![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি দিন অফিসে যাই, আর চিন্তা করি, কবে যে সাপ্তাহিক ছুটির দিনটা আসবে ?? আর চিন্তা করি যে ওই দিন কি কি করব, তার প্রথমেই থাকে, দিনের অর্ধেক সময় কাটাবো ঘুমায়ে, আর বাকি অর্ধেকে হয় আমার পছন্দের শো গুলা দেখব নেটে অথবা যদি বিকালে বন্ধু-বান্ধব কেউ সময় বের করতে পারে, তো তাদের সাথে নির্মল আড্ডা দিব...কিন্তু তার কিছুই গতকালকের ছুটির দিনটায় করা হল না আমার...সকালের ঘুম মাটি হইলপাগলা শোয়েবের ( বেটা ফেবু চালায় না বলে ট্যাগ দেয়া গেল না, না চালানোর ইতিহাসও বিশাল, আর এর পিছনেও আমার বিটলা হাত আছে ) কল পেয়ে...আমার ছুটির দিন মাটি করতে সেই নারায়ণগঞ্জ থেকে সকাল সকাল রওনা দিয়ে দিছে সে...আর এইবার এই আগমন বার্তা জানানোর সাথে সাথে একটা হুমকিও দিয়ে দিল, যে আজকেও যদি ঘুমায়ে থাকি তো বাসায় বোম্ব মারবে ( আগে এক দিন এমন আইসে বেচারা ঘন্টা খানেক বাসার বাইরে সিড়িতে বসে ছিল, আর আমি ছিলাম ঘুমে )...তো তাকে নিশ্চিত করলাম যে না আজকে ঘুমাবো না, তুই আয় !! তো জোর পূর্বক নিজেকে জাগায়ে রেখে বসে আছি আর কি করব ভাবছি এই সময় রোজকার যন্ত্রনা লিটা ( Lita ) ফেবুতে নক দিয়ে বলল বের হ, সারা রাত ঘুমাই নাই, এখন মাথায় ক্যারা উইঠা আছে, { ‘ ক্যারা ‘ বলতে কি বুঝাইছে সেটাও সেই জানে, আমি কিন্তু জানি না (-_-) } বের হ, তোর পিন্ডি চটকাব আজকে...আমি চিন্তা করলাম যে, আমার এত সাধের বাসাকে বিপদে ফেলে দিতে পারি যদি বাসায় বসে থাকি, ঘুমায়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল কিনা ...তাই তারে কইলাম যে বের হ একটু পরে, আগে নাহয় একটু মানুষ হই...( চুল দাড়ি নামক আগাছা কেটে ছেটেছি আজকে, আর আজকে নাকি আসলেও কিঞ্চতি মানুষের মত লেগেছেঃড...তবে নট সিউর যে মানুষ বলে প্রশংসা করেছে নাকি গাইল দিছে )...তো এই করে করে বের হলাম, টি এস সি তে গিয়ে শোয়েব আর লিটার সাথে মিলিত হলাম...
তো সেখানে...চা পান করতে করতে আলোচনা করছি আমরা যে কি করব সারা দিন, তখনি লিটা বলল যে, তার একটা বন্ধু আসবে সুদুর টঙ্গি থেকে, সকালে দেখা করার কথা, জিজ্ঞাসিলাম...কখন পৌছাইবে সে ?? উত্তর আসিল, সবে রওনা দিয়াছে (-_-)...এন্ড আমি তো খেইপা আগুন, কি !!?? এত লেট করে আসবে সেটার জন্য অবশ্য রাগি নাই, আমার চেয়েও লেট লতিফ আছে দুনিয়ায় সেই জন্য খেপে গেছি...এই বজ্জাত লেট লতিফের নাম হচ্ছে মিস গোলাপী { ( পিংকি ) অবশ্যই আমার দেয়া অনেক গুলা নামের একটা...সব থেকে ভদ্রটা অন্যগুলা প্রকাশ পেলে এই গ্রহে আর বাস করা যাবে না, না আমার বাস করা নিয়ে বলি নাই, গোলাপী ম্যাডাম আর বাস করতে পারবে না }...
