নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নেরা সুন্দর। যার উল্টো পাশেই বাস্তবতা দাঁড়িয়ে .....

মাধবী দেবনাথ

পড়, দেখ, শোন, উপভোগ কর !

মাধবী দেবনাথ › বিস্তারিত পোস্টঃ

হাসনাহেনা

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৭:১৮

ফুলের নাম- হাসনাহেনা/হাস্নাহেনা

বৈজ্ঞানিক নাম- Cestrum nocturnum
পরিবার- Solanaceae

অন্যান্য নাম- রাত কি রাণী(হিন্দি), night-blooming cestrum, lady of the night, queen of the night, night-blooming jasmine।

হাসনাহেনা সাদামাটা ফুল, তবু কিছুতেই এড়ানো যাবে না এমনই গন্ধের জোয়ার। যেখানেই ফুটুক, জানান সে দেবেই। ওয়েস্ট ইন্ডিজের প্রজাতি। লতানো ধরণের ঝোপাল গাছ। ডালের গায়ে অজস্র সাদা সাদা তিল থাকে, এদের নাম ল্যান্টিসেল। পাতা লম্বাটে, ১৪.৪*৩-৪ সেমি, মসৃণ। বছরে কয়েকবার ফুল, গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফোটে। পাতার গোড়া বা ডালের আগায় ফুলের ছোট ছোট থোকা, সন্ধ্যায় ফোটে ও সুগন্ধ ছড়ায়। সাদাটে ফুল নলাকার, ২ সেমি লম্বা, ৫ পাপড়ি। ফল গোল, সাদা। কলমে চাষ।

অন্য প্রজাতি- Cestrum diurnum

Cestrum diurnum বুনো প্রজাতি, বাংলাদেশেও জন্মে। গাছ খাড়া, তেমন ঝোপাল বা লতান নয়। ফুলের গন্ধও কম, দিনের বেলা ফোটে।

তথ্যসূত্র- ফুলগুলি যেন কথা~দ্বিজেন শর্মা

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুতে স্বাগতম এন হ্যাপি ব্লগিং ।

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪৭

মাধবী দেবনাথ বলেছেন: ধন্যবাদ

২| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: হাসনা হেনার গন্ধে নাকি সাপ আসে?

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪৭

মাধবী দেবনাথ বলেছেন: আমার সঠিক জানা নেই। ধন্যবাদ মন্তব্যের জন্যে।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৯

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: পথ চলায় শুভ কামনা রইল।

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪৭

মাধবী দেবনাথ বলেছেন: আপনাকেও শুভকামনা।

৪| ২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৪:০৪

টাইম টিউনার বলেছেন: কয়েক টা হাস্নাহেনার ফটো এড করলে আর ভালো লাগত।

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪৮

মাধবী দেবনাথ বলেছেন: আমার সঠিক জানা নেই কিভাবে ছবি যুক্ত করে।

৫| ২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৪:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: ব্লগে হাসানাহেনার সৌরব মিশ্রিত স্বাগতম । হাসনাহেনা পরিচিতি ভাল লাগল।

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪৮

মাধবী দেবনাথ বলেছেন: ধন্যবাদ।

৬| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৫১

কয়েস সামী বলেছেন: আমার একটা হাস্নাহেনা আছে। ছোটবেলা শখ করে লাগিয়েছিলাম। আজও টিকে অাছে। সন্ধ্যা হলেই মিষ্টি সৌরভে আমাদের উঠোন বরে উঠে। কি যে মাতাল লাগে তখন!

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৯

মাধবী দেবনাথ বলেছেন: ছোটবেলায় গ্রামের বাড়িতে হাসনাহেনা ছিল। খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা।

৭| ২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

সাদা মনের মানুষ বলেছেন: রাতের বেলা হাসনাহেনার মাতাল করা সুবাস সত্যিই অতুলনীয়........ব্লগে স্বাগতম

৮| ২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

সাদা মনের মানুষ বলেছেন:

৩০ শে জুলাই, ২০১৬ ভোর ৫:১৩

মাধবী দেবনাথ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.