নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

আসিফ নজরুলের অতি বিএনপি প্রীতিঃ দরকার চক্ষুলজ্জার

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৩

আসিফ নজরুল সাহেবকে কখনোই আমি কলামিস্ট হিসেবে চিনি নি, দেশের একজন টিভি অভিনেত্রী যার পুলিশ স্বামী ছিনতাইকারিদের হাতে দুঃসাহসের সাথে লড়াই করে নির্মমভাবে নিহত হন। পরে শুনি এই অভিনেত্রী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এই স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাম আসিফ নজরুল। আসিফ নজরুল সাহেবকে এভাবেই চিনেছি। এরপর তার টুকটাক লেখা মাঝে মধ্যেই পেপার পত্রিকায় দেখতে শুরু করলাম। বরাবরই পত্রিকার কলামগুলো আমি পাঠ করে থাকি। ধীরে ধীরে দেশের একটি শীর্ষস্হানীয় পত্রিকার সুযোগের বদৌলতে আসিফ নজরুল নামটি দেশব্যাপী পরিচিতি পায়। এই পত্রিকাটি যদি তার লেখা প্রকাশের সুযোগ তাকে না করে দিত তাহলে অদৌ তাকে পাবলিক চিনতে বলে মনে হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষকের লেখায় সবসময় নিরপেক্ষতার ছায়া খুঁজতাম। আওয়ামী বিরোধী লেখায় পড়ে পড়ে একাকার হয়ে যাওয়ার পরেও আমি নিরপেক্ষতা খুঁজতাম এই কারনে যে বর্তমান সময় কলামিস্টরা সরকার বিরোধী লেখা লিখবেই কিন্তু... আবুল মকসুদ সাহেবের লেখা আমার কোনভাবেই পড়া ছাড়া পরে না। আবুল মকসুদ মকসুদ সাহেবের লেখায় সরকার তুলোধুনো হয়ে যায় কিন্তু লেখায় একটি ছন্দ আছে এবং এটা স্পষ্ট বোঝা যায় তিনি শুধুমাত্র একটি দলের সমালোচনা কিংবা সমর্থন করেন না। তিনি ঈদের দিন শহীদ মিনারে মন্ত্রী আবুল হোসেনের পদত্যাগের দাবিতে অনশন করেছেন। তখনও মনে হয়েছে আবুল মকসুদ সাহেব ঠিকই করছেন এবং মন্ত্রীর পদত্যাগ হওয়া উচিত্‍। আবুল মকসুদ সাহেবের কথায় ও লেখায় যুক্তি আছে এবং যথার্থ প্রেক্ষাপটেই সমীকরণ মিলিয়ে লিখেন। কিন্তু আসিফ নজরুল সাহেব যিনি কিনা উদীয়মান কলামিস্ট যিনি কিনা খালেদা জিয়ার বিরুদ্ধে কথা শুনলে তার গাত্রদাহ হয় তিনি অতি বিএনপি প্রীতির কবলে থেকে সরকারের তুলোধুনো করে আবার সরকারকে ভালো কিছু করার পরামর্শ দেন। সম্প্রতি নতুন মন্ত্রীসভায় যোগদানকারী ৭ জন মন্ত্রীর বিরুদ্ধে ৭টি সুন্দর ব্যাখ্যা দাড় করিয়ে তাদের ব্ল্যাক লিস্টেড করার চেষ্টা করেছেন। মন্ত্রীসভায় তোফায়েল ও মেনন সাহেব যোগদান না করায় তাদের দুরদর্শিতার প্রশংসায় বান বইয়ে দিয়েছেন। মন্ত্রীসভায় যোগদান না করায় তাঁরা নাকি রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং ব্যক্তিত্বের দিক থেকে সবচেয়ে উজ্জ্বল ব্যাক্তি। অথচ এই আসিফ নজরুলই এই দুজন মন্ত্রী হলে দুটি কালিমা লাগিয়ে দিতে পিছপা হতেন না। তিনি হাসানুল হক ইনুর বিরুদ্ধে লিখেছেন ইনি সাহেব খালেদা জিয়া কে মাইনাস টু ফর্মুলায় ফেল চরম অগণতান্ত্রিক কাজ করেছেন। যেই দেশের অধিকাংশ মানুষ অক্ষর চিনে না শুধু শিখিয়ে দেয়া 'মার্কা' চিনে সেই কতটুকু গণতন্ত্র চর্চা হয় তা আসিফ নজরুল সাহেব ক্যালকুলেশন করে বলে দিলে ভালো হত। এই দেশের অধিকাংশ মানুষ চায় পরিবারতন্ত্র থেকে দেশ বেরিয়ে আসুক। আপনার মত আসিফ নজরুলের মত মানুষেরা একচক্ষু দিয়ে উপরে এসেছেন, আপনি যেভাবে সরকারকে বাঁশ দিয়ে সরকারকে শেষলাইনে ভালো কাজ করার পরামর্শ দেন ঠিক সেইভাবে আপনাকেও আমি আমি কিছু পরামর্শ দিতে চেয়েছিলাম কিন্তু সেদিকে না গিয়ে শুধু বলবো আসিফ নজরুল সাহেব বিএনপি প্রীতি তে না গিয়ে সকলের গ্রহণযোগ্য কিছু লেখা শুরু করুন।

