![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ মাটি ছিনিয়ে নিতে কত বার ঝড় উঠেছে এ মাটি ভাসিয়ে দিতে কত বার বান ডেকেছে কত যে বুকের পাজর আড়াল করে রুখল সে ঝড় কত যে শোণিত ঢেলে ঊষর মাটি প্রাণ পেয়েছে মাটিতে জন্ম নিলাম মাটি তাই রক্তে মিশেছে
সুনামগঞ্জে এসেছি এক বছর পার হয়ে গেল। ইচ্ছা ছিল হাসন রাজা সম্পর্কে একটা পোষ্ট দিব। তাঁর সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি এখানে আসার পর। তাঁর সংক্ষিপ্ত জীবনী ও হাসন রাজা যাদুঘরের কিছু ছবি সবার সাথে শেয়ার করলাম। (পোষ্টটি অনেক বড় হওয়ায় লোড হতে কিছু সময় নিতে পারে)
নামঃ দেওয়ান হাসন রাজা চৌধুরী
ডাক নামঃ হাসন রাজা
জন্ম তারিখঃ ৭ পৌষ ১২৬১ বাংলা (২১ ডিসেম্বর ১৮৫৪ খ্রিষ্টাব্দ)
উচ্চতাঃ ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)
জন্মস্থান/বসবাসঃ তেঘরিয়া (লক্ষণশ্রী), সুনামগঞ্জ (বৃহত্তর সিলেট)
পৈত্রিক বাড়িঃ রামপাশা, বিশ্বনাথ, সিলেট
মায়ের বাড়ি (নানার বাড়ি)ঃ খালিয়াজুড়ি, নেত্রকোনা (বৃহত্তর ময়মনসিংহ)
পিতাঃ দেওয়ান আলী রাজা চৌধুরী (১২০৭-১২৭৬ বঙ্গাব্দ) (১৮০০-১৮৬৯ খ্রিঃ)
মাতাঃ মোসাম্মত হুরমত জান বিবি (১২৩৫-১৩১০ বঙ্গাব্দ) (১৯২৮-১৯০৩ খ্রিঃ)
ভাইঃ দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী (১৮৩২-১৮৬৯), দেওয়ান মোজাফ্ফর রাজা চৌধুরী (১৮৫২-১৮৭৯)
বোনঃ সহিফা বানু (১৮৫০-১৯১৭)
শখঃ গান রচনা ও গানের আসর জমানো, গায়কি দল নিয়ে নৌকা ভ্রমণ, নৌকা বাইচ, ঘোড় দৌড়, কোড়া ও অন্যান্য পাখি শিকার ও পালন, হাতির সোয়ারী হওয়া এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। হাসন রাজার আর এক মজার শখ ছিল ছোট ছোট ছেলেমেয়েদের জড়ো করে রুপোর টাকা ছড়িয়ে দেওয়া। বাচ্চারা যখন হুটোপুটি করে কুড়িয়ে নিত তা দেখে তিনি খুব মজা পেতেন।
পড়াশুনাঃ বংশের নিয়মানুসারে তিনি প্রথমে আরবী এবং পরে বাংলা ভাষায় পাঠ শুরু করেন। হাসন রাজা যে যুগে জন্মেছিলেন সে যুগে মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার তত প্রচলন না থাকায় বিদ্যালয়ের পড়াশুনায় তিনি বেশিদুর অগ্রসর হতে পারেন নি। নিজে আধুনিক শিক্ষায় বেশি অগ্রসর হতে না পারলেও শিক্ষা প্রসারে তিনি উদার হাতে সাহায্য-সহযোগিতা প্রদান করতেন। সুনামগঞ্জের প্রধান ক’টি শীর্ষ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকল্পে তাঁর অফুরন্ত দান ছিল। এর মধ্যে সুনামগঞ্জ জুবিলী হাই স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য জায়গা প্রদান উল্লেখযোগ্য।
হাসন রাজার শারীরিক ধরণঃ হাসন রাজা সত্যিকার অর্থে সুপুরুষ ছিলেন। তাঁর উচু দেহ, দীর্ঘ বাহু, ধারালো নাক এবং কোকড়ানো চুল প্রাচীন আর্যদের চেহারা স্মরণ করিয়ে দেয়।
হাসন রাজার পোষাকের ধরণঃ সামগ্রিক ভাবে তাঁর পোষাক-পরিচ্ছদে ছিল আভিজ্যাত্যের পরিচয়। তিনি মখমলের চোগা, চাপকান ও জরির পাগড়ি ছাড়া বাইরে বের হতেন না। তাছাড়া লুঙ্গির মতো করে পেচিয়ে ধুতি ও হাতাওয়ালা গেঞ্জি নিয়মিত পরতেন।
