![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথটা বড় অমসৃণ হয়ে যাচ্ছে...
এই পথ ধরে হেঁটে গেছি কতটা সময়!!
হাতে হাত রেখে অনায়েসে পাড়ি দিয়েছি কত বন্ধুর পথ।।
পেশিশক্তি নয়, হৃদয়শক্তি স্পর্শে টিকে ছিলো এ বাঁধন।।
বাঁধন টা আজ দুর্বল হচ্ছে দিনকে দিন।।
তুমুল বৃষ্টিতে ভেজার সময় চোখদুটো যেমন বৃষ্টিরজলে ঝাপসা হয়ে আসে, সেরকম।।
কোন এক মহাকর্ষ বলের প্রভাবে এবাঁধন ছিড়ে নতুন এক পথসৃষ্টির পায়তারা।।
কিছু কিছু সময় নিয়তির পানে চেয়ে থাকতে হয় আশরাফুল মাখলুকাত নামক মাটির সৃষ্টিকে।।
হয়তো কোন একদিন......
©somewhere in net ltd.