মন্তব্য ৫৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৯

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: তুমার মত ছাগলের আসিফ নজরুলরে মূল্যায়ন করা লাগবো না। যাও ছাগুগো লগে মিলা কাঁডল পাতা খুঁজো আবাল হাম্বালীগার।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০২

মাহতাব সমুদ্র বলেছেন: হাঃ হাঃ আওয়ামীলীগ আর ছাগু কি এক????

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৯

িফল্ড মার্শাল বলেছেন: তথ্যনির্ভর পোস্ট । জানলাম অনেক কিছু ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৭

মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৫

ভেজাল মানুষ বলেছেন: টিভি অভিনেত্রীর 8-| নাম কিতা, কইত ফারন???

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৬

মাহতাব সমুদ্র বলেছেন: আপাতত বলছি না

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৯

যুবায়ের বলেছেন: আসিফ নজরুল সম্পকে তেমন একটা জানা শোনা নেই।
একদিন রাতে ঘুম আসছিলোনা তখন একটা টক শো তো মনে হয় আসিফ নজরুল নামে কাওকে দেখছিলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৯

মাহতাব সমুদ্র বলেছেন: আসিফ নজরুল সম্পকে তেমন একটা জানা শোনা নেই।
একদিন রাতে ঘুম আসছিলোনা তখন একটা টক শো তো মনে হয় আসিফ নজরুল নামে কাওকে দেখছিলাম। চিনবেন............

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫৯

মেহেদী হাসান মানিক বলেছেন: ভাই এই দুই দল কোনদিন শেষ অইব না।আমাগোর মত সাধারণ মানুষের ভাগ্যও বদলাইব না।
আসিফ নজরুলের কি দোষ যে কোন দলকে সমর্থন করার অধিকার তার আছে সে তা করতেই পারে।তাদের কিছু হবে না।
যত বাঁশ সব সাধারণ জনগণের।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩১

মাহতাব সমুদ্র বলেছেন: খারাপ বলেন নি।।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৮

Tuhin Hasan বলেছেন: উনি সম্ভবত বিএনপি কে সার্পোট করেন

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৫

মাহতাব সমুদ্র বলেছেন: মনে হয়।।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১০

নিষ্‌কর্মা বলেছেন:
আসিফ নজরুলের উপরে রাগ এই জন্য যে উনি আম্লীগের বিরুদ্ধে লিখেন, তাই না?