জমিদারিত্ব গ্রহণঃ ১২৭৬ বাংলা (১৮৬৯ খ্রিঃ) ১৫ বছর বয়সে যে বছরে হাসন রাজার বড় ভাই ও বাবা পরলোক গমন করেন।
হাসন রাজার প্রথম রচিত বইঃ সৌখিন বাহার, রচনা কালঃ ১৮৬৫-১৮৬৯ খ্রিঃ), প্রকাশ কালঃ ১৯৩১ (প্রথম ছেলে গণিউর রাজা কর্তৃক)
হাসন রাজার দ্বিতীয় রচিত বইঃ হাসন বাহার, রচনা কালঃ ১৮৭২-১৯১৪ খ্রিঃ, প্রথম প্রকাশঃ ১৯০৭ (হাসন রাজা কর্তৃক), দ্বিতীয় প্রকাশঃ ১৯২৪ খ্রিঃ, হাসন রাজার ছেলে খান বাহাদুর দওয়ান গণিউর রাজা কর্তৃক।
গানের সংখ্যাঃ ৫৫৩। অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা হাজারেরও বেশী।
জমিদারি এলাকাঃ সিলেট ও সুনামগঞ্জ উল্লেখযোগ্য পরগণা। (পরগণা= এখনকার তিন থেকে চারটি ইউনিয়নের সমান প্রায়)। লক্ষণশ্রী (বর্তমান সুনামগঞ্জ শহরে ও আশেপাশের কয়েকটি এলাকা), মহারাম, অচিন্ত-পুর, লাউড়, পাগলা, পলাশ, বেতাল, চামতলা, কৌড়িয়া, কুরুয়া ইত্যাদি পরগণা। দেওয়ান মোহাম্মদ আজরফের মতে তিনি প্রায় ৫ লক্ষ ২৭ হাজার বিঘা জুড়ে জমির অধিকারী ছিলেন।
জীবনের উল্লেখযোগ্য ঘটনাঃ ১৫ বছর বয়সে হাসন রাজা উনার বড় ভাই ও বাবাকে হারান যে বছরে তাঁরা দুজনই ৪০ দিনের ব্যবধানে ইহলোক ত্যাগ করেন। সেই সময় থেকেই উনার আধ্যাত্মিক সাধনা ও চিন্তাধারার সুত্রপাত ঘটে এবং সেই সাথে মরমী গান লেখার শুরু। ১৮৯৭ সালে আসাম ও সিলেট জুড়ে এক বিরাট ভূমিকম্পের আবির্ভাব ঘটে। অত্র এলাকায় এর ধ্বংশলীলার ব্যাপকতার রেকর্ড এ পর্যন্ত ছাড়িয়ে যায়নি। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৮।
হাসন দর্শন সম্পর্কে রবীন্দ্রনাথঃ “পূর্ব বাংলার এই গ্রাম্য কবির মাঝে এমন একটি গভীর তত্ত্ব খুঁজে পাইঃ ব্যক্তি স্বরূপের সাথে সম্মন্ধ সূত্রে বিশ্ব সত্য।”
স্ত্রীঃ আজিজা বানু, বোরজান বিবি, সাজেদা বানু, জোবেদা খাতুন, লবজান চৌধুরী।
পুত্রঃ খান বাহাদুর দেওয়ান গণিউর রাজা চৌধুরী (১২৮৩-১৩৩৯ বাংলা), দেওয়ান হাসিনুর রাজা চৌধুরী (১২৮৫-১৩৫১ বাংলা), খান বাহাদুর দেওয়ান একলিমুর রাজা চৌধুরী (১২৯৬-১৩৭১ বাংলা) দেওয়ান আফতাবুর রাজা চৌধুরী (১৩০৩-১৩৬২ বাংলা)
কন্যাঃ রওশন হুসেইন বানু, রওসন হাসান বানু, আলী হুসেইন বানু, রওশন আখতার বানু।
মৃত্যু তারিখঃ ২২ অগ্রহায়ণ ১৩২৯ বাংলা, (৬ ডিসেম্বর ১৯২২ খ্রিঃ)
কবরস্থানঃ লক্ষণশ্রী, সুনামগঞ্জ (মায়ের কবরের পাশে, যে কবরখানা মৃত্যুর পুর্বেই নিজে প্রস্তুত করেন। )
হাসন রাজা যাদুঘরে রক্ষিত কিছু জিনিষ-পত্রের ছবি।
হাসন রাজার বাড়ি
হাসন রাজা যাদুঘরের প্রবেশ পথ
হাসন রাজা যাদু ঘরের ভেতরে
হাসন রাজার নিজের ব্যবহৃত কাঠের খড়ম
হাসন রাজার স্ত্রী লবজান চৌধুরীর ব্যবহৃত খড়ম
হাসন রাজার নিজের ব্যবহৃত চেয়ার-টেবিল
হাসন রাজার দুই পুরুষ আগে এই হুক্কাটি মক্কা শরীফ থেকে আনা হয়েছিল
হাসন রাজার পরিবারে ব্যবহৃত দুটি পিতলের কলসি
হাসন রাজার ব্যবহৃত লাঠি
হাসন রাজার ব্যবহৃত লাঠি
হাসন রাজার পারিবারিক তলোয়ার
হাসন রাজার ব্যবহৃত ঢোল
