নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুফান মেইল

বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা ...

মাহতাব সমুদ্র

আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2

মাহতাব সমুদ্র › বিস্তারিত পোস্টঃ

পুরো ১১ঘন্টা দাঁড়িয়ে কাজ করি, বেতন দৈনিক দুই'শ টাকা

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭

'আমি কোমর বন্ধনী দিয়ে প্যান্টের ভেতর শার্ট গুজে ফিটফাট বাবু সেজে 'বসুন্ধারা সিটি'র এয়ার কন্ডিশন শোরুমে বসি। স্যরি বসার কথাটা মিথ্যা। একটানা ১১ ঘন্টায় দাঁড়িয়ে থেকে কাজ করি। আর দিন শেষে বেতন পাই দৈনিক ২০০ টাকা। এ জন্য আমাকে টানা ৩০ মিনিটও বসতেও দেয়া হয় না। আমি অনার্স পাশ করে ঢাকা শহরে একটা চাকুরির সন্ধানে যখন ঘুরে বেড়াচ্ছিলাম ঠিক তখুনি এই চাকুরিটা পাই।'



কথাগুলো একজনের মুখ দিয়ে বের হলেও এই কথাগুলোই হাজার তরুণের/তরুণীর বুকের ভেতরে্র আর্তনাদ এর শব্দ। অবিশ্বাস্য হলেও সত্য রাজধানীর প্রাণকেন্দ্রে বসুন্ধরা সিটি সহ অসংখ্য ছোট ছোট শপিংমল গুলোর সেলসম্যানদের বেতন কাঠামো খুবই নিম্ন মানের। এইসব শপিং মলের শোরুম প্রতিদিন ২০০টাকা ভিত্তিক অথবা মাস শেষে ৫ হাজার কিংবা বায়ান্ন'শ টাকা বেতন দেয়া হয়। যে যোগ্যতা চাওয়া হয় তাতেই এই বেতনের অর্ধেক টাকা চলে যায়। মলগুলোতে চাকরী যারা করে তাদের স্মার্ট হতে হয়, শার্ট কুচকানো থাকলে সমস্যা, শরীরে ফ্র্যাগ্রান্ট থাকা অধিকাংশ ক্ষেত্রেই আবশ্যিক।



এবার আসি কাজের সময়ের কথায়, রাজধানীর শপিং মলগুলোর মোবাইল এক্সেসরিস, প্রসাধন সামগ্রী, কাপড়, লেদার এক্সেসরিস, প্যান্ট শার্টের শোরুম এ যারা কাজ করে তাদের অধিকাংশ ক্ষেত্রেই শো রুমে দাড়িয়েই কাজ করতে হয়। এই ব্যাপারটা বেশি লক্ষ্য করা যায় ফ্যাশন ডিজাইনের শোরুম গুলোতে। ঢাকা্র অনেক নামীদামী ফ্যাশন ডিজা্নের প্রতিষ্ঠান গুলো তাদের আলোঝলমলে শোরুম গুলো্তে নিয়োগ দেয় অসংখ্য স্মার্ট ছেলেমেয়েদের। আর এদের বেতন সেই নামের বেতন। অথচ এইসব ছেলেমেয়েদের খাটিয়ে নেয়া হয় ১১ ঘণ্টার উপরে। যে ছেলেমেয়েরা মে দিবসের মহান শিক্ষা নিয়ে পড়াশোনা শেষ করে আসছে কিংবা উচ্চতর পড়াশোনা চালাচ্ছে তারা বাধ্য হয়েই সেই শিক্ষা বিসর্জন দেয়। যেখানে প্রয়োজন কজের-সেখানে একটা কাজ পেলেই যথেষ্ঠ ভেবে নিরবে কাজ করে যায় এই সকল ছেলেমেয়েরা। আর সেই সরল সুযোগটাকে কাজে লাগিয়ে কোটিপতি হয় প্রতিষ্ঠান গুলো। কখনো কোন গণমাধ্যমের চোখে পড়ে না এই ভদ্রোচিত নির্যাতনের ছবি।



