![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-------- আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড় চিত চুম্বন-চোর কম্পন আমি থর-থর-থর প্রথম প্রকাশ কুমারীর! আমি গোপন-প্রিয়ার চকিত চাহনি, ছল-ক’রে দেখা অনুখন, আমি চপল মেয়ের ভালোবাসা, তা’র কাঁকন-চুড়ির কন-কন! -------- যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না - অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না - বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত। ---------- আমি চির-বিদ্রোহী বীর - বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির! [কাজী নজরুল ইসলাম]
টেলিভিশনের পর্দায় নানা সময়ে অশুদ্ধ বাংলা বানান দেখা যায়। এই মুহুর্তে ইসলামিক টিভিতে একটা অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হচ্ছে।
নিচে লেখা পুনঃপ্রচার এর স্থলে লেখা হয়েছে পুণঃপ্রচার। আমার জানামতে এটি ভুল বানান। কিন্তু দ্বিধায় পড়ে গেলাম আসলে পুনঃপ্রচার সঠিক না কি পুণঃপ্রচার সঠিক হবে?
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৯
মো. লুৎফর রহমান বলেছেন: ধন্যবাদ।
২| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২২
রশিক রশীদ বলেছেন: অশুদ্ধ বাংলা বানান ও উচ্চারণ কোনটাই মেনে নেয়া যায় না ।
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৭
মো. লুৎফর রহমান বলেছেন: ঠিক।
৩| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৩
নাফিস ইফতেখার বলেছেন: পোস্ট লেখক ও প্রথম মন্তব্যকারী দু'জনেরই বানান ভুল। কারন আপনারা বিসর্গের (ঃ) স্থলে কোলন ( দিয়েছেন।
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৮
মো. লুৎফর রহমান বলেছেন: 'বিসর্গের (ঃ) স্থলে'--- ঠিক করে দিলাম।
৪| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৭
ম্যাক্স পেইন বলেছেন: রিপুর্ট করেন
রিপুর্ট করেন
রিপুর্ট করেন
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৯
মো. লুৎফর রহমান বলেছেন: কোথায়?
http://www.islamictv.com.bd?
৫| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৮
চাচামিঞা বলেছেন: যেকোনো প্রচার মাধ্যমেই ভুল বানান প্রচার করাটা ঠিক না, এমনকি ইন্টারনেটেও না.....তবুও মানুষতো আমরা....ভুল হয়েই যায়। কথায় আছে না....ময়ান ইজ মর্টাইল....মানুস মাত্রই ভুল হয়
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩০
মো. লুৎফর রহমান বলেছেন: মানুষ মাত্রই ভুল অয়!
৬| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩০
নষ্ট গিটার বলেছেন: নেতারা সংবিধান ভুল বলে গলার পানি নামায় দিলো আর আপনারা আসছেন টিভি বানান নিয়া।
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৯
মো. লুৎফর রহমান বলেছেন: বানান সবখানেই বানান। পুনঃ বানান সংবিধানেও আছে। প্রেমিকার চিঠিতেও থাকতে পারে।
৭| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩২
সাইলেন্সার বলেছেন:
টিভিতে প্রতিদিন শত শত বানান ভুল দেখি।
এইসব লিখে কি লাভ?
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৯
মো. লুৎফর রহমান বলেছেন: কোন লাভ নেই।
৮| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৯
মুহিব বলেছেন: জনসমক্ষে ভুল বানানের পক্ষেই আমি না। বিলবোর্ড, সাইনবোর্ড কোন জায়গাতেই ভুল বানান লেখা ঠিক না।
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪০
মো. লুৎফর রহমান বলেছেন: অবশ্যই ঠিক না
৯| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪২
ইব্রাহীমলিজা বলেছেন: নাফিস ইফতেখার ভাই ধন্যবাদ...
১০| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:০৮
ডিজিটালভূত বলেছেন: এ রকম বানানে ভুল বিটিভি বেশী করে মনে হয়। হয়ত আপনারা বিটিভি দেখেন না বা কম দেখেন। তাই . . .
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:২৫
মো. লুৎফর রহমান বলেছেন: বিটিভিতে এ ধরনের ভুল আমি দেখেছি।
১১| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৫
দূর্ভাষী বলেছেন: ইসলামিক টিভিরে মাইনাস
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৮
মো. লুৎফর রহমান বলেছেন: এইটুকুর জন্যে?
