নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লুত্‌ফুল আনাম

লুত্‌ফুল আনাম

লুত্‌ফুল আনাম › বিস্তারিত পোস্টঃ

একজন লোকের বিরুদ্ধে ৭১টা মামলা, এটা কোন বিশ্বাসযোগ্য ব্যাপার ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০

একই সাথে বিস্মিত ও মর্মাহত হচ্ছি এটা জেনে যে জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৭০টা মামলা ছিল এবং সবগুলতে জামিন পাবার পরও নুতন এক মামলায় তাকে আটকান হোল । একজন লোকের বিরুদ্ধে ৭১টা মামলা, এটা কোন বিশ্বাসযোগ্য ব্যাপার ? এত বড় একজন অপরাধী যার বিরুদ্ধে সাত আটটা নয় ৭০টা মামলা হয়েছে তিনি আবার সব মামলায় জামিন পান কি ভাবে ? তার বিরুদ্ধে যদি সত্যিই কোন গুরুতর অভিযোগ থাকত তাহলে তিনি ৭০টি মামলাতেই জামিন পেতেন না । এ থেকে এটাই কি প্রমানিত হলো না মাহমুদুর রহমান রাজনৈতিক হয়রানির শিকার ৷

মাহমুদুর রহমান একজন সফল প্রকৌশলী ৷ বিনিয়োগ বোর্ড ও জ্বালানী মন্ত্রনালয়েও দক্ষতা ও সততার সাথে কাজ করার তার রেকর্ড আছে । তিনি যদি আর দশজন এম পি ও মন্ত্রীদের মত ক্ষমতার অপব্যবহারকারী ও দুর্নীতিপরায়ণ হতেন তাহলে তো খুব সহজেই তাঁকে জেলে আটকিয়ে রাখা যেত ৷ ৭০ মামলার জামিনই প্রমান করে তিনি একজন সৎ মানুষ ৷

এ ছাড়াও সাংবাদিকতার কোন অভিজ্ঞতা ছাড়াই একটা সংবাদপত্রের সম্পাদকের দায়িত্ব নিয়ে খুব অল্প সময়ে তিনি ও তার পত্রিকা খুব জনপ্রিয় হয়ে উঠেন । তার মেধা, দক্ষতা ও আন্তরিকতার জন্য যেখানে তার পুরস্কৃত ও সম্মানিত হবার কথা ছিল সেখানে তার পত্রিকাকে বন্ধ করে দিয়ে, তাকে জেলে পুরে প্রায় তিন বছর ধরে তাকে নানান ভাবে নির্যাতন করা হচ্ছে এতে দেশের প্রত্যেক বিবেকবান নাগরিক আহত ও উদ্বিগ্ন না হয়ে পারেন না ৷ আজ এটা স্পষ্ট দেশ ও দেশের মানুষের স্বার্থে কথা বলা এবং সত্য প্রকাশই মাহমুদুর রহমানের অপরাধ ৷ তাহলে মাহমুদুর রহমানের প্রতি অবিচারকারীদের দৃষ্টিতে আজ দেশপ্রেম অপরাধ ৷

আমাদের বিচারকরা কি করছেন ? তাদের অন্তর একটুও কি কাঁপে না আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার কথা চিন্তা করে ? একজন নিরপরাধ মানুষের উপর যে এত বড় যুলুম হচ্ছে তার সুষ্ঠ বিচার করার দায়িত্বতো তাদের ছিল ৷ যে জালিমরা হাজার দিনেরও বেশি সময় ধরে তাকে আটকিয়ে রেখেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত ছিল ৷

যাঁরা ন্যায় বিচার করে তাদের জন্য আল্লাহর কাছে আছে উচ্চ মর্যদা ও অতি সম্মানজনক পুরস্কার কিন্তু যারা ন্যায় বিচার করে না তারা সম্মুখীন হবে চরম লাঞ্চনার এবং ভোগ করবে ভয়াবহ শাস্তি ৷

আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত করুন ৷ যারা ক্ষমতার চর্চা করছে তাদের সঠিক বুঝ দিন যে কাউর ক্ষমতা স্থায়ী না এবং প্রত্যেককে তার কাজের হিসাব দিতে হবে ( সুরা ১৮, আয়াত ৪৯ : এবং উপস্থিত করা হইবে আমলনামা এবং উহাতে যাহা লিপিবদ্ধ আছে তাহার কারণে তুমি অপরাধিগণকে দেখিবে আতংকগ্রস্ত এবং উহারা বলিবে, 'হায়, দুর্ভাগ্য আমাদের ! ইহা কেমন গ্রন্থ ! উহা তো ছোট বড় কিছুই বাদ দেয় না; বরং উহা সমস্ত হিসাব রাখিয়াছে ৷' উহারা উহাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাইবে; তোমার প্রতিপালক কাহারও প্রতি যুলুম করেন না ৷) l





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫

কবি এবং হিমু বলেছেন: দেশপ্রেমিক প্রমান করতে হলে প্লিজ আপনি ও একটি মামলা করতে পারেন কিংবা শাহবাগে সবাই একসাথে তার ফাঁসির দাবি করতে পারি।দেশটা কোন দিকে যাচ্ছে তা কেবল আল্লাহ ই জানেন।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

নীল আকাশ ২০১৬ বলেছেন: বিনা ভোটেই যারা দেশের মালিক বনে গেছে, আইন-কানুন, বিচার-ব্যবস্থা যাদের খেয়াল খুশী মত চলে, তারা মাহমুদুর রহমানকে জামিনই বা দেয় কেন, আর দিলে নতুন করে আবার মামলাই বা দেয় কেন?

১৯৭১ সালের জানুয়ারী মাসে শেখ মুজিবকে গ্রেফতার না করে পাকি সরকার যে ভুল করেছিল, আওয়ামী লীগ সে ভুল আর করতে চায়না।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

এ কে এম রেজাউল করিম বলেছেন:
মাহমুদুর রহমান একটি দুষ্ট চ্রিত্রের লোক।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

এ কে এম রেজাউল করিম বলেছেন:
মাহমুদুর রহমান একটি দুষ্ট চরিত্রের লোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.