![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে বাসে ঘুমাতে পছন্দ করি। আর হ্যা, ছবি তুলতেও পছন্দ করি। flickr: http://www.flickr.com/photos/myfamilly/
আড্ডার গন্ধ পেলে আমাকে শিকল দিয়েও বেধে রাখা অসম্ভব। ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমাকে আড্ডায় উপস্হিত হতেই হবে। বলার অপেক্ষা থাকে না, বিভিন্ন আড্ডায় যাবার পথে সবচেয়ে বড় বাধা আমার সহধর্মীনি। আমি যেখানেই যাই, তারও সেখানে যাওয়া লাগবেই। আড্ডায় নিয়ে যেতে কোন অসুবিধা নাই, তবে সমস্যা হলো কোথাও গেলে খুব তাড়াতাড়ি চলে আসতে চায়, কিন্তু আমারতো ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে মনচায়।
আইরিন আপার আমান্ত্রনে গতকাল আড্ডায় যাওয়ার সময় বাসায় বলিনি আড্ডায় যাচ্ছি, অফিসে হটাৎ জরূরি কাজ পড়েছে এই কথা বলে আড্ডায় গেলাম, তবে বাসায় আসার পর ঠিকই ধরা খেলাম। তখনই খুব সিরিয়াস ভন্গিতে বললো, আমার সাথে মিথ্যা বলার শাস্তি তোমাকে আল্লাহ অবশ্যই দিবে।
রাত ১২ টার দিকে অনুভব করলাম, আমার গায়ের তাপমাত্রা বৃদ্বি পাচ্ছে। রাত আরো বাড়লে সেটা ১০২ ডিগ্রীতে পৌছালো। আর আজকে সারাদিন তো জ্বর কমলই না। এখনও জ্বর নিয়েই ব্লগ লিখছি
আমীনী যখন শেখ হাসিনাকে বদদোয়া দিলো, তখন ওটা নিয়া বিদ্রুপ করেছিলাম, এখন দেখি না, ঐটা আসলেই একটা তরিকা ছিলো।
যাইহোক এবারের আড্ডায় কিছু রথী, মথারথীদের দেখা পাবো এটা আগেই টের পেয়েছিলাম, তাই সবার আগেই আড্ডাস্হলে উপস্হিত হয়ে গেলাম, দুয়েক জনের নাম্বার ছিলো, কিন্তু কেউই স্পটে ছিলেন না। তবে আমি হতাশ না হয়ে কিছু কৃষ্ণচূড়ার ছবি তুললাম। এটাতো কৃষ্ণচূড়ার আড্ডা, তাই কৃষ্ণচূড়ার ছবিতো তুলতেই হয়।
১>
লেকের পাড় থেকে তোলা
২>
৩>
৪>
৫>
৬>
সবচেয়ে বেশী লাল ছিলো এই গাছটি
৭>
কৃষ্ণচূড়ার ছবি তুলছেন আমাদের আড্ডার হোষ্ট আইরিন আপা, পিছনে "হানি"
৮>
আড্ডাবাজরা যে যার মত করে আড্ডার ব্যাবস্হা করছে
৯>
প্রিয় ব্লগার জীশান মামা আড্ডায় যোগ দিতে এসেছেন সূদূর বরিশাল থেকে
১০>
ছাইরাজ হেলাল আংকেল, ইনিও এসেছেন বরিশাল থেকে।
১১>
অবশেষে সবাই গোল হয়ে বেসে গেলাম।
১২>
ইনি আমাদের কৌশিক দা, সপরিবারে
১৩>
অত্যন্ত খুশি রাষ্ট্রপ্রধান (ঘটনা কি )
১৪>
বৃত্তবন্দি ভাইকে দেখলাম সবসময়ই ছবি তুলছেন( পোষ্ট দেখলাম না)
১৫>
আইরিন আপাও সিরিয়ার ভন্গিতে কি যেনো তুলছেন
১৬>
বিদ্যাসাগর ভাই ও মাশাল্লাহ ট্রইপড ফিট করে ফেলেছেন।
১৭>
কৌশিক ভাইও চরম সিরিয়াস।
১৮>
আহারে ক্যামেরা, কোনটা যে আমার
১৯>
আড্ডার ফাকে হাস্যরত অনিক(কালপূরুষ) ও জীশান মামা। মাঝে আসকওয়ানমি
২০>
খেলায় ব্যস্ত কৌশিক দার কন্যা ও কন্যার মা।
২১>
ছবির মাঝখানে আমার প্রিয় ব্লগার সবাক। বামে রাজসোহান ও ডানে নাহোল। সবাক ভাইয়ের মাসুম চেহারা দেখলে বুঝা যায় না, কত ধারালো উনার লেখা।
২২>
আরেকজন ছোটবন্ধু, নামটা জানি না
২৩>
আইরিন আপা কি কারনে এত খুশী !!!