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪০

মাহতাব সমুদ্র বলেছেন: অমত প্রকাশ করলাম

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৩

আতা63 বলেছেন: আসিফ নজরুলকে আপনি যেভাবে চিনেছেন বলে শুরুতে বলেছেন তার মধ্যেই আপনার দৌড় বুঝা গেছে। আসিফ নজরুল আশির দশকে সাংবাদিকতা করতেন। বিচিত্রার সাথে যুক্ত ছিলেন। তারপর বিসিএস পাশ করে সিভিল সার্ভিসে যোগ দিয়েছিলেন। পরে সে চাকরী ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। পাশাপাশি চলে কলাম লেখা। এখন আসেন টক শো তে। ইনুর সমালোচনা করায় আপনি বেশ ক্ষেপেছেন। ইনু সাহেবের নৌকা চড়ে জিতেছেন। এর আগে জামানত বাঁচাতে পারেননি কোন নির্বাচনে। আওয়ামী লীগ বা বিএনপিকে উচ্ছেদ করার অলীক চেষ্টা অনেকবার হয়েছে। সবাই ব্যর্থ হয়েছেন। ওয়ান ইলেভেনের মহারথীরাও কম চেষ্টা করেননি। সেই ইনু যদি খালেদা জিয়াকে উচ্ছেদ করতে চান এটা হাস্যকর।
''এই দেশের অধিকাংশ মানুষ চায় পরিবারতন্ত্র থেকে দেশ বেরিয়ে আসুক।''- এটা আপনাকে কে বলেছে। ভোট ত পরিবার তন্ত্র মোতাবেক দিচ্ছে। সেখান থেকে বের করে আনার মুরোদ কেউ দেখাতে পারেনি। লেখাপড়া জানা ইংরেজরা রাজতন্ত্রের পা চাটছে এখনও। স্পেন, নেদারল্যান্ডস,নরওয়ে প্রভৃতি দেশেও রাজতন্ত্র আছে। বুশ পরিবার, ক্লিনটন পরিবার আমেরিকাতে পরিবার তন্ত্রের বর্তমান উদাহরণ। কেনেডে পরিবারের পরিবারতন্ত্র সবার জানা। আমেরিকার বহু সেনেটর এবং রিপ্রেজেনেটেটিভ আছেন বংশ পরম্পরা।

''যেই দেশের অধিকাংশ মানুষ অক্ষর চিনে না শুধু শিখিয়ে দেয়া 'মার্কা' চিনে সেই কতটুকু গণতন্ত্র চর্চা হয়''-দেশের মানুষের বিরুদ্ধে এরকম আপত্তিকর কথা বলার নিন্দা জানাই। এ দেশের সাধারণ মানুষ অনেক বেশি বাস্তববাদী ও সচেতন। তারা বুঝে শুনেই ভোট দেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৭

মাহতাব সমুদ্র বলেছেন: আমি উনাকে এতবেশি চিনি না। তাকে নিরপেক্ষ লেখক হিসাবেই চিনতে চেয়েছি। আমাদের দেশের সব মানুষ কে আরও সচেতন হওয়া দরকার। মার্কা চিনে এইরকম বিশাল জনগোষ্ঠী রয়েছে বলেই এরশাদ কাগু এখন এতো আসন পায়।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৭

সবখানে সবাই আছে বলেছেন: এই লোকের আসল পরিচয় না দিয়ে আপনি যেসব কথা বলেছেন তাতে কিছুই হবে না। ঘাতক দালাল নির্মূল কমিটির জনতার আদালতে এই লোক ছিলেন গোলাম আযমের আইনজীবি, এরপরে আর কি কিছু বলা লাগে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫০

মাহতাব সমুদ্র বলেছেন: জানলাম

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৯

তামিম ইবনে আমান বলেছেন: B-)

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৭

মাহতাব সমুদ্র বলেছেন: হুম

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৫

দেশী মামা বলেছেন: @ সবখানে সবাই আছে

"ঘাতক দালাল নির্মূল কমিটির জনতার আদালতে এই লোক ছিলেন গোলাম আযমের আইনজীবি, এরপরে আর কি কিছু বলা লাগে।"

ঠিক কত পরিমানে গাঁজা সেবনের পর এই রকম নয়া ইতিহাস রচনা করা যায় ?

এই মিথ্যা তথ্যের উত্স কি আমার ব্লগের হাম্বা ইতিহাসবিদরা ? নাকি কল্কি সেবনের পর আপনার কল্পনা থেকে এই ইতিহাস বাইর হইছে ?

আসিফ নজরুল ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির একেবারে প্রথম দিককার একজন সদস্য।

অথচ কেবলমাত্র হাম্বাদের বিরোধিতা করার জন্য তারে গোলাম আজমের উকিল বানাইয়া দিলেন ?

