নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় লেখার মাঝেই

ঘাসফুল

ঘাসফুল › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধাবোধ ও সম্মান

২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৪

একটি সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, তা হল পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মান প্রদর্শন । পরমতসহিষ্ণুতা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে।
হঠাৎ ভালো লাগা থেকে গড়ে উঠা সম্পর্কগুলোতে এই ব্যাপারগুলোই সবচেয়ে প্রকট আকার ধারণ করে। যখন দুজন নিজেকে খুব কাছের মনে করতে থাকে, তখনি শ্রদ্ধাবোধ ও সম্মান ব্যাপারটা চলে যেতে থাকে।
আপনি থেকে তুমিতে পরিণত হওয়া এবং শেষে তুই তোকারি পর্যায়ে যেতে এই সম্পর্কগুলো বেশী সময় নেয়না।
এরপরেই অন্যের উপর প্রভাব খাটানো ব্যাপারটা চলে আসে।
যখন অপরজনের উপর নিজের প্রভাব খাটাতে থাকে, তখনি পরমতসহিষ্ণুতা ব্যাপারটা হারিয়ে যায়।
প্রত্যেকে নিজেকে বড় করে প্রমাণের চেষ্টায় অন্যের মতামতকে প্রায়ই আগ্রাহ্য করে। যেটা পারস্পরিক বোঝাপড়াকে তিক্ত করে তোলে।
যারফলে ধীরেধীরে ভালোলাগা ব্যাপারটা চলে যেতে থাকে এবং একসময় শূন্য হয়ে যায়।
পৃথিবীতে চাওয়া এবং পাওয়ার সমীকরণের দুপাশ কখনো সমান হয়না ।
তাই সম্পর্কের সমীকরণ গড়তে সবকিছু কম কম আশা করতে হয়।
বেশী চাওয়ার বিপরীতে অল্প পাওয়া শুধু হতাশাই বাড়ায় এবং হতাশা কখনওই সাফল্য আনেনা।
সেইজন্য দেখা যায়, অল্প আশা করা সম্পর্কগুলোই দীর্ঘস্থায়ী ও সুখের হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.