২৪>
আইসক্রীম হাতের এই লোকটি আমি। আহ কি মজাদার
২৫>
আড্ডায় বসেই চলছে ব্লগিং
২৬>
ব্লার হয়ে যাওয়া চেহারাটা আমার আরেক প্রিয় ব্লগার রেজোওয়ানা
২৭>
শ্লো শাটার কেরামতি উইথআউট ট্রাইপড
২৮>
খুব হালকা আলোয় ও চকচকে অনিকদা(এই ছবিটা ব্লগার নিদাল এর হাতে তোলা।
আড্ডায় আরো অনেকে অসেছিলো অনেকের সাথে প্রথমবার পরিচিত হলাম, ছবিতে সবার নাম নিতে পারলাম না বলে দূ:খিত।
০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪২
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩২
অনিক বলেছেন: তোমার বউ বদ্দোয়া করলেও আমরা সবাই মিলে দোয়া করছি জ্বর যেন অতি দ্রুত অজানা গন্তব্যে পালায়। ছবিগুলো চমৎকার হয়েছে। সারাজীবন ঘি দিয়ে দেশী ডিমপোচ খাবার কারণে চেহারার চকচকে ভাবটা কখনোই খসখসে হয়নি। সবই আল্লাহ্ র ইচ্ছে।
০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
জাহিদুল হাসান বলেছেন: অলরেডি ২০ ঘন্টা হয়ে গেছে এখনো সে অজানা গন্তব্যে পালায় নাই
৩| ০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৩
কক বলেছেন: জোস+++++্
০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৯
জাহিদুল হাসান বলেছেন: প্লাস পেয়ে ধন্য হলাম।
৪| ০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৭
আইরিন সুলতানা বলেছেন: সহধর্মিনীর কাছে মিথ্যে বলার শাস্তি এমন হাতে হাতে পেলেন! এক্ষুনি স্যরি বলে নিন..জ্বর কমে যাবে ... উনাকে এক গোছা কৃষ্ণচূড়া ফুল উপহার দিয়ে দিন।
০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫১
জাহিদুল হাসান বলেছেন: সকালে মিনমিন করে ক্ষমা চাওয়ার ভন্গি করলাম। বলল, ঐটা ATS ইনজেকশনের মত। তিনমাস না হলেও তিনদিনতো থাকবেই
৫| ০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৮
ফাইরুজ বলেছেন: ও ও ও আমি মফস্বলের ক্ষেত ব্লগার সারাজীবন ছবি দেখেই হা হুতাস করব।কখনো আমার ব্লগীয় আড্ডায় যাওয়া হবেনা।খুব প্রানবন্ত আড্ডা হয়েছে।তবে ভাইয়া আপনি কিন্তু ভাবিকে আড্ডায় না নিয়ে গিয়ে খুব অন্যায় করেছেন।
০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৩
জাহিদুল হাসান বলেছেন: আপনার প্রথম তিন লাইনের জন্য আপনাকে মাইনাস। শেষ লাইনের জন্য ডাবল মাইনাস।
৬| ০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪০
পারভীন রহমান বলেছেন: সব শেষের ছবিটা দাদার না (কালপুরুষদা) ?
০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
জাহিদুল হাসান বলেছেন: হুম উনি কালপুরুষদা। ১৯ নাম্বার ছবিতেও কালপুরুষ দা আছেন।
৭| ০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
বৃষ্টিধারা বলেছেন: বউ এর বদ দোয়া খুব ই খারাপ ..... বুঝলেন তো ???