তো সে দেরি করবে শুনে পাগলা মানে শোয়েব বলে উঠল, চল না, বসুন্ধরায় যাই !! (সেই পুরানো বিজ্ঞাপনটার কথা মনে করায়ে দিল আমার, বসুন্ধরার বিজ্ঞাপন )...তো যেই ভাবা সেই কাজ, গোলাপী ম্যাডামকে লিটা আফা বলে দিল যে আপনি বসুন্ধরায় আসেন, আমরা ঐখানে যাইতেছি...{এর মধ্যেই পাগলা শোয়েবের সাথে বজ্জাত লিটার কেমন জানি ঘনিস্ট বন্ধুত্ব হয়ে গেছে, যেন তাদের আজকে প্রথম দেখা হয় নাই, আজকে নিয়ে তাদের হাজার দশেকবার দেখা হইছে, হাজার দশেক, ক্যান ইউ বিলিভ ইট ?? ইভেন আমার সাথে লিটার শখানেক বার এখনো দেখা হয় নাই, আর পাগলা একদিনে হাজার পার করে ফেলসে, বেটা পুরাই ফাউল একটা }...
বসুন্ধরায় চলে গেলাম, আড্ডা চলছে, কিন্তু গোলাপী ম্যাডাম তো আর আসে না, আমরাও তার আসার পূর্বেই তাকে নিয়ে এক চোট গল্প গাথা গেথে ফেললাম, আর এরি মাঝে পাগলা শোয়েবের উর্বর মস্তিস্কের ' দ্যা আইডিয়া ', চল একটা মুভি দেখি, আর তার এই আইডিয়ার সমর্থনে বজ্জাত লিটার প্রচার, তার সিমের বদৌলগে আমরা এক টিকিটে দুই ছবি ইয়ে থুক্কু কি বলতে কি বলি, এক টিকিটে আরেক টিকেট ফ্রি পাইব, যদি আমরা ত্রিডি শো দেখি...আমি শোয়েবের দিকে করুন চোউক্ষে তাকাইলাম, বুঝাই দিলাম যে আজিকে তো মাম্মা আমার পকেটে চলতেছে মুভি, টাকা আনা পাই, তুমি পারলে কর যা করার...এবং সে স্মিত বজ্জাতি একটা হাসি দিয়া কইল, ঠিক আছে আমি দেখতেছি সব, এত টেনশন কিসের ?? আর আমরা তো হাপ ছারিয়া বাচিলাম...
এরপরে আসিল গোলাপী ম্যাডাম, আর সে ছিল, লাইক, আমি আসলাম, হাসি দিলাম, আর জয় করলাম, ইয়াপ, শি ইজ ঠু মাচ বজ্জাত টু উইন আওয়ার হার্ট ইন নো টাইমস, { আর আমার তো মনে হয় একটু বেশিই } ...তো এরপর তার সাথে মেতে উঠলাম সবাই, আড্ডায় { আর এইবার শোয়েবকে দেখায়ে দিছি আমি, হুহ, আমারো প্রথম দেখা ম্যাডামের সাথে, কিন্তু আমি হাজার বিশেকের স্কোর করেছি, ইয়েয় মি }...
তো গোলাপী ছেমরি আসতে না আসতেই যাওয়ার কথা লাগায়ে দিল, (এজ এ টাইপিক্যাল গেস্ট, আসল, খাইল, আর কইল, যাইগা, ) আর আমরা তো তখন খেপে গেছি, না আফনারে আমরা যাইতে দিমু না ম্যাডাম, আফনারে আমরা নেত্রি বানায়ে দল খুইলা ভোটে দারামু, ইয়ে না মানে আরও মজা করমু আর কি...না, উনি চলে যাবে, উনার না না টাল বাহানা, আরও একজন কোথায় ওয়েট করছে ( কোন ওয়েট করছিল কে জানে !! ) তাকে নিয়ে যাইতে হবে, ব্লেহ ব্লেহ ব্লেহ (-_-)...তো এইভাবেই চলতে চলতে শোয়বের কিছু কেনা কাটা করা হল, আর হ্যাঁ তার আগে অবশ্য টিকেট কাটা হয়েছিল, থ্রিডি মুভি, লাইফ অফ পাই এর...
এরপরে সময় কাটানোর জন্য চলে আসলাম আমার বাসায়, এইখানে মেজবানি খানা দিলাম সবাইরে আমি... { ডাল, ভাত আর আন্ডা ভাজি...এইটাই এই বজ্জাতগুলার জন্য মেজবানি (-_-) }...
সময় হতে আবার ব্যাক করলাম বসুন্ধরায়...গোলাপী ম্যাডামের তো গান চলছেই, আমি যামু গা, আমি যামু গা, তোমাদের ছারি যামু গা (-_-)...আর আমি আর লিটা তার গানের বিপরিতে ছেরে দিলাম মেশিন গান { অবশ্যই সাইদির মেশিন না (-_-) }, হাত পা ভেঙে তোকে বানাবো লাশ, দেখি তুই কেমনে কই যাস...তবু সে চলে যাবে, তখন আমার চিন্তা, ৪টা টিকেটের একটা সিট কি তাইলে খালি থাকবে ?? তাই ভাবলাম দেখি কারে পাওয়া যায়, প্রথমে লিটাকে বলা হইল ও ওর কোন সুন্দরী বান্ধবিরে আনতে পারে কিনা, কিন্তু শালি পুরাই ব্যার্থ হইল (-_-)...
