নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় লেখার মাঝেই

ঘাসফুল

ঘাসফুল › বিস্তারিত পোস্টঃ

গল্প: বন্ধু থেকে ভালোবাসা

১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৭

শামরিন এর সাথে দেখা করে গাড়িতে এসে বস্লাম।
নিপুন আমার বেস্ট ফ্রেন্ড, আগে থেকেই গাড়িতে বসে ছিলো।
ওকে নিয়েই এসেছি শাম্রিন এর সাথে দেখা করতে। আজ প্রথমবারের মত দেখা করলাম। এতদিন ফেসবুকেই আমাদের সম্পর্ক সীমাবদ্ধ ছিলো।


গাড়িতে উঠেই দেখলাম, নিপুণ অন্যপাশের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে।
আমি পাশে এসে বস্লাম, অথচ কোন নড়াচড়া নেই। ওর বাবার এই গাড়িতে করে প্রায়ই আমরা আকাশ দেখতে বের হই। প্রতিবারি ওর উত্তেজনা থাকে বেশী।
সবসময় আদ্ধাত্মিক কথা নিয়েই থাকে।
তার হাজবেন্ডকএ নিয়ে কি কি করবে, তা নিয়ে কত্ত প্লান। আর সেসব আমাকে মুখ বন্ধ করে শুনতে হত।।
আর আমাকে বলতো নিজের মত চুপচাপ কাউকে খুঁজে নিতে। ওর মাধ্যমেই পরিচয় হয়েছিল শাম্রিন এর সাথে। তিন মাসের ফেসবুক আলাপের পর আজ প্রথম দেখা।

দেখাসাক্ষাৎ শেষ। এখন নিপুনের সাথে আকাশ দেখতে দেখতে দর্শন বর্ণনা করার কথা।

অথচ সেই চটপটে মেয়েটা কেমন ঘোমরা মুখে বসে আছে, দেখতে কারই ভালো লাগবে??????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.