হাসন রাজার নিজের হাতে লেখা গান
হাসন রাজার নিজের ব্যবহৃত পোষাক
হাসন রাজার চায়ের টেবিলের একাংশ
হাসন রাজার নায়েব কর্তৃক ব্যবহৃত ক্যাশ বাক্স
হাসন রাজার পরিবারের পিতলের গ্লাস ও মোমদানি
হাসন রাজার কালের ছোট্ট একটি ফুলদানি
সিয়াটি(স্থানীয় নাম) হাসন রাজার সময়কার
দুধ দোহনের পাত্র
দুধ দোহনের পাত্র
হাসন রাজার পিকদানি
হাসন রাজার জমিদারি স্টেটাধীন মৌজা ম্যাপ রাখার বাক্স
হাসন রাজার পরিবারের ধান মাপার জন্য ব্যবহৃত বাটকারা
হাসন রাজার পরিবারে ব্যবহৃত দুটি বদনা
হাসন রাজার ঘরে ব্যবহৃত তামার ডেগ
হাসন রাজার পৌত্র দেওয়ান আনোয়ার রাজা কর্তৃক ব্যবহৃত গ্রামোফোন
হাসন রাজার গানের আসরের সাথী দিলারামের ব্যবহৃত পিড়ি
হাসন রাজার কনিষ্ঠ পুত্র দেওয়ান আফতাবুর রাজার ব্যবহৃত ঘড়ি
হাসন রাজার ইংরেজ নায়েব উইলিয়াম লিটল বাৎসরিক ছুটি কাটিয়ে ফেরার পথে তাঁর জন্য এই পানির ফিল্টার টি আনেন
হাসন রাজার প্রতিকৃতি
এছাড়াও হাসন রাজা যাদুঘরে আরও অনেক মুল্যবান জিনিষ-পত্র ও ছবি সংরক্ষিত রয়েছে, সুযোগ পেলে দেখার আমন্ত্রণ রইলো।
হাসন রাজা সম্পর্কে আরো জানতে ক্লিক করুন এইখানে।
তথ্যঃ হাসন রাজা যাদুঘর থেকে সংগৃহীত,
ছবি- নিজের তোলা।
২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
মহলদার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
গানের উল্লেখ করলে ভাল হতো, আসলে খুব তড়ি ঘড়ি করে পোষ্টটি দেওয়া।
২| ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
সহেলী বলেছেন: অসংখ্য ধন্যবাদ পোষ্টের জন্য ।
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৫
মহলদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২২
এস আই শান্ত বলেছেন: দৃর্লভ কিছু দেখলাম।
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৮
মহলদার বলেছেন: এগুলো আমাদের অত্যন্ত মুল্যবান সম্পদ। ধন্যবাদ আপনাকে।
৪| ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২৬
ফালতু মিয়া বলেছেন: হাসন রাজা আমার প্রিয় একজন ব্যক্তি। অনেক কিছু জানলাম। তথ্যবহুল পোষ্ট দেয়ার জন্য + প্রিয়তে
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৯
মহলদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৫| ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
রেডসিগনাল বলেছেন: পোষ্টটি খুব ভাল হয়েছে । এবং আমার খুব ভাল লেগেছে ।
শুভ্র কে আমার এই পছন্দের গানের কলি উপহার:
মৌলায় কে বানায়লো রে
হাসন রাজারে মৌলায়
কে বানায়লো রে.......................................
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩০
মহলদার বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভ্র কে?
৬| ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
মিজান_জান বলেছেন: খুব ভাল লেগেছে
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩১
মহলদার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
