![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাইক্রোসফট নিয়ে এলো মাইক্রোসফট লুমিয়া 640XL LET।
সফট জায়ান্ট মাইক্রোসফট নতুন স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে। স্মার্টফোনটির নাম হতে পারে মাইক্রোসফট লুমিয়া ৬৪০। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্মার্টফোনটির ঘোষণা দিতে পারে জায়ান্ট প্রতিষ্ঠানটি। তবে এরই মধ্যে স্মার্টফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়ে গেছে।
ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, ৫ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটির পিক্সেল হবে ৭২০*১২৮০ এবং তা ২৯৪ পিপিআই সমৃদ্ধ হবে।ফোনটি পিছনে ছবি তোলার জন্য থাকবে ৮.৭ মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ০.৯ মেগাপিক্সেল ক্যামেরা। প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে থাকবে কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪০০। স্টোরেজ সুবিধার জন্য এতে থাকবে ৮ গিগাবাইট মেমোরি এবং ১ গিগাবাইট র্যাম। এছাড়া থাকবে ২৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং দুইটি সিম সমর্থনের সুবিধা।
ব্রাজিলের টেলিকম সার্টিফিকেশন এজেন্সি ‘অ্যানাটেল’-এর ডাটাবেজ থেকে এই তথ্য জানা গেলেও মাইক্রোসফট এ ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি।
ডিভাইসটির মূল্য হতে পারে ২৭৫ মার্কিন ডলার। অ্যান্ড্রয়েড ও আইওসের সাথে পাল্লা দিয়ে কিছুতেই পেরে উঠছে না মাইক্রোসফট। সে কারণেই কিনা নিত্য নতুন মডেলের স্মার্টফোন এনে বাজার দখলের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
অবলম্বন: TopMobiles - মূল্য সহ আরও বিস্তারিত জানতে Visit করুন www.topmobiles.net এবং চোখ রাখুন SomeWhereinBlog এ।
সংগ্রহ - টাইমস অব ইন্ডিয়া
©somewhere in net ltd.