আল্লাহ যেনো সব বউ কে এমন পাওয়ার দেয়- আমীন ।
০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
জাহিদুল হাসান বলেছেন: হাড়ে হাড়ে টের পাচ্ছি
৮| ০৭ ই মে, ২০১১ রাত ৮:০৫
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
আড্ডা দেয়া খুব খারাপ।
আঙুর ফল টক
০৭ ই মে, ২০১১ রাত ৮:১৮
জাহিদুল হাসান বলেছেন: আড্ডায় না আসার কারনে আপনাকে বোল্ড করা মাইনাস
৯| ০৭ ই মে, ২০১১ রাত ৮:০৬
কৌশিক বলেছেন: ++++++++++++++++++++++++++
০৭ ই মে, ২০১১ রাত ৮:২৩
জাহিদুল হাসান বলেছেন: এত্তগুলা প্লাস
১০| ০৭ ই মে, ২০১১ রাত ৮:২৪
ফাইরুজ বলেছেন: ভাবির দোয়া কাজে লাগছে।ভাবিরে বাদ দিয়ে আড্ডা?এর পর কোন আড্ডায় ভাবিরে বাদ দিয়ে গেলে আন্দোলনের ডাক দেয়া হবে।
০৭ ই মে, ২০১১ রাত ৮:২৮
জাহিদুল হাসান বলেছেন: পরের বার আড্ডায় যাওয়ার আগে ভাবীকে বাপের বাড়ি পাঠানোর বন্দোবস্ত করব। কাকপক্ষী ও টের পাবে না
১১| ০৭ ই মে, ২০১১ রাত ৮:৫৭
আসকওয়ানমি বলেছেন: আইসক্রিমের টাকা আইরিন আপা দিলেও আনতে যে গেছি, সেই কথা কেউ কয় না
যাই হোক, এক্টু উসুল হইছে । আপনারা "অরেঞ্জ" খাইলেও আমরা কয়েকজন কিন্তু চকবার খাইছি
ছবি সুন্দর হয়েছে।
সবগুলা এইখানে ([email protected]) চাই, আর নয় কিন্তু বদ দোআ
০৭ ই মে, ২০১১ রাত ৯:০৫
জাহিদুল হাসান বলেছেন: চকবার
!!! আপনাকে মাইনাস। তবে অরেন্জটাও ভালোই লেগেছে।
ছবি মেইলে পাঠাতে হলে অফিসে ডুকতে হবে, বাসার মোবাইল ইন্টারনেট
১২| ০৭ ই মে, ২০১১ রাত ৯:১২
আসকওয়ানমি বলেছেন: আপাতত দোআ রইল, যাতে সুস্থ হন। মাগার, মনে রাইখেন ......অফিসে ঢুইকাই প্রথম কাজ হইব .............
যেগুলো ব্লগে দিছেন, সেগুলো না পাঠালেও হবে। আমি কিন্তু বাকি সবগুলো চাচ্ছি .............
ধন্যবাদ
০৭ ই মে, ২০১১ রাত ৯:২৩
জাহিদুল হাসান বলেছেন: ঠিকাছে। প্রতিটা ছবির সাইজ ৬-৮ এমবি। আমি কিছুটা ছোট করে পাঠাবো।
১৩| ০৭ ই মে, ২০১১ রাত ১০:২৭
িনদাল বলেছেন: last ar pic ta mone hoy amar tola
০৭ ই মে, ২০১১ রাত ১০:৫১
জাহিদুল হাসান বলেছেন: হুম, আমার ও তাই মনে হয়। এডিট করে দিছি।
১৪| ০৭ ই মে, ২০১১ রাত ১০:৫৫
জিসান শা ইকরাম বলেছেন:
এরপর থেকে বৌমাকেও নিয়ে আসবে। বা বলে আসবে আড্ডায় যাচ্ছো।
দোয়া করি খুব দ্রত যেন তোমার জ্বর কমে যায়।
০৮ ই মে, ২০১১ সকাল ৯:৪২
জাহিদুল হাসান বলেছেন: রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। জ্বর এখন অনেকটাই কম। বৌমাকে বলে কয়ে বুঝিয়ে শুনিয়ে আসতে হবে :!> :#>
১৫| ০৭ ই মে, ২০১১ রাত ১১:০৩
ছাইরাছ হেলাল বলেছেন:
ভাল ভাবে বলে কয়ে জ্বর ছাড়িয়ে ফেলুন।
ছবি আপনি ভালই তোলেন ।
০৮ ই মে, ২০১১ সকাল ৯:৪৯
জাহিদুল হাসান বলেছেন: জ্বর এখন কম। আর ছবির কথা বলে লজ্জায় ফেললেন, আমার ছবি আহামরি তেমন কিছু না।
১৬| ০৭ ই মে, ২০১১ রাত ১১:১৭
ছোটমির্জা বলেছেন:
Allah kon ki?
Apne Amare Ful Diya pannaI.
sad.
Toy Jwor Ekhon kiram.