আমাদের সমাজের উচ্চঘরের মানুষদের শপিংয়ের ব্যাগের ভেতর চলে যায় তথাকথিত চাকুরের আর্তনাদ। চোখে পড়ে না না পড়ারই কথা। সামনে আসছে মে দিবস। মে দিবস কে নিয়ে সোচ্চার হবে সংগঠন গুলো। তাদেরও চোখ এড়িয়ে চলে যাবে ঢাকার বিপনীবিতান গুলোর এইসব হাজার হাজার চাকুরেদের।









মন্তব্য ৫৮ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বোকামন বলেছেন: চোখে পড়ে না !!!
না পড়ারই কথা ......

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

মাহতাব সমুদ্র বলেছেন: হুম। এটাই যেন রীতি।।

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

টানিম বলেছেন: হুম। দেশে জবের অবস্থা ভালো না । কি করবেন বলেন ????

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

মাহতাব সমুদ্র বলেছেন: ভালো না জন্যই সুযোগসন্ধানীরা চান্স নিচ্ছে

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২

আহলান বলেছেন: ভাই টেকনিক্যাল হ্যান্ড ছাড়া উন্নতি প্রায় অসম্ভব। আমার এক বন্ধু একটি টেইলার্সের দোকান দিয়েছে। কিন্তু টেইলার মাষ্টরদের ভাব ভঙ্গি দেখে ভিমরি খাওয়ার যোগাড়। ৮ থেকে ১০ হাজার টাকার নিচে তারা রাজীই হয় না, অথচ সবাই আন্ডার এসএসসি পাশ ..... কি করবেন বলেন? শুধু সার্টিফিকেট দিয়ে কাজের দিন ক্ষতম ......

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

মাহতাব সমুদ্র বলেছেন: এটাও ফ্যাক্ট বটেঃঃঃ

৪| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

কালোপরী বলেছেন: :(

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

মাহতাব সমুদ্র বলেছেন: কালোপরী

৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :( /:)

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

মাহতাব সমুদ্র বলেছেন: দুঃখের

৬| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

অচিন.... বলেছেন: :( :(

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

মাহতাব সমুদ্র বলেছেন: .।।।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

রিফাত হোসেন বলেছেন: একটা বেসরকারী শক্তিশালী ইউনিয়ন দরকার । :) ৮ ঘন্টা কাজের মধ্যে ৪ ঘন্টের পর বিরতি । আর পানি পানের বিরতি ২ ঘন্টা অন্তর ।

১০ হাজার সর্ব নিম্ন বেতন স্কেল । বছর প্রতি বেতন মূল্যায়ন । ৮ ঘন্টার অতিরিক্ত কাজ করলে অতিরিক্ত শারীরিক পারিশ্রমিক প্রদান । ৯ ঘন্টা মতান্তরে ১১-১২ ঘন্টার অতিরিক্ত কর্ম ঘন্টা নিষিদ্ধকরন ।
বছরে ২ বার বোনাস নিশ্চিত করন । বছরে ২৬ দিন বা ২০ দিন বাধ্যতামূলক ছুটি প্রদান অবশ্য চাইলে প্রতিষ্ঠান পেইড ছুটি দিতে পারে । সপ্তাহে ৫ দিন মতান্তরে ৬ দিনের অতিরিক্ত কাজ করা যাবে না ।
রাতের শিফট এ ডাবল মতান্তরে অতিরিক্ত মজুরী প্রদান , নাইট শিফট রাত ১০ টা মতান্তরে ১২ থেকে ভোর ৬ টা পর্যন্ত কাউন্ট হবে ।

