![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরিস্তিঃ আমিনুল ই লিটন (ফাইভ পাস, এইট পাস, এস এস সি, এইস এস সি, বি বি এ, এম বি এ) নিজের সম্পর্কে বলার তেমন কিছু নাই। ব্লগ কোম্পানি এই বিষয় ডা না রাখলেই পারত... : পি। তবে যা বলা যায় তা হল, আমি যা কিছু ভাবি আর যা কিছু করতে চাই তার কোন কিছু করিনা বা করতে পারিনা। এইহানে আমার অবশ্য কিছু করারও নাই, আমি আইরামই, আমি বেহুদাই একটা মানুষ খাই-দাই আর ঘুমাই। আমার কিছু জিনিসপত্র আছে যা নিয়া এমন ভাব করি যে একটা কিছু কইরা হালামু, কিন্তুক তা হুদাই আস্ফালন। মাঝেমধ্যে নিজের চারপাশ যা ছড়াইয়া রাখি ভাব বাড়ানোর জন্য তাও হুদাই। আমি এমনই... হুদাই... আপনে এইটা পইড়া বেহুদাই সময় ডা নষ্ট করলেন।
এ শহরে মানুষেরা প্রতিনিয়ত ঠকে
ঠকে শিখে ঠগবাজ হয়ে যায় অনায়াসে
এ শহরে শূন্যতার চাষে বাম্পার ফলন, দিনে দিনে মানুষেরা শুন্যপতি
ঘরে বাইরে দেয়ালে রাস্তায় মানুষেরা শুন্যতা নিয়ে ঘুরেফিরে কথা বলে
এ শহরে মানুশের বুকে কিচ্ছু থাকেনা শুধু নিকোটিন আর অ্যাসিডিটি।
এ শহরে মানুষ খুনের সংবাদে ঘুমাতে যায় আর খুনি হয়ে জেগে উঠে
ধর্ষণের রগরগে বর্ণনা ছাপা হয় রোজ আর মানুষেরা যৌন সুখে গিলে খায়।
এ শহরে বন্ধুকে নয় বন্দুকে দেয় হাজার সালাম।
তাই ন্যকা প্রেমিকের মুখোশ খুলে যদি
তোমার সম্ভ্রমের সতেজ রুমাল ছিঁড়ে ছেনে উল্লাসে নাচি কোনদিন,
তুমি অবাক হইও না যেন
প্রিয়তমা এ শহরে আমারও বসবাস।
©somewhere in net ltd.