নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় লেখার মাঝেই

ঘাসফুল

ঘাসফুল › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা সমাচার

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৪

ভালোবাসার কোন রঙ হয়না।
কষ্টেরও কোন রঙ হয় না।
আনন্দ, বেদনা, হতাশা এসবেরও কোন রঙ নেই। রঙ নেই কল্পনারো। স্বপ্নেরও কোন রঙ নেই।
আসলেই মস্তিষ্কজাত কোন কিছুরই কোন রঙ নেই।
সেইজন্য এগুলা হয় সবসময় গোপন। কাউকে দেখানো যায়না, অন্যেরটাও দেখা যায়না। শুধু অনুভব করতে হয়। করে নিতে হয়।
ভালোবাসার কোন রঙ হয়না। কিন্তু যখন আপনি কাউকে ভালোবাসবেন, তখন তাকে ঘীরে গড়ে উঠা আপনার জগতটা অসংখ্য রঙের বর্ণীল ছোঁয়া মনে হবে। সেটা শুধু আপ্নিই বুঝতে পারবেন, যার আশপাশ ঘীরে এরকমটা হচ্ছে সেও না।
আবার আপনি কাউকে নিয়ে কষ্ট পেলে তার চারপাশ ঘীরে গড়ে উঠা জগতটা হঠাৎ অচেনা মনে হবে, মনে হবে সবই ঠিকই আছে, শুধু রঙের বর্ণময় ছোঁয়াটা কোথাও নেই। সেটাই হবে বিরহ।
চোখ খুলে অনেক রঙের জিনিষই দেখা যায়,
কিন্তু চোখ বন্ধ করে দেখলে সবকিছুই রঙহীন, অন্যরকম রঙের।
এই জায়গাটায় সবই একইরকম।
অন্যরকম।
(২ সেপ্টেম্বর, ২০১৬)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.