ঠিক কয় পয়সা পেমেন্ট পাইলে এই রকম বালছাল ইতিহাস লেখা যায় ? /:)

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৪

মাহতাব সমুদ্র বলেছেন: ইতিহাসের বাইরের ইতিহাস কি বলে সেটাই আগে দেখি

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩২

আমার জীবন বলেছেন: Dirty PoliTricks :|

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৮

মাহতাব সমুদ্র বলেছেন: সহমত

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৭

আমার জীবন বলেছেন: দেশী মামা বলেছেন: @ সবখানে সবাই আছে "ঘাতক দালাল নির্মূল কমিটির জনতার আদালতে এই লোক ছিলেন গোলাম আযমের আইনজীবি, এরপরে আর কি কিছু বলা লাগে।" ঠিক কত পরিমানে গাঁজা সেবনের পর এই রকম নয়া ইতিহাস রচনা করা যায় ? এই মিথ্যা তথ্যের উত্স কি আমার ব্লগের হাম্বা ইতিহাসবিদরা ? নাকি কল্কি সেবনের পর আপনার কল্পনা থেকে এই ইতিহাস বাইর হইছে ? আসিফ নজরুল ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির একেবারে প্রথম দিককার একজন সদস্য। অথচ কেবলমাত্র হাম্বাদের বিরোধিতা করার জন্য তারে গোলাম আজমের উকিল বানাইয়া দিলেন ? ঠিক কয় পয়সা পেমেন্ট পাইলে এই রকম বালছাল ইতিহাস লেখা যায় ? /:)


=p~ =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: গাঁজা কে যে খেয়েছে তা আচরণেই প্রকাশ পাচ্ছে

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৭

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: তুমার মত হাম্বা আর ছাগু গুলান একই গোত্রীয়। কারন হইতাছে তুমরা একই জাতের প্রতিক্রিয়াশীল। আর হাম্বা গুলান ভারতীয় রাজাকার, জামাতী গুলান পাকি রাজাকার। সো তোরা একই জাতের। ক্লিয়ার?


সবখানে সবাই আছে @হাম্বাগো বিরুদ্ধে দুই একটা সত্য কইছে বইলা আসিফরে গোয়ার আইনজীবী বানায় দিলা?? আইচ্ছা, ঘাদানিক কি কওতো সোনা?? ঐটা কি জিনিস বুঝো? নাকি শুধু হাম্বালীগের আব্বারা এখন কইরছে আসিফ খারাপ, তাই বইলা দিলা? ঘাদানিক এ আসিফ এর ভূমিকা কি ছিলো তা তুমার হাম্বা আব্বাগো কাছ থিকা জাইনা নিয়ো। শোনো, গাঞ্জা , ভারতীয় রাম খাইয়া ব্লগে আইবা না।

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৩

মাহতাব সমুদ্র বলেছেন: অশ্লীল কথা দিয়ে যুক্তি খণ্ডন এইটা কেমন কথা রে ভাই?

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৩

পিওর গাধা বলেছেন: এই আসিফ নজরুল এক সময় বিএনপি কেও ফাড়তো, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? নাকি আগে টকশো/পত্রিকা কম ঘাটতেন?

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৯

মাহতাব সমুদ্র বলেছেন: কিন্তু আসিফ নজরুল সাহেব যিনি কিনা উদীয়মান কলামিস্ট যিনি কিনা খালেদা জিয়ার বিরুদ্ধে কথা শুনলে তার গাত্রদাহ হয় তিনি অতি বিএনপি প্রীতির কবলে থেক............... এটা কেন?

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৬

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: হাম্বা লীগার গুলান কি পরিমান মূর্খ, বলদা আর জঙ্গী টাইপ তার প্রমান এই পোষ্ট। শুধুমাত্র হাম্বালীগের বিরুদ্ধে কিছু সত্য কওয়ায় আইজকা আসিফরে বিম্পি ট্যাগ দেয়! তাও আবার এমন আবালে দেয় যে আসিফরে চেনেই না! হাম্বালীগারের দল। গাঞ্জা, ভারতীয় রাম খাইয়া মাথা পুরা গেছে এগুলার :(

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৪

মাহতাব সমুদ্র বলেছেন: কি আবালের মত অরথহিন কথা বলেন

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৭

চ্যাংড়া মোরগ বলেছেন: আপনার কথা শুনে সাম্প্রতিক ৭ মন্ত্রি নিয়োগের ব্যাপারে আসিফ নজরুলের বিশ্লেষন খুজে বের করে পড়লাম। এবং উনি যে একটা কঠিন মাল, সেইটা বুঝতে পারলাম।

উনার বিশ্লেষনটা তুলে দিলাম:

রাজনীতি বিশ্লেষক ড. আসিফ নজরুল একটি জাতীয় দৈনিকে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, মন্ত্রিসভার এই সম্প্রসারণ সরকার এবং আওয়ামী লীগের জন্য তেমন ফলদায়ক হবে না কয়েকটি কারণে।

