নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় লেখার মাঝেই

ঘাসফুল

ঘাসফুল › বিস্তারিত পোস্টঃ

ফ্যামিলি প্লানিং

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১২

ইংরেজিতে "ফ্যামিলি প্লানিং" বলে একটা কথা আছে। বাংলায় যার অর্থ দাঁড়ায় পরিবার পরিকল্পনা।
অর্থাৎ একটা পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে, তা ঐ পরিবারের জন্মদাতারা আগে থেকেই নির্ধারণ করবেন।
তেমনি প্রতিটি রাষ্ট্রেরও একটা ভবিষ্যৎ প্রজন্ম থাকে, যাদেরকে গড়ে তোলার পরিকল্পনা বর্তমান রাষ্ট্র পরচালকদেরই করতে হয়।
হিটলারকেতো সবাই চেনেন। ছোট বেলা থেকেই তার স্বপ্ন ছিল একটি শক্তিশালী জার্মান রাষ্ট্রের সৃষ্টি করা, যা ভবিষ্যৎ পৃথিবী নিয়ন্ত্রণ করবে।
সেজন্য সবসময়ই তিনি রাষ্টের নেতৃত্বে যেতে চেয়েছেন, যাতে তার স্বপ্ন পূরণ হয়।
রাষ্ট্রের নেতৃত্বে গিয়েই তিনি সব দিক দিয়ে জার্মান সাম্রাজ্য তৈরিতে উঠে পড়ে লাগেন। যার জন্য তিনি ২য় মহাযুদ্ধের মত ভয়াবহতম বিশ্ব বিপর্যয়ে জড়িয়ে পড়েন। তার নাৎসি বাহিনীর চমকপ্রদ সব কার্যকলাপ নিয়ে গবেষণা এখনো বিশ্বকে নাড়িয়ে দেয়।
তার কিছু প্রচেষ্টার জন্যেই বর্তমান জার্মানি বিশ্বে ভাল একটা অবস্থান ধরে রেখেছে।
কিন্তু সে বিবেচনায় যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, তাহলে ফ্যামিলি প্লানিং এর সম্পূর্ণ উল্টো দৃশ্য নজরে আসে।
যেখানে আমাদের একটা সমৃদ্ধ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার জন্য বর্তমান রাষ্ট্র ব্যবস্থাপনায় যথাযথ স্বচ্ছতা ও যুগোপযোগী কর্মপরিকল্পনার ব্যবস্থা করার কথা, সেখানে প্রতিটি পরিকল্পনাতেই মাত্রাতীত স্বেচ্ছাচারিতা লক্ষণীয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.