১২| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৬
লেখাজোকা শামীম বলেছেন: জাতীয় প্রচার মাধ্যমগুলোতে বানান ভুল কোনক্রমেই মেনে নেয়া যায় না। বানান জানে না এমন লোককে টেলিভিশনে চাকুরি দেয়া ঠিক না। এই রকম লোকজন কিভাবে টেলিভিশনে চাকুরি পায় ? ডাল মে কালাই কালা হ্যায়
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৯
মো. লুৎফর রহমান বলেছেন: ডাল মে কালাই কালা হ্যায়
১৩| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৪
লেখাজোকা শামীম বলেছেন: মুহুর্তে = মুহূর্তে
পুন:প্রচার = পুনঃপ্রচার
মানুস = মানুষ
বেশী = বেশি
এখানে এই বানানগুলো ভুল। আমরা প্রায় সবাই বানান ভুল করি। বানান শুদ্ধ লেখার জন্য ছোটকাল থেকেই শুদ্ধ বানান শেখা ও চর্চা করতে হবে।
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ২:১০
মো. লুৎফর রহমান বলেছেন: নিশ্চই।
১৪| ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:৫২
লেখাজোকা শামীম বলেছেন: আমার ব্যক্তিগত মতামত হল, মিডিয়াতে যারা কাজ করে তাদের জন্য শুদ্ধ বানান শেখা ফরজ। কেননা, ভাষার ক্ষেত্রে তারাই একটি জাতিকে নেতৃত্ব দেয়। নেতৃত্ব দেয়া কোন হেলাফেলার বিষয় না।
যারা শুদ্ধ বানান শিখতে আগ্রহী তাদের জন্য কয়েকটি বইয়ের তালিকা --
শুদ্ধ বাংলা লেখা শেখার কয়েকটি বইয়ের তালিকা
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ২:১৫
মো. লুৎফর রহমান বলেছেন: কোন চীনা নাম কিংবা স্থানের কথা বাংলাদেশে সাধারণত সঠিকভাবে বলা হয় না। যেমন আমরা জিয়াং জেমিন বললেও সঠিক উচ্চারণ হবে চিয়াং চে মিন, বেজিং হবে পেইচিং, ঝু রং জি হবে চু রোং চি।
এজন্য আমি চীনা দূতাবাসকে পরামর্শ দিয়েছিলাম যারা সাংবাদিক অর্থাৎ যাদের মাধ্যমে দেশের মানুষ এসব তথ্য জানতে পারে তাদের নিয়ে দূতাবাস যেন একটি উচ্চারণ কর্মশালার আয়োজন করে।
এখন দেখছি বাংলা বানানের জন্য বাংলাদেশি সাংবাদিক (নাকি সাংঘাতিক?) নিয়ে উচ্চারণ বিষয়ে কর্মশালা করা উচিত!
লিংকের জন্য ধন্যবাদ শামীম ভাই।
১৫| ০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৭
মুহসিন বলেছেন: বেশী = বেশি
দুটোই শুদ্ধ।
০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫০
মো. লুৎফর রহমান বলেছেন: ok.
১৬| ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৯:৩৮
কানা-বাবা বলেছেন: শুধু বানান কেন, উচ্চারনও ঠিক হওয়া চাই।
nTVতে জনৈক ক্রীড়া সাংবাদিক নাশিমুল(!) হাশান(!) এর খেলার রেপোর্টগুলো শুনেছেন নিশ্চয়ই?
০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫১
মো. লুৎফর রহমান বলেছেন: দুঃখিত, শোনা হয়নি।
১৭| ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১১:৫২
লেখাজোকা শামীম বলেছেন: মুহসিন বলেছেন: বেশী = বেশি
দুটোই শুদ্ধ।
...............................................................................
এক অর্থে ঠিক আছে, কিন্তু বেশী অর্থ হল বেশধারী যেমন : ছদ্মবেশী।
তাই বেশি বানানটা ব্যবহার করাই উচিত।
০৫ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫২
মো. লুৎফর রহমান বলেছেন: উচিত। কারণ বেশ এর সাথে বেশীটা মিলে বেশি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮
ইব্রাহীমলিজা বলেছেন: মনে হচ্ছে...পুন:প্রচার-ই ঠিক...