সকল বেসরকারী প্রতিষ্ঠান সেক্টর ভিত্তিক বিভিন্ন সর্বনিম্ন বেতন স্কেলে বিভক্তিকরন । এরপর কোম্পানী যদি বাড়তি অতিরিক্ত সেবা দিতে অঙ্গিকারবদ্ধ হয় তাহলে শ্রমিক বা কর্মচারী সুবিধা পেতে পারে । স্বাস্থ্য সেবা , যাতায়াত খরচ, অতিরিক্ত বোনাস, থাকা খাওয়া সুবিধা, টিফিন সময় পরিশোধ বা খাবারের বিল প্রদান ইত্যাদি ইত্যাদি ।

এসবের জন্য আরেকটা জাগরন দরকার । :) একটা ম্যাসিভ আন্দোলন দরকার । শুধু গার্মেন্টস সেক্টর নয় বরং সব কর্ম ক্ষেত্রকে একসাথে যোগ করে একটা স্ট্রীমে ফেলে দিয়ে ইউনিয়ন গড়ে তোলা দেশ ব্যাপী !

যদিও এটি সম্ভব না, দেশের রাজনীতিরই ঠিক নাই আর বেসরকারী বৃহত ইউনিয়ন !
তবে স্বপ্ন দেখতে পারি, চেসও করতে পারি, যদি থাকেন সাথে । কিন্তু সবার কাছে তথ্য পৌছাব কিভাবে,সেটার একটা সহজ পদ্ধতি হল ইন্টারনেট । চাইলে তো পোস্টার নিয়ে সবাইকে জানান দেওয়া যায় না দর্জায় দরজায় ।
কিন্তু সরকার তো ইন্টারনেট এর বিস্তৃতী দূরে থাক মোবাইলের কাভারেজ দিতেই হিমশিম খায় । :(

:) তবে আশা রাখি । একদিন না একদিন পরিবর্তন হবে ।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৪

মাহতাব সমুদ্র বলেছেন: আশা রাখি । একদিন না একদিন পরিবর্তন হবে ।

৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

চোরাবালি- বলেছেন: এই সব বাদ দিয়ে গার্মেন্টেসে কামলা দে মাসিক ৩৬০০টাকা বেতনে ৫বছর পর ইনশাল্লাহ বেতন হবে ৩৬হাজার। তাতে দেশের প্রাণ গার্মেন্টস শিল্প শিক্ষিত লোক পেয়ে দ্রুত উন্নতি উন্নয়ন ঘটাতে পারবে স্থবিরতা থেকে। ওহ আমাদের দেশের শিক্ষিতে লোকেরা আবার গার্মেন্টেসে কামলা দিতে পচ্ছন্দ করে না। তাদের চাই ফিট ফাট পরিবেশ।
বর্তমান নিয়ে চিন্তা করে তারা ভবিষ্যত নিয়ে না।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

মাহতাব সমুদ্র বলেছেন: আপনার প্রস্তাব বিবেচনায় নিলাম

৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:




:( আসলেই চোখে পড়ে না ! না পড়ার এই কথা ... ... ঝলমলে এসব হাইরাইজ শপিং মলের আলোয় যে আমাদের চোখ ধাধিয়ে যায়!

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

মাহতাব সমুদ্র বলেছেন: আসলেই চোখে পড়ে না ! না পড়ার এই কথা ... ... ঝলমলে এসব হাইরাইজ শপিং মলের আলোয় যে আমাদের চোখ ধাধিয়ে যায়!

১০| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আসলে বিষয়টা আগে জানতাম না!
এগুলো যেমন মাথায় আসে নাই আগে তেমন চোখও এড়িয়ে যায়!
:( :(

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

মাহতাব সমুদ্র বলেছেন: এগুলো যেমন মাথায় আসে নাই আগে তেমন চোখও এড়িয়ে যায়!

