![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখের হলেও এটা ঠিক আমাদের সবাইকেই সুনামগঞ্জে ট্রিপে টয়লেট নিয়ে ব্যাপক সমস্যাতে পরতে হয় স্পেশালি মেয়েদের!! অনেকে আগে থেকে না জানার কারনে গিয়ে ভালো ঝামেলাতে পড়তে হয় যেমনটা আমাকে পড়তে হয়েছে -_- প্রথমবার যাওয়ার সময় বুঝতে পারি নাই এতো ব্যাপক সমস্যা।
সুনামগঞ্জে পাব্লিক টয়লেট নাই বললেই চলে, আর আমাদের মত ভিজিটরদের জন্য ও নাই, এটলিস্ট আমার চোখে খুব একটা পড়ে নাই -_-
তাই সুনামগঞ্জের ট্রিপের আগে একটু ক্যালকুলেটিভ ওয়েতে যেতে হবে!
- এখন আপনি যদি রাতের বাসে রওনা হন তা হলে অবশ্যই যাত্রা বিরতিতে যা করার করে নেবেন -_-
- তাহিরপুর বাজার ঘাটে নতুন দুইটা পাব্লিক টয়লেট চালু হল বেশি দিন হয় নাই -_- এবারের ট্রিপে ইটস ওয়াজ লাইক অষ্টম আর্শ্চয্য ফর মি নৌকা মুলামুলির সময় (মাঝারি নৌকা গুলো যেখানে থাকে) দেখলাম ঘাটের সাথেই দুইটা পাব্লিক টয়লেট (অবশ্যই বাংলা টয়লেট) দুইটার দ্বায়িত্বে আছেন একটি পরিবার যারা টয়লেটের সামনেই একটা নৌকাতে থাকেন, গেলে চাবি দেবেন ওনারা, টাকার ব্যাপারে কোন রুলস নাই, যে যেমন খুশি তেমন দেয় পাচ টাকা, দশটাকা! চাপ বেশি থাকলে অটো টাকার পরিমান ও বেড়ে যায় নিজ দ্বায়িত্বে :3 পানি আছে! পরিষ্কার পরিচ্ছন্ন আশা করা বোকামি কিন্তু কোন রকমে কাজ সারা যাবে!
- এর বাইরে খুব একটা টয়লেট পাওয়া যায় না, গতবার একটা বাজারে থেমেছিলাম তখন মসজিদের টয়লেট নাক মুখ বন্ধ করে কোন রকমে করতে হয়েছিলো -_- কিন্তু তাও লাকিলি আমাদের নৌকা নষ্ট হওয়াতে ওখানে থামানো হয়েছিলো -_-
- টেকেরঘাটে কোথাওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওওও নাই ভয়াবহ অবস্থা
দ্বিতীয় দিন সকালে অবস্থা খারাপ হয়ে গিয়েছিলও এদিক ওদিক খুজে অবশেষে খবর পেলাম ম্যাজিস্ট্রেটের অফিস বা বাংলোতে টয়লেট করা যাবে অনুরোধ করে! কিন্তু অনেক কষ্টে একজন কর্মচারীর মন গলাইতে পেরেছিলাম ওনার বার বার এক কথা স্যারের পারমিশন লাগবে
এজ ইফ ম্যাজিস্ট্রেট ওখানে টয়লেটের ঠিকাদার -_- ওয়েল চান্স পেয়েই গেলাম আর একটু হলেই নিচের টয়লেট উপরে উঠে আসার অবস্থা ছিলো -_- ভয়াবহ -_- কিন্তু তাও সেই কর্মচারীর প্রতি প্রান ভরে দোয়া দিয়ে এসেছিলাম -_-
এর বাইরে আর কোথায় কোন টয়লেট আমার চোখে পড়ে নাই, নৌকাতে ব্যাবস্থা আছে, কিন্ত আমি সাহস করি নাই নৌকাতে করার -_-
তবে শুনে খুশী হবেন যে, রিসেন্টলি ডিসি এসেছিলেন টেকেরঘাটে আর উনি বলেছেন অল্পসময়ের মাঝেই কিছু টয়লেট হবে টেকেরঘাটে! যদি আসলেই তাই হয় অনেক মানুষ উপকৃত হবেন।
অন্যদের কাছে যদি ইনফো থাকে অবশ্যই এখানে শেয়ার করবেন এতে বাকিরা উপকৃত হবে।
ধন্যবাদ।
** ছবি তাহিরপুর বাজারে নতুন বানানো দুইটি পাব্লিক টয়লেট
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: এই সমস্যা শুধু সুনামগঞ্জে না সারা বাংলাদেশে।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭
প্রামানিক বলেছেন: ভয়াবহ সমস্যা। সুনামগঞ্জে যাওয়ার আশা ছিল কিন্তু আপনার টয়লেট সমস্যার কারণে সে আশা নষ্ট হয়ে গেল।