![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মসজিদটার মেঝে টাইলস করা ছিল।
দানের টাকা আর প্রভাবশালীর টাকায় আজ সেটার দেয়াল টাইলস করা হল।
টাইলস করা দেয়ালের পাশে জীর্ণ এক বৃদ্ধ ভিক্ষুক ভিক্ষা করছে!
ভাঙ্গা থালায় কয়েকটা পয়সা পরে আছে,পকেটে বড় জোড় ৪০/৫০ টাকা।
পাশেই মসজিদের দান বক্স।মসজিদ কমিটির পরিকল্পনা আছে সামনে কয়েক জন নেতা মুন্ত্রি আর দান বাক্সের টাকায় মসজিদ দোতলা করা হবে। অনেক টাকার প্রয়োজন।
ভিক্ষুকটি ভিক্ষা করছে বাসায় তার দুই দিন ধরে রান্না হয় না।আর ৪০/৫০ টাকা হলে আজকে কিছু ডাল ভাত জুটবে।
২| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৩:১১
জর্জ মিয়া বলেছেন: দারুন লিখেছেন মন্ডল সাহেব।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ভখারি ফিরিয়া চলে,
চলিতে চলিতে বলে-
“আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
আমার ক্ষু ধার অন্ন তা’বলে বন্ধ করোনি প্রভু,
তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি,
মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!''