![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিসের জন্য এ নির্বাচন? এ নির্বাচন না দেশের জন্য, না দেশের মানুষের জন্য, না ক্ষমতাসীন দলের জন্য কোন কল্যাণ বয়ে আনবে। ইতিমধ্যে এ অন্যায় জেদ বজায় রাখতে গিয়ে দেশের বিশাল ক্ষতি হয়ে গেছে। দেশকে সম্পূর্ণ ধ্বংস না করে, দেশকে সোমালিয়ার মত ব্যর্থ রাষ্ট্র না বানিয়ে আমাদের ক্ষমতাবানরা কি ক্ষান্ত হবে না? তারা এত নির্বোধ হোল কেমন করে? তারা দেশের ক্ষতিই শুধু বাড়াতে পারবে কিন্তু নিজেরা কিছুতেই লাভবান হতে পারবে না, এটা নিশ্চিত করে বলা যায়।
এ হত্যা, গুম ও ধ্বংসযজ্ঞ বন্ধ কর। জনগনের দেওয়া ক্ষমতা জনগনের বিরুদ্ধে নিষ্ঠুর ও নোংরাভাবে ব্যবহার বন্ধ কর। সবার সুভ বুদ্ধির উদয় হোক। শুধু মুখে নয় কাজে দেশপ্রেম প্রকাশ পাক।
আল্লাহ্ আমাদেরকে ও আমাদের দেশকে রক্ষা করুন!
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
ইউরো-বাংলা বলেছেন: হাম্বালীগের উদ্দ্যেশে দু'টি কথা -
১।বিয়ে বহির্ভুত সন্তান যদি জারজ হয়, নির্বাচন বহির্ভুত এমপি'রা জারজ এমপি।
২।গনতন্ত্র ও বাকশাল একসাথে চলতে পারে না। গনতন্ত্র হত্যা করে অবৈধ ক্ষমতাবাজদের দেখতে চাই না।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৩
েফরারী এই মনটা আমার বলেছেন: আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না,আদর্শে জন্য করে না।সবাই নিজের জন্যেই রাজনীতি করে ।এরা সকলেই মুলতঃ এক ও অভিন্ন আদর্শে (?) বিশ্বাসী। কি সেই আদর্শ ? সেটা হলো এরা সবাই নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বুঝতে অক্ষম।এই স্বার্থটা কি?সেটা ক্ষমতায় যাওয়া।দেশ ও জাতীর জন্য সর্ব্বোচ্চ ত্যাগের কিছু গৎবাধাঁ বুলি বলে জণগন নামক গাধাঁর দলের সামনে একগাদা মিথ্যা আশ্বাসের মুলা ঝুলিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাওয়া। একবার ক্ষমতা পেলে তা ছাড়তে না চাওয়া।
প্রয়োজনে বিদেশী প্রভুদের কাছে দেশের সকল সম্পদ-স্বার্থ বিকিয়ে দেবার খত দেয়ার অংগীকার করা।তবে এই পর্যায়ে এসে পরস্পরের মধ্যে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়।
আর সেটা হলো তারা একেক জন ভিন্ন ভিন্ন জনকে প্রভু সাব্যস্ত করে নিয়েছে।কেউ প্রভু হিসাবে গ্রহন করেছে হিন্দু রাস্ট্র ভারতকে,কেউ বিশ্ব সন্ত্রাসী মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের,কেউ বা পাকিস্তানকে।আর স্ব স্ব প্রভুকে খুশি করার জন্যই আজকের এই জ্বালাও-পোড়াও রাজনীতি ।
ফলাফলঃ জরুরী অবস্হা।অতঃপর মাইনাচ....
Click This Link