প্রথমত, এটি করা হয়েছে অনেক দেরি করে; ব্যর্থতা, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে সরকার প্রায় নিঃস্ব হয়ে যাওয়ার সময়ে। বিভিন্ন গণমাধ্যমে নাগরিক সমাজের বহু মানুষ অন্তত বছরখানেক আগে মন্ত্রিসভার আশু রদবদল করা যে খুব প্রয়োজনীয় হয়ে পড়েছিল, তা বার বার ব্যাখ্যা করেছিলেন। প্রধানমন্ত্রী উল্টো জবাব দিয়ে বলেছেন, স্যুটেড-বুটেড না হলেও তার মন্ত্রিসভার সবাই দক্ষ! তারা যে অধিকাংশই আসলে অদক্ষ এবং কেউ কেউ দুর্নীতিগ্রস্ত, তা মানুষের বিশ্বাস করার যথেষ্ট কারণ এতদিনে জন্মেছে। এসব ব্যাধি এখন এতটাই গুরুতর আকার ধারণ করেছে যে, মন্ত্রিসভার বিলম্বিত সম্প্রসারণ তার নিরাময়ে কতটুকু কাজ দেবে, তা সন্দেহজনক।

দ্বিতীয়ত, মন্ত্রিসভার সম্প্রসারণে যাদের নাম সরকার প্রচার করেছিল, তাদের মধ্যে মন্ত্রিসভায় যোগ দিতে অনীহা জানিয়েছেন যে দুইজন (তোফায়েল ও মেনন), তারা রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও ব্যক্তিত্বের দিক দিয়ে সবচেয়ে উজ্জ্বল। এটি সরকারের প্রতি দল ও জোটের গুরুত্বপূর্ণ নেতাদের অনাস্থাকে প্রকট করে তুলেছে। যারা যোগ দিয়েছেন, তারা বিতর্কিত কিংবা অনুল্লেখ্য। ফলে এই সম্প্রসারণ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যেই বড় কোনো অনুপ্রেরণা সৃষ্টি করতে পারবে বলে মনে হয় না।

তৃতীয়ত, মন্ত্রিসভার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় দাবি ছিল অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত হিসেবে অভিযুক্ত ও অগ্রহণযোগ্য ব্যক্তিদের মন্ত্রিসভা এবং উপদেষ্টাম-লী থেকে বাদ দেয়া। মন্ত্রিসভার সম্প্রসারণের পর এ কাজটি অনতিবিলম্বে না করলে সরকারের সামগ্রিক গ্রহণযোগ্যতা বাড়বে না।

চতুর্থত, মন্ত্রিসভার সম্প্রসারণের ঘোষণা সরকারের বহু সিদ্ধান্তের মতো আরো কিছু বিতর্কেরও জন্ম দিয়েছে। তিনি বলেন, মন্ত্রিসভায় যারা এসেছেন, তারা সমঝোতার রাজনীতির লক্ষ্যে সরকারকে ইতিবাচকভাবে প্রভাবিত করার ক্ষমতাও রাখেন না। মহীউদ্দীন খান আলমগীর জনতার মঞ্চের সময়কাল থেকে বিতর্কিত এবং বিরোধীদলের কাছে অগ্রহণযোগ্য ব্যক্তি। হাসানুল হক ইনু অদ্ভুত ব্যাখ্যা দাঁড় করিয়ে খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করার অগণতান্ত্রিক হুঙ্কার দিয়ে বিরোধীদলের কাছে নিন্দনীয় হয়েছেন। অন্যদের মধ্যে হুইপ মুজিবুল হক ছাড়া অন্যরা জাতীয় রাজনীতির ক্ষেত্রে অনুল্লেখ্য। তবে মন্ত্রিসভার সম্প্রসারণে স্থানীয় নেতাদের অন্তর্ভুক্তি তৃণমূলের অনেক নেতাকর্মীকে খুশি করতে পারে।

