![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ইতিবাচক চিন্তার শক্তিতে বিশ্বাস করি এবং আমার কাজ এবং কথার মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করি। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। আসুন, একসাথে কাজ করে সফলতার পথে এগিয়ে যাই!
বাংলাদেশে প্রতিবছর চাহিদার তুলনায় বেশি আলু উৎপাদিত হলেও যথাযথ সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ আলু নষ্ট হয়ে যায়। এই সমস্যা মোকাবিলায় সরকার সারাদেশে হিমাগারে আলু সংরক্ষণের সর্বোচ্চ ভাড়া কেজি প্রতি ৬.৭৫ টাকা নির্ধারণ করেছে। এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে আলুর মূল্য স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে যেখানে আলুর চাষ বেশি হয়, সেখানে পর্যাপ্ত হিমাগার স্থাপন করা হলে কৃষকরা তাদের উৎপাদিত আলু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এতে বাজারে একসঙ্গে অতিরিক্ত আলু বিক্রি হওয়া ও দামের আকস্মিক পতন রোধ করা সম্ভব হবে। পাশাপাশি, ভোক্তারা সারা বছর ন্যায্য মূল্যে আলু ক্রয় করতে পারবেন।
বর্তমানে আলুর মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকার আমদানি করতে বাধ্য হয়। অথচ, উন্নত জাতের আলু উৎপাদন ও সংরক্ষণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এই আমদানির প্রয়োজন পড়বে না। কৃষকদের উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ প্রদান করা হলে তারা অধিক ফলনশীল ও দীর্ঘস্থায়ী জাতের আলু উৎপাদনে আগ্রহী হবেন।
সরকারের এই উদ্যোগকে সফল করতে কৃষক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। হিমাগার সুবিধার প্রসার ঘটলে দেশে কৃষির উন্নয়ন হবে, কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে আলু কিনতে পারবেন। এটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে।
০৫ ই মার্চ, ২০২৫ রাত ৯:০৫
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনি লিখেছেন যে, সরকার বর্তমানে আলু আমদানী করে "মুল্যবৃদ্ধি ঠেকাতে"! ইহা ভুল, আমাদের নিজের উৎপাদিত আলুতে সারা বছর চলে না বলেই আলু আমদানী করা হয়। আপনি মুল বিষয়গুলো না'বুঝে কিসব ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে পোষ্ট লেখেন সব সময়।
না বুঝে ফাল পারলে এমন মন্তব্যই বের হয়।
আলুর যে পরিমান ফলন বাংলাদেশে হয় তা দেশের জন্য যথেষ্ট কিন্তু সংরক্ষনের অভাবে প্রচুর পরিমান আলু নষ্ট হয়। একারনে পিক সিজনে বাজারে আলুর দাম বৃদ্ধি পায়। সরকার আলু আমদানী করে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যদি এই তথ্যে ভুল থাকে তাহলে সঠিক তথ্য কি আপনি বলুন?
গাজী আপনাকে কি চুলকায় সব সময়? আমার পোস্টে এসে উল্টা পাল্টা মন্তব্য করেন। দিন যত যাচ্ছে আপনি একটা স্টুপিডে পরিনত হচ্ছেন।
২| ০৫ ই মার্চ, ২০২৫ রাত ১০:৩৬
ধুলোপরা চিঠি বলেছেন:
আপনি বলছেন, "পিক সিজনে আলুর দাম বৃদ্ধি পায়"
-আলুর "পিক সিজন" কোনটা? যখন জমি থেকে নতুন আলু বাজারে আসে, নাকি মধ্য বর্ষাকাল ( যখন আলুর ফসল জমিতে নেই)।
০৫ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩২
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আমার যা বলার বলছি। আপনার এবিষয়ে জানা থাকলে বলুন। এক কথা নিয়ে ত্যানা প্যাঁচাতে আমার ভালো লাগে না
৩| ০৬ ই মার্চ, ২০২৫ রাত ১২:২৪
ধুলোপরা চিঠি বলেছেন:
আপনার বেসিকে অনেক ভুল আছে; যেমন, আলুর "পিক সিজন" হলো, যখন নতুন আলু বাজারে আসে; তখন দাম কম থাকে; আলুর দাম বাড়ে "অফ সিজনে" ( বর্ষা ও আলু চাষের শুরুতে )।
বেসিক ঠিক না থাকলে, কোন বিষয়ে লেখা মানে অন্যদেরকে বিরক্ত করা।
০৬ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৫৭
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আমি কোন বিষয়ে আলোচনা করেছি আপনি কি তা বুঝতে পেরেছেন? আমি আলুর সংরক্ষণ বিষয়ে বলেছি। সংরক্ষণ করতে পারলে আমাদের দেশে যে পরিমান আলু উৎপাদন করা হয় তা যথেষ্ট। আমদানীর প্রয়োজন নেই। সারা বছর কৃষক এবং ভোক্তা উপকৃত হবে।
আপনার সমস্যা হচ্ছে কনসেপ্টের বাইরে গিয়ে আপনি বিতর্ক শুরু করেন। আরো একটা কথা আমিতো আপনাকে জোর করিনি আমার লিখা পড়ার জন্য। আপনার কাছে বিরক্ত লাগলে পড়বেননা। সিম্পল বিষয়। যেমন আমি আপনার গার্বেজ মার্কা ব্লগ এ কখনো কোনো মন্তব্য করিনা।
৪| ০৬ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সঠিক সংরক্ষণ ও বাজারজাতকরণ একটি ব্যাপার।
০৬ ই মার্চ, ২০২৫ ভোর ৪:৫৯
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: জ্বি ধন্যবাদ । আমি আমার লিখায় এই বিষয়টিকেই ফোকাস করেছি। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
৫| ০৬ ই মার্চ, ২০২৫ সকাল ৮:২৯
ধুলোপরা চিঠি বলেছেন:
বুঝতে পারছি, আপনার কনসেপ্ট ঠিক আছে, পোষ্ট লেখার দক্ষতা কম; মাথায় পাগড়ি পরে খালি পায়ে হাঁটার মতো।
০৬ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৪০
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনি সাধু ভাষা চলিত ভাষা মিলিয়ে ব্লগ শিখার নামে যেভাবে বাংলা ভাষার মায়েরে বাপ করে ছেড়ে দিচ্ছেন তার তুলনায় অনেক ভাল ব্লগ আমি লিখি। কাজেই আবল তাবল বকা বাদ দিন
৬| ০৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: সরকার কে ব্যবস্থা করতে হবে।
০৬ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৪১
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: বাংলাদেশে সরকার যদি ব্যবসায়ীদের নীতিসহায়তা এবং আর্থিক সহায়তা প্রদান করে তাহলে বাকি কাজটা ব্যবসায়ীরাই করতে পারবেন
৭| ০৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: হ্যা সঠিক বলেছেন।
০৮ ই মার্চ, ২০২৫ সকাল ৯:১৬
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩১
ধুলোপরা চিঠি বলেছেন:
আপনি লিখেছেন যে, সরকার বর্তমানে আলু আমদানী করে "মুল্যবৃদ্ধি ঠেকাতে"! ইহা ভুল, আমাদের নিজের উৎপাদিত আলুতে সারা বছর চলে না বলেই আলু আমদানী করা হয়। আপনি মুল বিষয়গুলো না'বুঝে কিসব ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে পোষ্ট লেখেন সব সময়।