Jworere koissssssssssssssssssaaaaaa minus.
০৮ ই মে, ২০১১ সকাল ৯:৫৯
জাহিদুল হাসান বলেছেন: জ্বরকে কইস্যা মাইনাস। আপনার মাইনাসের ডরে জ্বর পিছুটান নিছে।
১৭| ০৭ ই মে, ২০১১ রাত ১১:২৫
িনদাল বলেছেন: আরে নাম দিতে বলসি নাকি , নাম মুছেন ।
আরেকটা কমেন্ট করসিলাম মোবাইল দিয়ে, ঔটা দেখি আসে নাই। সেইটা হচ্ছে, আমি মনে হয় আপনার 50 mm লেন্সটার প্রেমে পড়ে গেসি :#> :#>
০৮ ই মে, ২০১১ সকাল ১০:৩০
জাহিদুল হাসান বলেছেন: নাম দিলাম, কোন সমস্যা নাই। ছবিটা আসলেই চমৎকার হইছে। আর ৫০ মিমি র কথা আর কি বলবো? লো লাইটের ছবি তোলার জন্য ফাটাফাটি জিনিষ। আমার ও খুব পছন্দের জিনিষ।
১৮| ০৮ ই মে, ২০১১ রাত ১:০৯
জিসান শা ইকরাম বলেছেন:
আসলে যে কোন আড্ডা পোষ্টে কোন কোন ব্লগার যাচ্ছেন , তার নাম দেয়া উচিত। এটা বিষয় বস্তুর সাথে যোগ করা উচিত, আস্তে আস্তে।
০৮ ই মে, ২০১১ সকাল ১০:৩৫
জাহিদুল হাসান বলেছেন: হুম, যারা আড্ডায় আসেন, তারা কখনোই নিজেদের লুকাতে চান না। আসলে আমি সবার নাম মনে রাখতে পারি নাই। :#>
১৯| ০৮ ই মে, ২০১১ রাত ১:১৭
বিড়াল বলেছেন: ছবিগুলি খুব সুন্দর হয়েছে....
০৮ ই মে, ২০১১ সকাল ১০:৩৮
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই, বিদ্যাসাগর ভাইয়ের পোষ্টে আপনার ছবি দেখলাম, সেগুলাও ভালো হইছে।
২০| ০৮ ই মে, ২০১১ রাত ১:২৮
গুরুজী বলেছেন: খুব জোস
০৮ ই মে, ২০১১ সকাল ১০:৪৪
জাহিদুল হাসান বলেছেন: আড্ডায় না আসার কারনে আপনাকে মাইনাস
২১| ০৮ ই মে, ২০১১ রাত ১:৪৩
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: সুন্দর ফটোব্লগ
২ আর ৩ নং এর প্যানোরামাটা বেশী কঠিন হইছে,,,,
আপনাদের জটিল আড্ডাটা মিসাইলাম,
বেটার লাক ফর দ্যা নেক্সট টাইম
০৮ ই মে, ২০১১ সকাল ১০:৪৯
জাহিদুল হাসান বলেছেন: ধন্যবাদ ভাই। পরের বার আপনাকেও আড্ডায় চাই।
২২| ০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৫০
বিদ্যাসাগর বলেছেন: বিদ্যাসাগর ভাই ও মাশাল্লাহ ট্রইপড ফিট করে ফেলেছেন।
হা হা হা হা হা হা হা...............মজা পাইলাম..........
০৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৫৯
জাহিদুল হাসান বলেছেন:
কমেন্টের জবাবে আরো একটা এড করলাম
২৩| ০৮ ই মে, ২০১১ রাত ৮:০৯
সবাক বলেছেন: আমিতো আড্ডায় যাইনি! কার ছবি তুললেন?
০৮ ই মে, ২০১১ রাত ৮:২৬
জাহিদুল হাসান বলেছেন:
(আমার ব্লগে আপনার প্রথম আগমন, ধন্যবাদ)
২৪| ০৮ ই মে, ২০১১ রাত ৮:২২
হানী বলেছেন: দারুণ হইছে !
০৮ ই মে, ২০১১ রাত ৮:২৮
জাহিদুল হাসান বলেছেন: আপনাকে একট্রাক ধইন্যা পাতা।
২৫| ০৮ ই মে, ২০১১ রাত ৯:৫৭
সবাক বলেছেন: আমার ছবিটা চুরি করে নিয়ে ফেসবুকে দিয়ে দিয়েছি। দেখি প্রেমট্রেম কিছু একটা হয় নাকি! যদি হয়, তাইলে আইসক্রীম খাওয়ামু।
ডিএসএলআর এর কসম!!