৭| ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪০
প্রশান্ত শিমুল বলেছেন: বানাইলো বানাইলোরে বাউলা
নামটি যে তার মাওলা.....
দেখিয়া তার রূপের ঝলক
হাসন রাজা হয়যে আউলা....
..উপরে একটু ভুল আছে..পোস্টটা ভাল অইছে..
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩২
মহলদার বলেছেন: ধন্যবাদ।
৮| ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
শেরজা তপন বলেছেন: যাদুঘরে না গিয়েও অনেক কিছু দেখা ও জানা হয়ে গেল। ধন্যবাদ আপনাকে।
পাচখানা বিয়ে করেছিলেন শুনে একটি অবাক হলাম!!
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩
মহলদার বলেছেন: আপনাকে ও ধন্যবাদ।
৯| ২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
অদ্ভুত কাজী বলেছেন: ধন্যবাদ আপনাকে
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৩
মহলদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১০| ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫১
ক-খ-গ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দৃর্লভ একটি পোষ্টের জন্য ।
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৫
মহলদার বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
১১| ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৩
িনরুপমা.কম বলেছেন: চমৎকার সব জিনিষ দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৬
মহলদার বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
১২| ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৩
রেডসিগনাল বলেছেন: সালাহ্ উদ্দিন শুভ্র,
উপরে দেখুন ।
১৩| ২১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২১
সুইট ভাই বলেছেন: মরেও শান্তি পাইবা.............. ধন্যবাদ
২১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪২
মহলদার বলেছেন: !!!!!!!!!!!!
১৪| ২১ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৫
রাজর্ষী বলেছেন: মাটিরো পিন্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন মইয়া রে
১৫| ০৯ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০১
যীশূ বলেছেন: জাদুঘরের ভিতরে ছবি তুলতে দিয়েছে?
০৯ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪১
মহলদার বলেছেন: হ্যাঁ, ওখানে ছবি তুলতে নিষেধ নেই।
১৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ২:২৬
সাজিদস্টার বলেছেন: হাসন রাজার জীবনাদর্শ নিয়া লিখলে উপকৃত হতাম
১১ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৯
মহলদার বলেছেন: সুযোগ হলে লেখা যাবে। ধন্যবাদা জানবেন।
১৭| ১৪ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:০২
ইমন জুবায়ের বলেছেন: +++++++++++++++++++
১৪ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৪
মহলদার বলেছেন: অনেক ধন্যবাদ ইমন ভাই।
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: গুড পোষ্ট
কিছু গানের নাম উল্লেখ করা যেত।