নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়া সন্গি

হারানো ছায়া

হারানো ছায়া › বিস্তারিত পোস্টঃ

টক শো !! ( পুরাই টক কইলাম, নিজ দায়িত্বে পইড়েন :P )

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৪



: তো কেমন চলছে দিন কাল ?

: দিন কাল আবার চলে ?

: কি যে বলেন না ভাই ! দিন কাল তো অবশ্যই চলে !

: কেমনে চলে ?

: আরে ভাই দিনের পর দিন আসে না, অমনে চলে আর কি।

: দিনের পর দিন আসলে দিন কাল চলে ! নতুন জিনিস শিখলাম আজকে।

: যাক, আপনাকে কিছু একটা শিখানো গেল তো বলেন কেমন চলছে : আপনার দিন কাল ?

: দিনের পর দিন চলছে ভাই।

: আরে এইটা কেমন উত্তর হইল ?

: আপনিই তো বললেন যে দিনের পর দিন আসলে দিন কাল চলে।

: হ্যাঁ, বলেছি। আমি আমার মত করে বলেছি, আপনি আপনার মত করে বলেন না !

: আমার মত করে বলব যে ?

: হ্যাঁ।

: আচ্ছা।

: বুঝে গেছেন মনে হচ্ছে ?

: হ্যাঁ ভাই বুঝে গেছি, কোন সমস্যা নাই আর।

: হে হে জানতাম আপনি বুঝবেন, তো বলেন, আপনার দিন কাল কেমন চলছে ?

: জ্বি, প্রতিদিন সূর্য উঠছে, দিন চলছে।

: অ্যাঁ ! এইটা কেমন উত্তর হইল আবার ?

: কেন এই উত্তরে আবার কি হইল ?

: প্রতিদিন তো সূর্য উঠবেই, তাতে তো আমার কথাটারেই ঘুরায়ে বলা হয়।

: কোন কথা ?

: ওই যে, দিনের পর দিন আসলেই দিন চলে।

: ওহ, আপনিই তো বললেন যে আমি যেন আমার মত করে বলি, ওইটাই তো করলাম।

: আপনি আপনার মত করে আমার কথাটাই তো বললেন।

: আপনার কথা কই বললাম ?

: ওই যে, প্রতিদিন সূর্য উঠে, এইভাবেই দিন চলছে। এর মানেই তো দারায় দিনের পর দিন আসে, এইভাবেই দিন চলছে।

: তো ? তাতে সমস্যা কি ?

: তাতে সমস্যা নেই ?

: প্রতিদিন সূর্য উঠাতে তো আমার কোন সমস্যা নাই রে ভাই, আপনার আছে নাকি ?

: না আমারো নাই।

: তাইলে এখন আপনি বলেন তো দেখি, দিন কাল কেমন চলছে ?

: দিনের পর দিন আসছে, সূর্যও উঠছে, এইভাবেই দিন চলছে।

: এইটা কি হইল এইবার ?

: কি, কি হইল ?

: এইবার তো আপনি নিজেরটার সাথে আমারটাও বলে দিলেন।

: তাই নাকি ? কোই ?

: ওই যে, দিনের পর দিন আসছে, সূর্যও উঠছে, এইভাবেই দিন চলছে।

: ওহ তাই তো দেখছি।

: আচ্ছা আবার বলেন, দিন কাল কেমন চলছে ভাই ?

: দিনের আগে দিন আইসে যায়, এইভাবেই চলছে দিন কাল।

: অ্যাঁ ! এইটা আবার কি কইলেন ভাই ?

: কি বললাম ?

: ওই যে, দিনের আগে দিন আইসে যায়, এইভাবেই দিন কাল চলছে। এইটা তো একি হয়ে গেল, তাই না ?

















এই কথোপকথন এইভাবেই চলতে থাকবে...কেউ এর শেষ জানতে পারলে জানায়ে যাইয়েন...:P

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: টিভি অফ করলেই শ্যাষ

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
কি হইল এইটা! :/
ত্যানা তো ভালই পেঁচালি ;)

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

অর্থনীতিবিদ বলেছেন: কথোপকথনগুলো চমৎকার লাগলো। সুন্দর সাজিয়েছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.