![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2
-
২০১১ সালের ডিসেম্বর মাসে হঠাৎ করেই রংপুরের ৩ তরুণ হাতে একটা উদ্যোগ নিয়ে বসলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে বিশ্বের মাঝে গুগলের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে।
এরপর আরো একজন যুক্ত হয়ে ফেসবুকে চারজনের একটি সিক্রেট গ্রুপ খুলে ফেললেন তারা যাতে এই ব্যাপারে বিস্তর আলোচনা করা যায়। তাছাড়া একজন আবার সাইপ্রাস প্রবাসী।
এই চার উদ্যমী তরুণ হলেন- রংপুরের ছেলে মাজেদুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের ছাত্র তানজিল ও রংপুর সরকারি কলেজের ছাত্র আরিফুল ইসলাম শাওন, সাইপ্রাস প্রবাসী মামুন।
যেহেতু বাংলাদেশের স্বাধীনতা ও ঐতিহ্য সম্পর্কে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার চিন্তা ভাবনায় এই উদ্যোগ, তাই একটি আন্তর্জাতিক একটি ইভেন্ট বেছে নেয়াই হবে বুদ্ধিমানের কাজ। সেই মোতাবেক বেছে নেয়া হলো ২০১২ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে।
২০১২ সালের ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুগল ডুডলের নকসা করে ফেললেন তানজিল। তানজিল মেডিকেল শিক্ষার্থী হলেও দুর্বার আগ্রহ তথ্যপ্রযুক্তির প্রতি। এর আগে বলে নেই গুগল বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপুর্ণ দিবসের লোগো তাদের হোমপেইজে ব্যবহার করে সেই দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে থাকে আর একেই বলে ডুডল।
নকসা তৈরি করে ফেলেছেন সেই চার তরুণ এখন গুগলের নিকট আবেদনের পালা। কিন্তু তারা চারজন আবেদন করলেই তো আর হবে না।তারপরেও তারা চারজন যথারীতি আবেদন করে মেইল করলেন। হাতে তখন বেশ সময় আছে।
এরপর তারা প্রচারণায় নামলেন, আর এর জন্য ফেসবুকই হলো ভরসা। নিজস্ব একাউন্ট থেকে পেজ থেকে প্রচারণা চলছে অন্যান্যদের মেইল করার। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট ব্যাপারটি বেশ আন্দোলিত করে। সবাই নিজ অবস্থান থেকে প্রচার শুরু করেন।
এরপর দেশের শীর্ষস্থানীয় কয়েকটি দৈনিক গুরুত্ব দিয়ে এই সংবাদটি প্রকাশ করে।এরপর তরুণ প্রজন্ম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডুডল করার জন্য উঠে পড়ে লাগে।
মাজেদুল ইসলাম জানান তাদের সেই উদ্যোগে সারাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাড়া প্রদান করেছে।
তিনি বলেন সেই সময় এক লক্ষের উপরে গুগল বরাবর মেইল করা হয়। কিন্তু গুগল কর্তৃপক্ষ বিশেষ কোন কারনে ডুডল করে নি। তবে গুগল কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ রেখেছে বলে জানান। তিনি জানান তক্ষন কোন কারনে তারা আমাদের আবেদন ফিরিয়ে দিলেও বিবেচনায় রেখেছিল ব্যাপারটি হয়তো আজ আমাদের এই প্রাপ্তি।
তিনি গুগলের এই সম্মাননা সকলের প্রচেষ্টার ফল বলে মনে করেন। তবে গুগলের এই চেষ্টা শুধু বাংলাদেশ ভিত্তিক সাইট হলেও এটা আমাদের এগিয়ে যাওয়ার একটি ধাপ বলে মনে করেন।
গুগলের হোমপেইজে বাংলাদেশ এবং রংপুরের ৪ তরুণের স্বপ্নকথা
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
মাহতাব সমুদ্র বলেছেন: ওকে দেখছি।।
২| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
একজন আরমান বলেছেন:
শেয়ার করার জন্য ধন্যবাদ মাহতাব ভাই।
লিঙ্ক ঠিক করে দিন।
১১ ই মে, ২০১৩ রাত ৮:৫৮
মাহতাব সমুদ্র বলেছেন: আপনাকেও
৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৬
ঘুড্ডির পাইলট বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:২৮
মাহতাব সমুদ্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।
৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
শেয়ার করেছেন তাই ধন্যবাদ।
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ।।
এবার লিঙ্ক ঠিক করে দিলাম
৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪
টানিম বলেছেন: ভালো
০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
মাহতাব সমুদ্র বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
লিঙ্ক কাজ করছে না।