনয় আমার কাছে অসাধারন লেগেছে। এই মেয়েটি কি বাংলাদেশী?
১৯| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৮
নীল-দর্পণ বলেছেন: ইংলিশ ছবি খুব একটা ভাল লাগেনা তবে ক্রসিং ওভার দেকব ভাবছি। ধন্যবাদ তথ্যটা দেওয়ার জন্য
২০| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪২
মানবী বলেছেন: ভোরের তারা'র ৭নং মন্তব্যটি পড়ার পর নুপুরের রেজুমি দেখে আমি এখন পূর্বের মন্তব্যের জন্য বিব্রতবোধ করছি।
কোথাও বাংলাদেশের নাম নেই শুধু নয়, ল্যাঙ্গুয়েজ স্কিলে প্রথম ভাষ উর্দু এমনকি হিন্দি ও জাপানীজ ও আছে।
যে নিজের শিকড় নিয়ে বিব্রত, বাংলাদেশী পরিচয় জানাতে বিব্রত, আমার দেশ নিয়ে লজ্জিত- আমি তার অভিনীত সিনেমা দেখার আগ্রহবোধ করিনা বরং সর্বান্তকরনে তাকে বর্জন করি।
শিরিন, আপনাক আন্তরিক ধন্যবাদ পোস্টটির জন্য।
ধন্যবাদ ভোরের তারাকেও।
১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৪৫
শিরিন বলেছেন: এই রিজিউমি নিয়ে বিব্রত হবার কিছু নেই। এটি তার নিজের পূরণ করা নয়। রিজিউমের নীচে যদি দেখেন লেখা আছে:
IMDb is not responsible for the accuracy or completeness of the contents of this page, which have been supplied by a third party and have not been screened or verified.
২১| ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২৭
মানবী বলেছেন: শিরিন, ডিসক্লেইমারটি IMDb'র পক্ষ থেকে তার মানে এই নয় যে এটা সম্পর্কে নুপুর অবগত নন। তাছাড়াও খুব বড় তারকাদের ওয়েবপেজ গুলো তাঁদের অগোচরে অনেকেই গড়েন, সেখানে নুপুর আমেরিকায় সম্পূর্ণ অপরিচিত নাম- এই পেজ বা রেজুম সম্পর্কে সে অবগত নয় এটা মনে হয়না।
রেজুমে'র নীচে রেফারেন্স হিসেবে তার বান্ধবীর নাম এবং উপরে নিজের ফোন নাম্বার ও ইমেইল এ্যাড্রেস দেয়া আছে। তার নিজের এজেন্টের যোগাযোগের ঠিকানা আছে!!!
এটা একজন বাংলাদেশী বংশোদ্ভুত কারো পরিচয় হলো...!!!!
Age Range: 35 - 45
Physique: Average
Hair Color: Brown
Hair Length: Long
Eyes: Brown
Ethnicity: Indian/South Asian
Dance: INDIAN, AFRICAN, CUBAN, Club/Freestyle, Salsa
Spoken Languages: Urdu, Hindi, JAPANESE
Athletic Skills: Cycling
Accents: British, Irish, Middle Eastern, West Indian, INDIAN
নুপুর বাংলাদেশ ও বাংলাদেশী সত্ত্বা নিয়ে লজ্জিত, আমরা কিভাবে তাকে নিয়ে গর্বিত হবো! বরং তাকে নিয়ে বিব্রত এবং তাকে বর্জন করেই চলা উচিৎ।
১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩৬
শিরিন বলেছেন: ধন্যবাদ আপা বিষয়টার বিস্তারিত জানানোর জন্য। পোষ্টটা দিয়ে আমার নিজেরই লজ্জা লাগছে এখন।
২২| ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৪
তায়েফ আহমাদ বলেছেন: হুইন্যা দিল বড়ই খুশ হইলো!
২৩| ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৮
কাঙাল মামা বলেছেন: উনারে চিনি না, তবে খবর শুইনা ভালা লাগলো
২৪| ১০ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩২
কাঙাল মামা বলেছেন: ২ খন্ডে ডাউনলোড লিংক
Click This Link
Click This Link
আরেকটা আছে। আগে স্যামপল দেখেন, পরে নামান>>
Click This Link
এবার পুরাটা নামান
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
OR
http://www.megaupload.com/?d=KL4HN9D0
http://www.megaupload.com/?d=SS9XAL90
http://www.megaupload.com/?d=BFH0KKOS
http://www.megaupload.com/?d=6Z4CPJQ4
২৫| ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৬
হাসান মাহবুব বলেছেন: উয়াউ!
২৬| ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩২
রিমঝিম বৃষ্টি বলেছেন: জটিল রে ভাই ...
২৭| ১০ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫১
সুবিদ্ বলেছেন: হেব্বি একটা খবর......সিনেমাটা দেখার অপেক্ষায় রইলাম
২৮| ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:১৫
লালসালু বলেছেন: আমি ওনার অভিনয় কখনো দেখি নাই। তবে শুনেছি ভালো অভিনয় করেন।
২৯| ০৯ ই মে, ২০১২ সকাল ৮:৫৯
মৌ রি ল তা বলেছেন: bahhh....
৩০| ০৯ ই মে, ২০১২ সকাল ৯:০৩
বাংলাদেশী পোলা বলেছেন: কয় সেকেন্ডের জন্য দেখা যাবে-সেটাই দেখার অপেক্ষায়।
৩১| ০৯ ই মে, ২০১২ সকাল ৯:১১
চতুরঙ্গ বলেছেন: ছবিটি দেখেছি। কিন্তু নুপুরের উচ্চারন যতখানি না বাংলাদেশিদের মত তার চেয়ে বেশি কলকাতার বাংলার মতন। অভিনয় অনেক ভালো হয়েছে নিঃসন্দেহে। নুপুরের মেয়ে তাসলিমা হিসেবে যে কাজ করেছিল ইয়াসমিন তার অভিনয়ও অনেক দুর্দান্ত হয়েছে। সবার উচ্চারনই কলকাতার বাংলা ছিল।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৪২
নুশেরা বলেছেন: নুপূরের অভিনয় ছোটবেলায় সাদাকালো যুগের টিভিতে কয়েকবার দেখেছি। রাইসুল ইসলাম আসাদের সঙ্গে দারুণ জুটি ছিলো। অসাধারণ স্মার্ট আর সুঅভিনেত্রী ছিলেন, মনে পড়ে। নামকরা মডেল/ কোরিওগ্রাফার তুপা ওনার ছোটবোন।
অনেকদিন পর তোমাকে দেখছি শিরিন। কেমন আছো? ভালো থেকো।