![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৯৮ সালে প্রথমবারের মতো ফিফা সভাপতি হন সেপ ব্লাটার। গত শুক্রবার পঞ্চম বারের মতো ফিফা সভাপতি নির্বাচিত হয়েছিলেন এই সুইস ভদ্রলোক। পদত্যাগের আগে তিনিই ছিলেন বিশ্ব ফুটবলের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। বিশ্ব ফুটবলকে এতোদিন শাসন করা ব্ল্যাটারের সংক্ষিপ্ত পরিচিতি নিম্নে তুলে ধরা হলো।
জন্ম
সেপ ব্ল্যাটারের জন্ম ১৯৩৬ সালে সুইজারল্যান্ডের বিশপ শহরে।
ফুটবলার জীবন
কোন দিন পেশাদার ফুটবল খেলেননি। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত অনিয়মিতভাবে খেলেছেন সুইজারল্যান্ডের অপেশাদার লীগে।
শিক্ষাজীবন
১৯৫৯ সালে তিনি ব্যবসায় প্রশাসন ও অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন
পড়াশোনা শেষে তিনি চাকরি নেন সুইজারল্যান্ড ট্যুরিস্ট বোর্ডে। ১৯৫৯ সাল থেকে ১৯৬৪ পর্যন্ত এই প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে চাকরি করেন।
সাংগঠনিক কর্মকাণ্ড
১৯৬৪ সালে তিনি ক্রীড়া সংগঠক হিসেবে কাজ শুরু করেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুইস আইস-হকি ফেডারেশনের। ১৯৬৬ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। ১৯৬৮ সালে তিনি কর্মরত ছিলেন একটি সুইস ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে। এই প্রতিষ্ঠানটি ছিল ১৯৭২ ও ১৯৭৬ সালের অলিম্পিক গেমসের অন্যতম পৃষ্ঠপোষক। প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে তিনি অলিম্পিকের এই দুটি আসরে সাংগঠনিক ভূমিকা পালন করেন। এ সময় (১৯৭৫) তিনি ফিফার ডেভেলপমেন্ট কমিটির সদস্য হন।
ফিফায় ব্ল্যাটার
১৯৭৫ সালের পর ব্লাটারকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ফুটবলের সর্বোচ্চ সংস্থায় প্রথমে হন ডেভেলপমেন্ট কমিটির প্রধান। ১৯৮১ সালে তিনি আত্মপ্রকাশ করেন ফিফার সাধারণ সম্পাদক হিসেবে। ১৯৯০ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি বিশ্বকাপের টেলিভিশন সম্প্রচার স্বত্ব বিক্রির প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েন। ১৯৯৮ সালে তিনি ফিফার সভাপতি নির্বাচিত হন। এরপর টানা ১৭ বছর তিনি ফিফার সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেন।
এক নজরে সেপ ব্লাটার
©somewhere in net ltd.