নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসি বই পড়তে, চিন্তা করতে। লিখা-লিখি করার শখ ছিল তা মনে হয় পূরণ হবেনা!

মোনায়েম মাহাদি

ভালো লাগে বই পড়তে আর লিখতে।

মোনায়েম মাহাদি › বিস্তারিত পোস্টঃ

"বেলা ফুরাবার আগে- আরিফ আজাদ" বইটি পড়ে আমার জীবনে কিছু আচ্ছন্ন ধূসরতার লাঘব।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৭

বয়স বিশে এসেছে কিছুদিন আগে। জীবনে সব থেকে পীড়া দিচ্ছে এই বয়সটা। এই বয়সে আমার হৃদয়'টা খুব তৃষ্ণার্ত যে কিনা একপশলা বৃষ্টির খোঁজে ছটফট করছে , অন্ধকারাচ্ছন্নপথের পথিক আমি। আমার অন্তর ক্ষতবিক্ষত হয়ে আছে। নিন্দুকের নিন্দায় হৃদয়ের গভীরে দুঃখবোধের প্লাবন ঘটছে। এই দুনিয়ায় চারপাশে উচু উচু দালান আর ইট পাথরের কোঠরে যে সুখ নেই তা আমি বুঝতাম। বইয়ের লেখকের কথায় - সুখ নেই বস্তুবাদী মহলের সংজ্ঞায় সংজ্ঞায়িত "বড় হওয়া" আর "নাম কুড়ানোর" মাঝে।

এই বইটা যেদিন থেকে পড়া শুরু করেছি মনে হয়েছে এইত আমি পেয়ে গেছি এক টুকরো আলো। জীবনের সঠিক গন্তব্যের দিকে মনে হচ্ছে আস্তে আস্তে ফিরে আসছি। ক্যারিয়ারের চাপে পেরেশানির ছাপ যুক্ত চেহারা-পোশাকে বয়ে বেড়ানো একটা ছেলের জন্য এই বইটা ঠিক সেই মুহুর্তে হাতে পাওয়াটা বড় সৌভাগ্যর ব্যাপার মনে হচ্ছে। এই খেল-তামাশার মধ্যে যে কিভাবে অচেতন ভাবে ঘুরে বেড়াচ্ছি তা আমার জানা ছিলনা। আমি ঠিকই সালাত,রোজা, সুন্নাত ও দান-খয়রাত করতাম কিন্তু মনের মাঝে বর্তমানের কর্পোরেট দুনিয়ার সাংগিকে আমার ছিল কতিপয় প্রশ্ন। যার জবাব আমি মাঝে মাঝে পাই আবার মাঝে মাঝে অন্য কারো যুক্তিতে পথ হারাই।


আলহামদুলিল্লাহ্‌, রিলেশনশিপের মতন একটা বিরাট জালের মধ্যে ফেসেও যাইনি। আখেরাতের চিন্তা চেতনা আমার মাথায় কাজ করতো এখনো করে তবে কিছু কিছু বাহ্যিক বিষয় বস্তুর উপরে আমার খুব দুর্বলতা অবশ্য আছেই। আমার বাবার সন্নিকটে থাকাকালীন বেশকিছু হাদিস ও ইহকাল, পরকাল সম্বন্ধে জ্ঞান নিয়েছিলাম। তার সংগ্রহ করা ধর্মীও বই সমূহ চর্চা করতাম। আমার অনেক গোপনীয় পাপ রয়েছে যা আল্লাহ্‌ প্রকাশ করেননি, যার জন্য তার কাছে আমি সব সময় ক্ষমাপ্রার্থী ও কৃতজ্ঞ।


তবে কলেজের উঠার পর আমি একটু পথ ভ্রষ্ট হয়ে গিয়েছিলাম। ব্যাপারটা এমন নয় যে আমি নিয়মিত সালাত আদায় করতাম না অথবা ইসলামিক বিষয় চর্চা করতাম না। বিষয়টা হচ্ছে আমি সারাক্ষণ অন্যান্য বিষয়ের প্রতি মনোযোগ দিতাম। যেখানে আমার সময় অপচয় সহ অনেক পাপ কাজেও জড়িয়ে পড়তাম। তাছাড়া রাত জেগে সোশাল মিডিয়া সহ মাঝে মাঝে নিজের ব্যাক্তিগত কাজে, অনেক সময় ব্যয় করতাম। যেখানে ফজরের সালাত অনেক সময় মিস হয়ে যেত, যেটা অনেক পীড়া দেয় আমাকে। এখনো সেটা হচ্ছে। পরিবর্তনের চেস্টা আমি করে যাচ্ছি। তবে এই বইটার একটা বিশেষ ভূমিকা অবশ্যই থাকবে। কারণ আজ থেকে নয় এই মুহুর্ত থেকেই আমাকে চেঞ্জ করতে হবে বলে আমি মনে করি। শুধু সালাত আদায় করে নয়, বাহ্যিক অনেক বিষয় আছে যার প্রতি আমাদের সকলের বিশেষ মনযোগী হতে হবে। আমাদের মত যুবকদের এই দ্বীন নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করতে হবে।


একজন আদর্শ মুসলিম হয়ে উঠতে চাইলে ইসলামিক চিন্তা চেতনায় আমাদের আরো মনযোগী হতে হবে। আশা করি আল্লাহ্‌ আমাকে এবং আপনাদেরকে বুঝার হেদায়েত ও তৌফিক দান করুক। আমরা যেন শয়তানের উদ্দেশ্য নিয়ে গভীর সচ্চার হই। সে সব সমই চায় আমাদেরকে উদ্ভট লজিক দিয়ে পথভ্রষ্ট করতে। আমি হার্ডলি রিকমান্ড করবো আমার বয়সের ছেলেদের এই বইটা থেকে কিছু লেসন নেয়ার জন্য। শুধু এই বইটাই নয়, মনে রাখতে হবে "কোরআন" হচ্ছে আমাদের জন্য অন্যতম একটা জীবনবিধান। তবে দুর্ভাগ্য এই আমরা সেটার বাংলা অথবা তার পরিপুর্ন অর্থ বা সংজ্ঞা বুঝার চেস্টা করিনা। আশা করি আল্লাহ্‌ সবাইকে এই বিষয়ে বুঝার তৌফিক দেবেন। সুতরাং, এখানেই ইতি টানছি জাযাকাল্লাহু খাইরান।

( এত কস্ট করে মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার মন্তব্য আশা করছি )
-ছবিটি সংগ্রহীত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.