আসিফ নজরুল বলেন, সরকারের এখন অনুধাবন করা দরকার, শেষ ১২-১৫ মাসে বরং প্রয়োজন দেশকে কিছুটা হলেও সুশাসন প্রদান করা। বিরোধী দল, ভিন্ন মতাবলম্বী, সাধারণ বিনিয়োগকারী, বুয়েটের বা অন্য কোনো প্রতিষ্ঠানের ছাত্রদের প্রতি কঠোর হওয়ার ঘোষণা না দিয়ে বা সত্যি সত্যিই কঠোর না হয়ে সরকার যদি দুর্নীতিবাজ, ব্যাংক ও শেয়ারবাজার লোপাটকারী এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হয়, পদ্মা সেতু ও গ্রামীণ ব্যাংক ইস্যুতে প্রাজ্ঞ সিদ্ধান্ত নেয়, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আন্তরিক আলোচনার ডাক দেয়, তাহলেই সরকারের জনপ্রিয়তা ও ভাবমূর্তি অনেকাংশে পুনরুদ্ধার হতে পারে। শেষ সময়ে মন্ত্রিসভায় অনুল্লেখ্য কিংবা বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি তেমন কোনো সুফল বয়ে আনবে না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৯

মাহতাব সমুদ্র বলেছেন: মাল ই বটে.।.।.।.।.।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫২

নাফীস কাজী বলেছেন: সবখানে সবাই আছে বলেছেন: এই লোকের আসল পরিচয় না দিয়ে আপনি যেসব কথা বলেছেন তাতে কিছুই হবে না। ঘাতক দালাল নির্মূল কমিটির জনতার আদালতে এই লোক ছিলেন গোলাম আযমের আইনজীবি, এরপরে আর কি কিছু বলা লাগে।


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ জোক্স অব দা ডে =p~ =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৬

মাহতাব সমুদ্র বলেছেন: ???????????????

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫২

লিন্কল্ন বলেছেন: ঘাতক দালাল নির্মূল কমিটি লোক কি করে রাজাকার গোলাম আযমের আইনজীবি হয়?

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৮

মাহতাব সমুদ্র বলেছেন: ঘাতক দালাল নির্মূল কমিটির লোক কোনোকালেই ছিলেন না।

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৭

সাব্বির ০০৭ বলেছেন: সত্য কথা বললেই তো লীগারদের গায়ে লাগে! এই লোকটা বিএনপি কেও ছাড় দেয় না!!! সবাই তো আর আগাচৌ এর মত পা চাটা কলামিষ্ট নয়!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৪৪

মাহতাব সমুদ্র বলেছেন: সত্য বলুক আপত্তি নাই। তবে সব দিক থেকেই সত্য বলাটা দরকার

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৯

মোঃ তানভির বলেছেন: এই ভদ্রলোক এমন এমন বাক্যে বা থিওরি বাজারে ছাইর‍্যা দেন তাতে মাঝে মাঝে মনে হয় উনারে এক নম্বর সুশীল বুদ্ধিজীবীর খেতাব দেওন লাগে।

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০৪

রকি০০৭ বলেছেন: এডা হইল হাম্বালিগার গো একটা কমন জিনিস। যদি তুমি হাম্বালিগের পক্ষে কথা বল তাইলে তুমি দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, তা যদি না কও তাইলে তুমি ছাগু, রাজাকার, দেশদ্রহি। সত্য কথা এরা বলতে পারে না আর কেও বললে তা সহ্য ও করতে পারে না। শালার ২ নাম্বার দলের ২ নম্বর সাপোর্টার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৯

মাহতাব সমুদ্র বলেছেন: বিএনপির একজন চাটুকার এর বিরুদ্ধে লিখলেই আওয়ামীলীগ হয়ে যায়???? আপনার আরও জানা দরকার, দরকার বিচক্ষনতা।।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১০

সংশপ্তক প্রতিদিন বলেছেন: আসিফ নজরুলকে যে পরিচয়ে (রোকেয়া প্রাচী'স স্বামী) আপনি চিনেন তাতেই আপনার জানা শোনার দৌড় বোঝা যায়। আসিফ নজরুলের সমালোচনা করার আগে আরেকটু জানা শোনার তদবির করেন।

মনে রাখবেন, বটতলায় আগাছা জন্মায় না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৫

মাহতাব সমুদ্র বলেছেন: আমার দৌড় কতটুকু তা মুখ্য নয়, আমি যে বিশয়ে লিখেসি তা থেকে আপনারা সরে এসেছেন, আমি একজন আসিফ নজ্রুলের একচক্ষুর কথা বলেছি, ইনি কখন বিএনপির বিরুদ্ধে লিখেন নি। প্রমান করতে পারবেন কেউ?? টিভিতে লোক দেখান দু একটি কথা বলতে পারেন.।। ইনি বিএনপি বিরধি কেউ প্রমান করতে পারবেন?????