১১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

রহস্যময়ী কন্যা বলেছেন: আসলে দেখে বুঝাই যায়না।তাই এভাবে ভাবাও হয়নি কখনো......... :(

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

মাহতাব সমুদ্র বলেছেন: এবার থেকে ভাবতে শিখুন

১২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

একজন আরমান বলেছেন:
কি আর বলবো রে ভাই?
এই সমস্যায় তো আমিও আছি। :(

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

মাহতাব সমুদ্র বলেছেন: তাই নাকি??

১৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

গোবর গণেশ বলেছেন: রিফাত ভাই, আপনার মন্তব্যটা হৃদয়াকর্ষক বটে; কিন্তু ভাই......... ভয় হয়, শেষে না আবার অর্ধচন্দ্র খাই।

কাঠ খড় পুড়িয়ে দুধ জ্বাল করলেন আর সর টা খেয়ে নিল আরেকজন।

১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

মাহতাব সমুদ্র বলেছেন: ঘটনা সত্য

১৪| ১০ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মর্মস্পর্শী।

পোস্টে +++++

১৫| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

ইকবাল১৫০২ বলেছেন: হরতাল নিশ্চয় আপনাদের অবসর পেতে সাহায্য করছে।

আপনার অবগতির জন্য জানাচ্ছি আর একটা গ্রুপ আছে যারা আপনার মতো বা আপনার চেয়েও শোষণের শিকার তারা হলো ‘ এনজিও তে কর্মরত’। এনজিও অন্যদের অধিকারের কথা বললেও নিজেদের কোন ট্রেড ইউনিয়ন নেই।

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

মাহতাব সমুদ্র বলেছেন: এই জিনিস্টা নিয়েও আমাদের বলতে হবে।। ধন্যবাদ আপনাকে।

১৬| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

শিপু ভাই বলেছেন:
অমানবিক একটা বিষয় সুন্দর করে তুলেধরেছেন। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করছি!!!

+++++++++++

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

মাহতাব সমুদ্র বলেছেন: থ্যঙ্ক ইউ শিপু ভাই।।

১৭| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কি আর করবেন ভাই ??

গরীব দেশের গরীব মানুষ আমরা ।

১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৬

মাহতাব সমুদ্র বলেছেন: কিছুই করার নাই??

১৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩

এস বাসার বলেছেন: সত্যিই তো এটা নিয়ে কখনো ভেবে দেখিনি!!!

চরম বৈষম্যমূলক এই সমাজে সব জায়গাতেই এত নিষ্ঠুরতা কেন???

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

মাহতাব সমুদ্র বলেছেন: হুম

১৯| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১

কৈশর বলেছেন: এই সব বাদ দিয়ে গার্মেন্টেসে কামলা দে (ঠিক)

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

মাহতাব সমুদ্র বলেছেন: ঘটনা ঠিক

২০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

আশফাক সুমন বলেছেন: রিফাত হোসেন বলেছেন: একটা বেসরকারী শক্তিশালী ইউনিয়ন দরকার । :) ৮ ঘন্টা কাজের মধ্যে ৪ ঘন্টের পর বিরতি । আর পানি পানের বিরতি ২ ঘন্টা অন্তর ।

১০ হাজার সর্ব নিম্ন বেতন স্কেল । বছর প্রতি বেতন মূল্যায়ন । ৮ ঘন্টার অতিরিক্ত কাজ করলে অতিরিক্ত শারীরিক পারিশ্রমিক প্রদান । ৯ ঘন্টা মতান্তরে ১১-১২ ঘন্টার অতিরিক্ত কর্ম ঘন্টা নিষিদ্ধকরন । --------


স হ মত ।

২১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

লিন্‌কিন পার্ক বলেছেন: :( :(

২২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩২

বোকামানুষ বলেছেন: :( :(

২৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১০

ঘুড্ডির পাইলট বলেছেন: এখন দেখতাছি অশিক্ষিতদেরই ইনকাম বেশি ! ১০ হাজার টাকার কমে ড্রাইভার পাইবেন না , ২০০০/৩০০০ টাকার কমে বুয়া পাইবেন না ! রিসকা অলার নাকি মাসে ইনকাম ১২০০০ টাকার উপ্রে শুইনা বিশ্বাস হইতে চাইবো না । তারপরও ঘটুনা সইত্য ।

