নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহাম্মদ মাহমুদুল মাওলা

মুহাম্মদ মাহমুদুল মাওলা › বিস্তারিত পোস্টঃ

কোটা প্রথার বৈষম্য

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১:৩৯

কোটা!! কোটা!! কোটা!!
জীবনটা কোটার বেড়াজালে বন্দি।
ভর্তিতে কোটা, নিয়োগে কোটা ........ সর্বত্রই কোটা আর কোটা।

মাননীয় #প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন -- যদি পারেন জাতীয় সংসদে কোটার ব্যবস্থা করেন এবং কেবিনেটেও (মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০% কোটা)।
আমরা দেখতে চাই, আপনার কেবিনেট সদস্য ও এমপিরা এই সিদ্ধান্ত মানবে কিনা?

না, মানবে না; কখনোই না। যদি আপনার সতীর্থরা মানতে না পারে তাহলে কিভাবে লক্ষ লক্ষ মেধাবী প্রাণ তা মেনে নিবে? কেন, কেন এই লক্ষ লক্ষ মেধাবী প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছেন?

পাকিস্তানি শাসকদের বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তি পেতে আমাদের পূর্বপুরুষরা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল এবং তার বদৌলতে আমরা পেয়েছিলাম স্বাধীন ও সার্বভৌম সোনার বাংলাদেশ।

তাহলে আজ কেন তাদের জন্যই আমাদের বৈষম্যের স্বীকার হতে হবে? তাদের অবদান অবশ্যই অনস্বীকার্য। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই বলে বিশাল বৈষম্য সৃষ্টি করে, বিশাল একটা অংশকে বঞ্চিত করে তাদের পুরস্কৃত করে কী আদৌ আমরা স্বাধীনতার স্বাদ পেতে পারি বা পাচ্ছি? এই কোটার ব্যবস্থাটা হইতো একটা সীমিত আকারে হতে পারে, বিশাল বৈষম্য সৃষ্টি করে নয়।

তাই বলছি, মাননীয় #প্রধানমন্ত্রী, যদি পারেন জাতীয় সংসদে ও কেবিনেটে কোটার ব্যবস্থা করেন। আমরা দেখতে চাই, আপনার সহকর্মী ও সতীর্থরা তা মানতে পারেন কিনা! তাহলে হইতো লক্ষ লক্ষ মেধাবী প্রাণ এই বলে সান্ত্বনা পাবে যে কোটার বৈষম্য শুধু ভর্তিযুদ্ধ বা নিয়োগে নয় দেশের মাথা তথা পার্লামেন্টেও এই কোটার ব্যবস্থা রয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৭ রাত ২:১৭

সচেতনহ্যাপী বলেছেন: কোটা প্র্রথাএক বিশেষ ব্যবস্থাায়.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.