নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি বই পড়তে, চিন্তা করতে। লিখা-লিখি করার শখ ছিল তা মনে হয় পূরণ হবেনা!

মোনায়েম মাহাদি

ভালো লাগে বই পড়তে আর লিখতে।

মোনায়েম মাহাদি › বিস্তারিত পোস্টঃ

আরিফ আজাদ\'এর সাথে হঠাৎ সাক্ষাত

২২ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৯

একা একাই বই মেলা গিয়েছি আজ, কোনো প্রকার স্থির চিত্র তোলার লোক নাই আবার সেল্ফি তোলার অভ্যাসটাও খুব কম তাই আর তোলাই হয়নাই।

বই কিনেছি মাত্র দুটা। বেলা ফুরাবার আগে-আরিফ আজাদ, আর দ্যা পাওয়ার অব পজিটিভ থিংকিং- নরম্যান ভিন্সেন্ট পিল(অনুবাদ)। লিস্টে বইয়ের সংখ্যা অনেক তবে পরে নিলখেত থেকে আস্তে আস্তে কিনবো ভাব্লাম। আপাতত অল্প অল্প কিনলাম। অর্থ সংকটে আছি আবার পড়ার ইচ্ছাও আছে। দেখা যাক। শুনেছি বই কিনলে নাকি কেউ গরিব হয়না কিন্তু আমি আগে থেকেই গরিবের পর্যায়।

একটা জিনিস দেখলাম যেখানেই একটু গোল করে অনেক ভিড় দেখতে পাওয়া যায়, সেখানে বুঝে নিতেই হবে নিশ্চয়ই কোনো সেলিব্রেটির আনাগোনা আছে। উনাদের কে দেখলাম ডাক দিলাম না, সবার সাথেই কম বেশি ছবি সংগ্রহ করা আছে ফোনে, আর একজনের সাথে বারবার ফটো তুলার আবার আমার রুচি হয়না। যাই হোক যারা প্রথম দেখেছে তারা তুলবেই তাই আর সাক্ষাত করলাম না।

ভেবেছিলাম বের হবো তিন টার দিকে কিন্তু দুপুরের ভোজ করতে করতে সময়টা কম বেশি হয়ে গেল। প্ল্যান ছিলো অনেক দিন আগে থেকে শুধুমাত্র কারো সঙ্গ খুঁজছিলাম। ম্যাসেঞ্জারে মাঝে মাঝে টেক্সট করে জানালাম "বন্ধু চল একদিন বই মেলা গিয়ে ঘুরে আসি আর সাথে কিছু বইও কিনে নিয়ে আসি"
এভাবে অনেক বন্ধুদের বার্তাটা জানালাম কেউ রাজি হয়না। কেউবা রাজি হয়েও সময় বের করতে পারেনা। সবাই নাকি বিজি। কি আর করা! মন খারাপ হচ্ছিল। একা একা কেউ বই মেলায় যায় নাকি। আমি এতই একা?' তবে মনস্থির করেছিলাম এবার যত বাধাই আসুক বই মেলায় যাবোই।

কেউ যেতে যেহেতু রাজিনা! তাই ভাবলাম একাই যাই। শনিয়া আখড়া থেকে মোমিতা বাস ধরে ১০ টাকা ভাড়া দিয়ে চাঞখাড়পূল নেমে পড়লাম। নেমেই চাচ্ছিলাম হেটেই যাবো বই মেলা, আমি আবার খুব অলস! তাই ভাবলাম পকেটে যেহেতু টাকা'য় গরম গরম একটা ভাব আছে। ৩০টাকা খরচ করে ধরলাম একটা রিকশা'। রিকশায় উঠলাম, আহা কি শান্তি। চালক প্যাডেল এর পর প্যাডেল মারছেন আর আমি রিকশায় সুন্দর হ্বাও্য়া খেয়ে নিজেকে খুব ভালো অনুভুতি দেয়ার চেষ্টায় বিজি। ভাবছিলাম ইশ! যদি এক সুন্দরী পাসে বসা থাকত!'

আসলে এটা সব সময়ই রিকশায় একা উঠলে মনে আসে। কি আর করার চিরকুমার আমি। এজন্যই ত একা একাই যাচ্ছি।
মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম গন্তব্য। ভাড়া পরিশোধ করতে গিয়ে নিজের আলসেমির জন্য নিজেকে মনে মনে গাল্মন্দ করলাম "শালা এতটুকু পথ আসলি আর গুণতে হলো ৩০ টাকা, শালা আইলশা"

এরপর আর কি! ঢুকে পড়লাম বইয়ের রাজ্যে। ঘুরলাম স্টলে স্টলে, বই দেখলাম একটু পড়লাম। আবার একটু হাঁটলাম। এভাবেই আধা ঘন্টা কোনো রকম একাকীত্বকে গ্রাস করলাম। তাছাড়া আসেপাশে কাপল দেখে মনে কষ্টও হচ্ছিল প্রায়, কত সুন্দর সাজে রমণীদের আগমন। বই দেখবো নাকি তাদের! খারাপ নজরে নয়, তাদের সৌন্দর্যকে দেখার উদ্দেশ্যে চোখের হাল্কা এক চাহনি দিতে ইচ্ছা পোষণ করেছিলাম। যাই হোক, বই কিনায় মনোযোগ দিলাম। কিনলাম দুটো বই। আর্থিক অবস্থার ব্যাপারে আমি খুব বাজে অবস্থায়। সুতরাং যা কিনেছি তাতেই খুশি আর সন্তুষ্ট। ভবিষ্যতে আরো কিনার তৌফিক সৃষ্টিকর্তা দিবেন, ইনশাআল্লাহ্‌।

কোনো খাবার দাবার খাওয়া হয়নি সেখান থেকে, শুধু বই নিয়েই বাসায় ফিরে এলাম। কিনলাম আরিফ আজাদের বই "বেলা ফুরাবার আগে"। কোনো স্থিরচিত্র না থাকায় তার সাথেই এই ছবিটাই তুললাম।


মোট কথা একা একাই শুরু করলাম হাটা হাটি। ঘুরলাম আর বই দেখলাম। সন্ধ্যা হওয়ার পর পরই চলে আসি। বন্ধু বান্ধব আসতে চায়না, তাই একাই সব ঘুরলাম ভালো লেগেছে তানা, প্রয়োজনে গিয়েছি আবার চলেও এসেছি।

যাই হোক, বই গুলো তাহলে পড়া শুরু করা যায় কি বলেন! আপনারা কি বই কিনলেন আমাকে জানাবেন কিন্তু। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্যে। ভালো থাকবেন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫

ইসিয়াক বলেছেন: দীর্ঘ হোক পথচলা।
শুভকামনা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৮

মোনায়েম মাহাদি বলেছেন: দোয়া রাখবেন। জাযাকাল্লাহু খাইরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.