এরপরে আমি ফোন বের করলাম, স্ক্রিনে তাকায়ে দেখি সজলের ( Sajal ) মিসড কল, সাথে সাথে তারে কল দিয়া জিজ্ঞাসিলাম, কই রে ?? চলে আয় বসুন্ধরা, মাগনা শো দেখিবি, তাও থ্রিডি...কয়, আমি তো বাসায় চলে আসছি, তুই আগে ধরিস নাই কেন কল ?? ( দোস্ত, সুন্দরী কেউ আসে পাশে থাকলে মানুষ ফোন কেন, আরো কত কিছু যে ভুলি যায়, সরি... ) তো সে আসিতে পারিবে না বইলা মানা কইরা দিল...আর এই মাইনাসে আরো একটি মাইনাস কাহিনী হই গেল, গোলাপী ম্যাডামের ওয়েটিং সঙ্গি আজকে যাইবে না বইলা জানায়ে দিল, সাথে সাথে ম্যাডামরে এক প্রকারে বাইন্ধা নিয়া হলে ঢুকলাম সবাই, { অবশ্য বেধেছিলাম আমার কথায়, যত রাতই হোক, দিয়ে আসিব তার ময়মনসিংহের বাসায় (-_-) - পুরাই ভাব }...
এরপরে দেখলাম, জীবনের প্রথম থ্রিডি মুভি, এবং প্রথমবারেই অস্থির একটা মুভি দিয়ে থ্রিডি অভিজ্ঞতার খাতা খুললাম, লাইফ অফ পাই...( যারা এখনও দেখে নাই তাদের উচিত সরাসরি থ্রিডিতে গিয়ে দেখে ফেলা, আর যারা দেখেছে, তাদেরও উচিত আবার গিয়ে দেখা, এই মুভি থ্রিডিতে না দেখলে কোনই মজা নাই )...
মুভি শেষ হইল, এইবার যার যার পথ ধরল সবাই, পাগলা চলে গেল একদিকে, আমি, বজ্জাত লিটা আর ম্যাডাম চলে গেলাম মহাখালি, ম্যাডামকে বাসে তুলে দিলাম, { সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু ম্যাডাম বলিল যে লাগবে না, সে পারবে যেতে, তার আগে দিয়ে মনে ছিল না যে সে আজকে হুইল পাওডার খেয়ে এসেছে, তাই মনে পরায় বলল, সে পারবে...আমরাও সরল মনে বিশ্বাস করে নিলাম, বিজ্ঞাপনের ভাষা তো আর ভুল হতে পারে না (-_-) }...তাকে বাসে তুলে দিয়ে লিটা আর আমিও যার যার বাসার রাস্তা ধরলাম...
যেতে যেতে চিন্তা করছিলাম, বাসায় গিয়ে খাই দাই কতক্ষন ফেসবুকিং করে দেন দিব ঘুম...কিন্তু হায় !! মানুষ { এলিয়েন হবে (-_-) } ভাবে এক হয় আরেক...বাসায় আইসে বাপের সাথে বইসা দেখলাম মুভি... The Good, the Bad and the Ugly...এরপরে খাওয়া দাওয়া, আর এর পরে এই স্ট্যাটাস...
যেভাবে চেয়েছিলাম, সেইভাবে হয়নি আমার উইকএন্ড...এই জন্য আমার ক্ষোভের কোনই শেষ নাই... কিন্তু ক্ষোভের চেয়ে প্রাপ্তিটাই আসলে বেশি দিন শেষে...দিন শেষে পেলাম একটা নতুন বন্ধু...দিন শেষে পেলাম একটা অসাধারন দিনের স্মৃতি...দিন শেষে পেলাম আবারো এমন একটা দিন পাওয়ার আশা...যেই আশায় বেচে থাকে মানুষ, এগিয়ে চলে তার জীবনে, যে কোন যুদ্ধের মোকাবেলা করতেও হয় না কখনো পিছপা...আর এই সবসময় তার সঙ্গি হয়, তার বন্ধুরা
পাগলা, বজ্জাত আর গোলাপী...ধন্যবাদ তোদের...আমার বোরিং জীবনে এমন একটা দিন দেয়ার জন্য ♥♥ ...তোদের এই ঋন আমি জীবনেও শোধ করতে পারব না... { এইটা বলে দিয়ে নিজের হাত সাফ করে ফেললাম }...