১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

মাহতাব সমুদ্র বলেছেন: ঘটনা সত্য

২৪| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১

প‌্যাপিলন বলেছেন: মাস্টার্স দিয়েই একটা প্রতিষ্ঠানে ঢুকলাম। বেতনের কথা নাই বললাম, কারণ অভিজ্ঞতা দরকার। চাকুরির প্রধান শর্ত ছিল প্রথম মাসে কোন ছুটি পাবনা, ভেবেছিলাম কথার কথা, কিন্তু বাস্তবে তাই হলো- পুরো মাসটি ছুটি ছাড়া কাজ করতে হলো। পহেলা বৈশাখেও ছুটি নাই। কাজ বা কাজের চাপ বলতে কিছু ছিলনা। কিন্তু ঐ যে শোষন করার মধ্যে অপার আনন্দ ভোগ

আমাদের দেশে যদি আইনের শাষন ও প্রয়োগ পুরোপুরি শুরু হয়, তাহলে মনে হয় ব্যবসায়ীদের বেশিরভাগই জেলে থাকবে, নয়তো ব্যবসা গুটিয়ে নিবে

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৩

মাহতাব সমুদ্র বলেছেন: এমনই তো দেখতেছি।।

২৫| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

মেশকাত মাহমুদ বলেছেন: পরিস্থিতির আদৌ পরিবর্তন হবে বলে মনে হয় না।হয়তোবা মুদ্রাস্ফীতি যখন আরো তিনগুন হবে তখন এই ভাই বোনদের বেতন বেড়ে বড়জোর দেড় থেকে দুইগুণ হবে।মানে ৮০০০-১০০০০ যা গারমেন্টসের একজন সুয়িং অপারেটর, একজন অটোরিকশাচালক বা ফুটপাতের একজন দোকানদারের তুলনায়ও অনেক কম।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

মাহতাব সমুদ্র বলেছেন: ঠিক বলেছেন।

০২ রা মে, ২০১৩ রাত ৮:৫২

মাহতাব সমুদ্র বলেছেন: একমত

২৬| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

আশিকুর রহমান অমিত বলেছেন: আমাদের বিরকতকর প্রশ্নের উত্তর দিয়ে যায় তারা ! যে কোন কমপ্লিন সাধের চাকরী টা খেয়ে ফেলবে যে

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

মাহতাব সমুদ্র বলেছেন: আসলেই তাই।।

২৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: শ্রমআইন এখানে অকার্যকর? শ্রমআইন এ তো ৮ ঘন্টার বেশি কাজ করানোর কথাই না । অথচ এদেরকে ১লা মে তেও হয়তো এভাবেই ১১ ১২ ঘন্টা কাজ করতে হবে ।

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

মাহতাব সমুদ্র বলেছেন: া তো অবশ্যই

২৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমি নিজেই একটা শপিং মলের একাউন্টস এ ১ বছর কাজ করেছি । সকাল ৮/৯ টা থেকে রাত ৮.৩০/৯ টা , আর ঈদের আগে তো রাত বারোটা । অনেক কষ্ট ভাই ।

০২ রা মে, ২০১৩ রাত ৮:৪৬

মাহতাব সমুদ্র বলেছেন: হুম। আমার এক বন্ধু এই কাজ টা করে আর রাতে এসে বলে...

২৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

জিয়া চৌধুরী বলেছেন: এই চাকুরীও করেছি।

বেচে থাকার জন্য অনেক কিছুই করতে হয়।

০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

মাহতাব সমুদ্র বলেছেন: তা করতে হয়...

৩০| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

নতুন বলেছেন: :(

০৭ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৪

মাহতাব সমুদ্র বলেছেন: হুম

৩১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

দি সুফি বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.