নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে ভালোবাসার গল্প

I love you more than I can say... http://on.fb.me/ZU9ABE

ভালোবাসা

ভালোবাসার মানুষটাকে না বলা কথাগুলো এখানে লিখি। http://on.fb.me/ZU9ABE

ভালোবাসা › বিস্তারিত পোস্টঃ

প্লিজ রাগ কোরো না

২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৯

তুমি কি এই লেখা পড়ছো? পড়ার কথা নয়। মন খারাপ করে দেয় এমন কিছুর সাথে আঁকড়ে থাকতে কে চায়, তাই না? হ্যাঁ, তোমার স্মৃতি আমার মন খারাপ করে দেয়। কিন্তু তবুও আমি তোমার সঙ্গে আঁকড়ে থাকি। তোমার স্মৃতিগুলোকে প্রতিদিন প্রতি মূহুর্তে ডেকে ডেকে ফিরিয়ে আনি। কারণ, আমার মন খারাপের সঙ্গে মিশে আছে অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা, আর অনেক ভালোবাসা।



রাগ না করতে অনুরোধ করলাম, যদি তুমি সিদ্ধান্ত নিয়ে থাকো তোমাকে বলা আমার কথাগুলো আর পড়বে না, তারপর যদি এই লেখা তোমার চোখে পড়ে, তাহলে তুমি রাগ করতেও পারো। তাই আগেই অনুরোধ করে রাখলাম, রাগ কোরো না প্লিজ।



এখনকার কথা জানি না, কিন্তু কয়েক সপ্তাহ বা কয়েক মাস আগেও মনে হয়েছে তুমি এই লেখাগুলো পড়ছো। কিন্তু শেষবার যখন তুমি সরাসরি বলে দিলে তুমি আর যোগাযোগও করতে চাও না, যেটা আগে কখনো বলোনি, তখন থেকে আমি নিজের লাগাম টেনে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছি। গতকাল পর্যন্ত সফল হয়েছি। আজ আর পারলাম না।



বুঝিয়ে বলছি। তোমাকে বলার জন্য কথার কোনো অভাব নেই আমার। ভুলত্রুটির জন্য ক্ষমা চাওয়া থেকে শুরু করে তোমাকে নিয়ে নিত্য-নতুন নানা স্বপ্নে বিভোর হয়ে থাকার কথা তোমাকে ছাড়া আর কাকে বলতে পারবো বলো? কিন্তু আমি যদি নিত্যদিন এখানে তোমার সাথে কথা বলতে শুরু করি, হয়তো তুমি একসময় বিরক্ত হয়ে লেখা পড়াই বন্ধ হয়ে যাবে। এতে ক্ষতিটা আমারই হয়তো হবে। কারণ, এই লেখাগুলোর উদ্দেশ্য একটাই, আমার সাথে যোগাযোগ না করেও যেন তুমি জানতে পারো যে আমি আজও তোমারই আছি, তোমারই থাকবো, আর তোমাকেই ভালোবাসবো। আমি জানি তুমি তা জানতে চাও না। কিন্তু আমি তা জানাতে চাই। তুমি এতটুকু সত্য বিশ্বাস করে মনে রাখলেই আমার কাছে তা অনেক বড় কিছু মনে হবে।



তাই নিত্য কিছু না লিখে চুপচাপ চোখ বন্ধ করে জেগে থাকা স্বপ্নে তোমার সাথে কথা বলেই বেশি সময় পার করি। যখন খুব মনে পড়ে তোমাকে, প্রচণ্ড অনুভব করি, যখন মনের কথাগুলো মনে থাকতে চায় না, তখনই মনের বাঁধ ভেঙে লেখায় প্রকাশ করি সেগুলো।



তুমি কি আমাকে স্টুপিড ভাবছো? হয়তো তাই। নইলে "এরপরও" কি কেউ স্বপ্ন টিকিয়ে রাখে? কী করবো বলো। স্বপ্ন দেখেছিলাম স্বপ্ন ভেঙে যাওয়ার আশায় নয়। স্বপ্ন যদি নিজে নিজে ভেঙে যায়, তাহলে আফসোস করা ছাড়াও আরেকটা কাজ যা করা যায়, সেটা হলো তা জোড়া দেয়ার আপ্রাণ চেষ্টা করা। আমি তো তাই করে যাচ্ছি, তাই না? পার্থক্য এটাই যে, এখনের চেষ্টাটা কেবল অপেক্ষার মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে।



আর কী বলবো জানি না। অনেক কিছু বলার আছে। অনেক মূহুর্ত শেয়ার করার আছে। কিন্তু খুব অগোছালো লাগছে সবকিছু। হয়তো আজ আর বেশি না এগোনোই ভালো। চাই না বেশিক্ষণ তুমি মন খারাপ করে রাখো।



তুমি ভালো থেকো।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৫

যে আছো অন্তরে বলেছেন: লেখালেখি দিয়ে ভালবাসা বাদ দিয়ে বাস্তবে আসুন, ভাল থাকুন

২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:০৯

ভালোবাসা বলেছেন: বাস্তবেই আছি। আর ভালো থাকতেই যাকে ভালোবাসি সে না থাকায় অযৌক্তিক কিছু না করে অপেক্ষা করছি।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৫০

নাহিয়ান বিন হোসেন বলেছেন: আকুতিটা বুঝতে পারছি। এই অপেক্ষায় , এই প্রকাশে কোন দোষ নেই।ভালো লাগা রইল এভাবে প্রকাশের ক্ষমতা দেখে আর শুভকামনা রইল আপনার আকাঙ্খার জন্য।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:১৮

অনন্যমানুষ বলেছেন: যার জন্য এত কষ্ট পচ্ছেন সে যদি লিখা গুলো পরতেন, হয়ত বুঝতে পারতেন কতটা অনুভব করেন তাকে। স্রষ্টা আপনাদের কবুল করুক

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:৩২

অদ্ভূত উটের পিঠে চলেছে স্বদেশ বলেছেন: ভালোবাসার মানুষটাকে না বলা কথাগুলো এখানে লিখি।[/su


যখন কেউ ভালবাসে তখন কি কেউ ভাবে বিচ্ছেদের কথা ? /:) /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.