১১ ই জুন, ২০১৩ রাত ১১:৩৩
হারানো ছায়া বলেছেন: হ রে ভাই !! সকাল ৭টার সময় উইঠা যদি ৯-১০টার মধ্যে বের হইতে পারেন তাইলে আপনিও অনেক কিছু করতে পারবেন এক দিনে !! আমি এইটা ঐ দিনেই বুঝসি !! এর আগে জানতামও না যে আমি একদিনে এত্ত কিছু করতে পারি !! :প
২| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:১৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: মামা! কত কাহিনী করলি! আমারে একবার ডাকার কথা ভাবলি না!
১১ ই জুন, ২০১৩ রাত ১১:৩৪
হারানো ছায়া বলেছেন: তুমি অসুস্থ আছিলা !! তোমার বেটাইমে সকল অসুখ গুলা হয় !! আসুখের মায়েরে আন্টি কবে ডাকবা কও ?? তাইলের তার পরের দিন তোমারে ডাকুম :দ
৩| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
টেস্টিং সল্ট বলেছেন: লিটা হাজির
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪২
হারানো ছায়া বলেছেন: সাবাস !! এইবার নাচ কতক্ষন নাহয় !!
৪| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: মীনি এইখানে
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪১
হারানো ছায়া বলেছেন: হ্যাল্লো তেতুল !!
৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ৩:৩৬
টেস্টিং সল্ট বলেছেন: একটা দিন, সেই একটা দিন, স্মৃতি কাতর সেই একটা দিন, লাল আর নীলের গোলাপীকে পাবার দিন, লাল আর নীলের গোলাপীকে হারাবার দিন।
লালের একটা কথা নীল বুকে গেঁথে রেখেছে, মানুষ গুলো বদলে যেতে পারে, কিন্তু স্মৃতিগুলো শুধুই তোমার, কেউ কেড়ে নিতে পারবে না।
একটা দিনের স্মৃতি বুকে লালন করে বেঁচে থাকুক তোদের নীল, নিষ্ঠুরতায় বদলে যাওয়া নিষ্ঠুর নীল।
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০
হারানো ছায়া বলেছেন: যে নাই সে নাই,
তবে তার সুখের দিনের স্মৃতিকে মাঝে মধে মনে করা চাই,
সেই স্মৃতিতে যেন কষ্ট না আসে,
সেখানে যেন শুধুই ভালোবাসা ভাসে,
সেই স্মৃতিকে মনে করে যেন,
মুখে আনন্দের হাসি আসে,
সে নাই,
তবু তার স্মৃতিকে আমরা ধরে রেখেছি,
এটা আমাদেরই স্বার্থকতা,
সে নাই,
সে পারেনি আমাদের মত থাকতে,
পারেনি আমাদের মত বাচতে,
এটা তারই ব্যার্থতা।
তাই তুই বাচ,
আনন্দের সাথে বাচ,
তোর আনন্দের মাঝে থাকুক আমাদের কিছু ভাগ,
আর সে যখন নাই,
তো সে নাহয় গোল্লাতেই যাক।
৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ৩:৪৯
মাক্স বলেছেন: একদিন না কয়েকদিন মিলায়া কইলেন?
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০
হারানো ছায়া বলেছেন: একদিনেরই ঘযতনা ভাই, ওই দিন সময় কই থেকে কই গেছে নিজেও বলতে পারি নাই।
৭| ২৩ শে জুন, ২০১৩ ভোর ৫:৩৮
টেস্টিং সল্ট বলেছেন: @ মাক্স, একদিনেরই গল্প এটা। পঁচিশে ফেব্রুয়ারী দুহাজার তেরো।
৩০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪০
হারানো ছায়া বলেছেন: তোর তো দেখা যায় দিন তারিখ সব মনে আছে, আমি তো সব খায়া ফেলছি ভুইলা।
৮| ৩০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২
বিষের বাঁশী বলেছেন: ভালই তো ছুটি কাটালেন দেখছি! একদিনে দুইটা ম্যুভি!
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৩
হারানো ছায়া বলেছেন: ২টা মুভি কই দেখলেন ?? আমি তো ১টা মুভির কথাই লিখলাম !!
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৩ রাত ৩:৩১
ইউক্লিড রনি বলেছেন: এতো কিসু কইরা ফেলাইলেন।