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৩৯

বড় ঠাকুড় বলেছেন: বিএনপি আমলে আপনার বাসায় না ছিল পেপার কেনার মুরোদ, না ছিল টিভি কেনার মুরোদ, সেই আমলে যাদের বাসায় টিভি-পেপার ছিল তারা জানে আসিফ নজরুল বিএনপিকে কি ধোলাই করছে!!

আম্লীগ আমলে টিভি ও পেপার কিনে আসিফ নজরুলের কলাম পড়ার সামর্থের রহস্য কী?? বাসার কে কে আমলীগের লুট-পাটে জড়িত??

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৫৯

মাহতাব সমুদ্র বলেছেন: আমার মুরদ ছিল কি না তা আপনার বিবেচ্চ্য বিষয় নয়.।। আসিফ নজ্রুল বিএনপিকে তুলধুনো করার যে কথা বলছেন সেই সময় পাবলিক এই লক কে চিন্তই না। আজগুবি কিছু বলার আগে ভেবে দেখা উচিত ছিল।

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৮

সুখ পাখির অসুখ বলেছেন: আগাচৌ এর মত যারা দিনের শেষে হাম্বা তাদের কেই বেছে নিয়ে নিরপেক্ষতা খোঁজেন, আসিফ নজরুল এর সম্পর্কে আপনার জ্ঞান থেকে পুলকিত হলাম

আপনিও একজন কলাম পাঠক B:-/
তেলাপোকাও একটা পাখি B-)) B-))

কথা বার্তার সাইজ তো রাজাকার (ভারতীয়) মোহাম্মদ হারুন এর মত কণ্ঠ লাগছে X( X(

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০২

মাহতাব সমুদ্র বলেছেন: সুয়েজ ও একটি খাল
আর আপনিও একটা আবাল


##### আগাচৌ এর পক্ষ নিয়ে আমি কিছুই বলিনি.। কারন তিনি একচক্ষু লোক

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১০

রাহী আবদুল্লাহ বলেছেন: আসিফ নজরুল যদি হোগাচৌ'রমত ভারতীয় দালালী করতেন-তাহলে তিনি বুদ্ধিজিবী হয়ে যেতেন!

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩১

মাহতাব সমুদ্র বলেছেন: না তিনি পারতেন না.।

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৮

মুনসী১৬১২ বলেছেন: উনি অভিনেত্রী রোকেয়া প্রাচীর স্বামী....

উনার আরেক টা বিষয় লিখেন নি /:) .....

হুমায়ুন আহমেদের দ্বিতীয় বিয়ের পর শীলা আহমেদের আসীফ নজরুল সঙ্গে বিয়ে বা সম্পর্ক ছিল.. যা শীলা অনেকটা বাবার উপর জিদ করে করেছিল বলে শুনেছিলাম :| :| :-* :-*

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৪৫

মাহতাব সমুদ্র বলেছেন: এই ব্যাপার টা আমার জানা নেই।

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৪

বড় ঠাকুড় বলেছেন: -
লেখক হাম্বা বলেছেন:

আসিফ নজ্রুল বিএনপিকে তুলধুনো করার যে কথা বলছেন সেই সময় পাবলিক এই লক কে চিন্তই না। আজগুবি কিছু বলার আগে ভেবে দেখা উচিত ছিল।

=====>> ওরে আওয়ামী আবাল, আসিফ নজরুলকে দেশের শিক্ষিত সমাজ চিনে গত ২০ বছর যাবত| কইলাম না ৫ বছর আগেই তোমার লেভেল ছিল হ্যান্ড টু মাউথ| আওয়ামী আমলে লুট-পাট-চান্দাবাজীর পয়সায় ঘরে টিভি হইছে,পেপারও হইছে, নতুন টকশো দর্শক হইছো, কলাম পড়ুয়া হইছো, তাই আসিফরে তোমার কাছে নয়া নয়া লাগে!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: বড় ঠাকুর, বালছাল বলার আগে প্রমান দাও। তুমি বড় লোক হোম থিয়েটার বাসায়, আসিফের বাড়ির সাথে তোমার সরাসরি ভিডিও সংযোগ। তুমিতো চিনবাই, হুদাই প্যাঁচাল দিয়া জেতা যায় না।তোমার মত শিক্ষিত আবাল দেশে কম এ আছে.।.।.।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.