নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

LUBDOK

একখানা মতামত দিয়েন কিন্তু!!!!!!

লুব্দক

উদাসীন পথিকের মনের কথা...

লুব্দক › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন কাদের উপর আল্লাহ ও তাঁর রাসূলের লা'নত (অভিশাপ) (পর্ব-১)

২৭ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৫:৩৩

পর্যায়ক্রমে এখানে ১০১ শ্রেণীর উল্লেখ করা হবে যাদের উপর আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) লা'নত রয়েছে।

প্রথমে আমরা লা'নত মানে কি তা জেনে নেই।

লা'নতের মানে হচ্ছে বিতাড়িত হওয়া বা অভিশপ্ত হওয়া।

সুতরাং জেনে নিন কাদের উপর আল্লাহ ও তাঁর রাসূল (সা.) এর লা'নত:

এক-দুইঃ ইবলীশ এবং তার সাঙ্গ-পাঙ্গঃ

আল্লাহ বলেনঃ "তারা আল্লাহকে ছেড়ে নারীর পূজা করে এবং শয়তানের ইবাদাত করে। আল্লাহ শয়তানকে লা'নত করেন। শয়তান বলল আমি অবশ্যই আপনার বান্দাহদের মধ্য হতে নিদৃষ্ট অংশ গ্রহণ করব।" (সূরা আন-নিসা: ১১৭-১১৮)।

উল্লেখ্য, মানুষ আল্লাহর যিকর করলে শয়তানের কূন্ত্রনা থেকে মুক্তি পেতে পারে।

তিনঃ যাক্কুম বৃক্ষঃ

যাক্কুম বৃক্ষ হচ্ছে দোযখবাসীদের জন্যে কাটাযুক্ত একপ্রকার গাছ। এটি আল্লাহর লা'নত প্রাপ্ত। আল্লাহ বলেনঃ "আর যখন আমি বললাম, আপনার প্রভু মানুষদেরকে পরিবেষ্টন করে রেখেছেন এবং যে দৃশ্য আমি আপনাকে দেখিয়েছি তা ও কোরআলে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ (যাক্কুম) কেবল মানুষের পরীক্ষার জন্যে। আমি তাদের ভয় প্রদর্শন করি কিন্তু এতে তাদের অবাধ্যতা আরো বৃদ্ধি পায়।" (সূরা আল-ইসরা: ৬০)।

চারঃ জানোয়ারের সাথে সঙ্গমকারী ব্যক্তিঃ ...

(চলবে)

মন্তব্য ১৩ টি রেটিং +৮/-৭

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৬:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভেরি ইন্টারেস্টিং! যাক্কুম বৃক্ষের জন্যে মন্ডা খ্রাপ হয়া গ্যালো :( বেচারা একটা গাছ, তাও আবার লানতপ্রাপ্ত!

২| ২৭ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৬:৪৩

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: আপনার লেখার মধ্যে সমস্যা আছে। এডিট করে নিন।

যেমন, শয়তান বলল আমি অবশ্যই আপনার বান্দাহদের মধ্য হতে নিদ্রষ্ট অংশ গ্রহণ করব।" (সূরা আন-নিসা: ১১৭-১১৮)।
উল্লেখ্য, মানুষ আল্লাহর যিকর করলে শয়তানের কুমন্ত্রনা থেকে মুক্ত পেতে পারে।

যে কোনো ধর্মীয় লেখা গুরুত্বপূর্ণ। তা আকর্ষণীয় ও নির্ভুলভাবে পরিবেশন করুন।

ধন্যবাদ।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৭:০৩

প্রলাপ বলেছেন: বেচারা যাক্কুম বৃক্ষ :( :(

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৭:১৭

মোসাব্বির বলেছেন: ভাই লুব্দক, সরাসরি কোরআন ও হাদিসের রেফারেন্স যুক্ত লেখা এই ব্লগে না দেওয়ার জন্য অনুরোধ করছি। এই ব্লগে কিছু আত্নস্বীকৃত নাস্তিক রয়েছে যারা আপনার এই সুন্দর লেখাটার প্রতি এমন মন্তব্য ছুড়ে দেবে যা অন্য কোন ধর্মপ্রণ মুসলমানের জন্য অস্বস্তিকর। আনেকেই লেখা পড়ে কিন্তু মন্তব্য বা +/- দেয় খুবই অল্প সংখ্যক ব্লগার। আর নাস্তিকরা এই ধরনের পোষ্ট পেলে মন্তব্য করবেই।
আমাকে ভুল বুঝবেন না, উপরের মতামতটুকু সম্পূর্ণই আমার নিজস্ব।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৭:৫৬

কাকপাখি ২ বলেছেন: মোসাব্বিরের সাথে সহমত

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:২৬

প্রলাপ বলেছেন: আজম আলির কমেন্টে প্লাস

@লেখক: ভালো হৈসে, প্লাস লন।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৫৭

প্রিয়অপ্রিয় বলেছেন: আপনি নির্ভুল ভাবে লিখে জান।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫৩

হিমু ব্রাউন বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ভেরি ইন্টারেস্টিং! যাক্কুম বৃক্ষের জন্যে মন্ডা খ্রাপ হয়া গ্যালো :( বেচারা একটা গাছ, তাও আবার লানতপ্রাপ্ত! =p~ =p~ =p~ =p~ =p~

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২১

হোরাস্‌ বলেছেন: ভাই, যাক্কুম বৃক্ষ অভিশপ্ত হওয়ার কাহিনিডা কি? কি করছিলো?

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৪৩

প্রলাপ বলেছেন: @হোরাস: গাছেরও প্রাণ আছে। নিশ্চয় মনে মনে অহংকার করছিল।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৭:৩৬

সুমন অহেমদ বলেছেন: @ হামা ভাই, কমেন্ট পড়ে মজা পেলাম....

হোরাসের মতই আমারও জানতে ইচ্ছে করছে যে যাক্কুম বৃক্ষ অভিশপ্ত হওয়ার কাহিনীটা কি?

১২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:১০

নূর আদনান বলেছেন: অনেক ভাল লাগলো, এসব আমাদের জানা দরকার। আপনার এই প্রচেস্টার জন্য ধন্যবাদ

তবে পোস্ট টা আমি অনেক দেরি তে দেখলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.