০৮ ই মে, ২০১১ রাত ১০:১১
জাহিদুল হাসান বলেছেন: আপনাকে দেখলে দেশের ৯৫% রমনী প্রেমে পড়বে।
আপানার আরো দুই তিনটা ছবি আমার কাছে আছে। আপনার যদি কামে লাগে তাহলে আমার ইমেইলে আপনার ইমেইল এড টা দেন, আমি পাঠিয়ে দিব।
[email protected]
২৬| ০৮ ই মে, ২০১১ রাত ১০:২৭
রিয়েল ডেমোন বলেছেন: আমিযে কবে এমন জমজমাট আড্ডায় আসবো???
০৯ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:০৪
জাহিদুল হাসান বলেছেন: :!> :#>
২৭| ০৮ ই মে, ২০১১ রাত ১১:৫৪
রাষ্ট্রপ্রধান বলেছেন:
০৯ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:০৪
জাহিদুল হাসান বলেছেন: সুন্দরস
২৮| ০৯ ই মে, ২০১১ বিকাল ৩:২৫
সবাক বলেছেন: মেইল করছিলামতো। না পেয়ে থাকলে...
[email protected]
০৯ ই মে, ২০১১ বিকাল ৫:৫৮
জাহিদুল হাসান বলেছেন: বস, আমি মেইল পেয়েছি, পাঠিয়ে দিচ্ছি।
২৯| ১১ ই মে, ২০১১ দুপুর ১২:৫১
ছাইরাছ হেলাল বলেছেন:
আরও কিছু সুন্দর ছবি দেখার অপেক্ষা করছি ।
১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:০৯
জাহিদুল হাসান বলেছেন: আবার তোলা হলে আপলোড করবো।
৩০| ১১ ই মে, ২০১১ বিকাল ৫:১৫
রেজোওয়ানা বলেছেন: বাহ বাহ
১১ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:১০
জাহিদুল হাসান বলেছেন:
৩১| ১২ ই মে, ২০১১ সকাল ৭:১৫
নাহুয়াল মিথ বলেছেন: সুন্দর। বড়োই সৌন্দর্য। জাহিদুল হাসান ভাই ৪নং ছবিটা ফেসবুকে দিতে চাই। অনুমতির প্রত্যাশায় রইলাম।
( হিসাব মিলতাছে না। এই পোস্ট রাজসোহানের মন্তব্য নাই কেন )
১২ ই মে, ২০১১ সকাল ৮:৪৫
জাহিদুল হাসান বলেছেন: ভাই, শুধু ৪ নং ছবি না, যে কোন ছবিই ইউজ করতে পারেন।
ভালো থাকবেন।
রাজ ভাই তুমি কুথায়
৩২| ১৭ ই মে, ২০১১ সকাল ১০:৪৭
শুভ্র নামের ছেলে বলেছেন: আই হায় লেখা চোখে পড়ে নাই বলে মিস করসি
১৭ ই মে, ২০১১ সকাল ১১:৪৭
জাহিদুল হাসান বলেছেন: ব্লগে নিয়মিত হাজিরা না দেওয়ার কারনে আপনাকে মাইনাস। :#>
৩৩| ২০ শে মে, ২০১১ দুপুর ২:৪৬
মাহী ফ্লোরা বলেছেন: ৫ নং ছবিটা এত অসাধারন লাগছে!
২০ শে মে, ২০১১ বিকাল ৫:০২
জাহিদুল হাসান বলেছেন: আপনাকে একটা অসাধারন ধন্যবাদ।
৩৪| ১৭ ই জুন, ২০১১ রাত ১:১৬
সায়েম মুন বলেছেন: অনেক দিন পর পোষ্টটা চোখে পড়লো। পোষ্ট দেখে বুঝা যাচ্ছে সেইরাম জম্পেশ কৃষ্ণচূড়া আড্ডা হৈছে।
দুর্ভাগ্য কোন বড় আড্ডায় যোগদান করতে পারলাম না।
১৭ ই জুন, ২০১১ সকাল ১১:২২
জাহিদুল হাসান বলেছেন: হুমম আসলেই সেইরাম আড্ডা হইছিলো। আড্ডাইতে আমার খুব ভালো লাগে। পরেরটা মিস কইরেন না।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৩১
মাহবু১৫৪ বলেছেন: চমৎকার !!!!