![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কে...আসলেই নিজেকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে যাই। আমি আসলে কে আমি জানিনা ফেসবুকে- facebook.com/mahatab.hossain2
খুব ছোটতে তখন স্কুলেও যেতাম না, তবু সেই সময়ের কিছু স্মৃতি সৌভাগ্যক্রমে আমার মস্তিস্কে স্থান করে নিয়েছে। আমাদের পাশের উপজেলা সৈয়দপুর, আমার চাচার বাসা। তো আমাদের বড় কোন আনন্দের ঘটনা হলো চাচার বাসায় বেড়াতে যাওয়া।
বছরে এই বিশাল আনন্দের ব্যাপার ঘটতো তিন থেকে চার বার। সেই সময় সেখানে যাওয়ার একটা শাটল ট্রেন ছিল। যেহেতু রেল কারখানা সেহেতু পার্বতীপুরের চাকুরীজীবিদের জন্য এই শাটল ট্রেন। অনেক ভোরে উঠে মা খাবার তৈরি করতো।
এরপর আমাদের উঠিয়ে দ্রুত জামাকাপড় পরিয়ে রওনা হতো। সবচেয়ে বড়কথা হচ্ছে চাচার বাসা বেড়াতে যাওয়া যতটা না আনন্দের তার চেয়ে কষ্টের ছিল একদিনের বেশি সেখানে থাকা। একবার মা বড়ভাই, বোন সহ গেছে সেখানে বেশ কয়েকটা জরুরী কাজের জন্য কিন্তু আমার জ্বালাতনে মা একদিনের মাথায় ফিরে এলেন।
একদিন ঘুম থেকে উঠে দেখি 'মা' পাশে নেই। আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। কারন আমার ঘুম ভাঙ্গানোর মহান দায়ীত্ত্ব পালন করতেন আমার মা। ঘুম উঠে মা কে না দেখার পর আমার তারস্বরে কান্নায় এলাকাবাসী ভীড় করে আমাকের বোঝানো হয় যে মা কিছুক্ষনের মধ্যেই ফিরে আসবেন।
মা দুপুরের মধ্যেই ফিরে আসে। আমি মায়ের উপর ঝাপিয়ে পড়ে খামচাখামচি শুরু করে দেই একই সাথে কান্না। মা বোঝালেন বড় ভাইকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলেন। আর কথা দিলেন যে কোনদিন আমাকে রেখে কোথাও যাবেন না।
আমার এসএসসি এবং ইন্টার পরীক্ষার সময় মা অনেক কষ্ট করেছেন। রাত জেগে চা করে দিতেন। আমি একা ঘরে পড়ি। কখনো জোরে জরে কখনও আসতে। পড়ায় ধ্যানমগ্ন অবস্থায়। হঠাত পিছনে তাকিয়ে দেখি মা বসে আছেন। রাত আড়াইটা তিনটা অথচ মা ঘুমান নি।
আজ মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস। মাকে ঘিরে একটি কথা বুকের মাঝে জমে আছে, মাকে রেখে অনেক দুরে আছি 'মা তোমায় কত ভালোবাসে তোমার সন্তান তুমি জানবে না'
পত্রিকা লিঙ্ক- 'মা তুমি যেটা জান না'
১২ ই মে, ২০১৩ দুপুর ২:৪৫
মাহতাব সমুদ্র বলেছেন: জানা ছিলনা।। ধন্যবাদ
২| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:৫৫
s r jony বলেছেন: মা তোমায় কত ভালোবাসে তোমার সন্তান তুমি জানবে না'
১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৭
মাহতাব সমুদ্র বলেছেন: হুম
৩| ১২ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
মাগো !!!
১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
মাহতাব সমুদ্র বলেছেন: আমার মা
৪| ১২ ই মে, ২০১৩ বিকাল ৫:১২
রহস্যময়ী কন্যা বলেছেন: মা তোমায় কত ভালোবাসে তোমার সন্তান তুমি জানবে না'
১২ ই মে, ২০১৩ রাত ৮:০৬
মাহতাব সমুদ্র বলেছেন: হুম
৫| ১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
কালোপরী বলেছেন:
১২ ই মে, ২০১৩ রাত ৯:৫১
মাহতাব সমুদ্র বলেছেন: hum
৬| ১২ ই মে, ২০১৩ রাত ৮:৫২
ঘুড্ডির পাইলট বলেছেন: মা তোমায় কত ভালোবাসে তোমার সন্তান তুমি জানবে না'
১২ ই মে, ২০১৩ রাত ১০:০১
মাহতাব সমুদ্র বলেছেন: হুম
৭| ১২ ই মে, ২০১৩ রাত ১০:১৪
আমিনুর রহমান বলেছেন:
সব মায়েরা ভালো থাকুক।
১৩ ই মে, ২০১৩ সকাল ১১:৪৩
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো থাকুক সব মায়েরা
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
শীলা শিপা বলেছেন: মা তোমায় কত ভালোবাসে তোমার সন্তান তুমি জানবে না
ভালো লাগল খুব...
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯
মাহতাব সমুদ্র বলেছেন: ভালো থাকুক সব মায়েরা
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৩ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: মা দিবস পালন কিন্তু আজকে থেকে শুরু হয়নি। শুনলে অবাক হবেন যে, প্রায় ৬০০০ বছর আগেও মানুষ মাকে দেবী হিসেবে পূজা করতো।প্রাচীন গ্রীকরা ‘সিবেল’ এর জন্য উৎসব পালন করতো। আর এই সিবেল কে জানেন? সিবেল হচ্ছে, সকল দেব-দেবীদের মা। প্রাচীন রোমানরাও মা ‘সিবেল’এর পূজা করতো।ক্যাথলিক খ্রিস্টান দেশগুলোতে মা দিবস পালন করা হয় মাতা মেরীর জন্মদিনে। আর মুসলিম দেশগুলোতে দিনটি উৎযাপন করা হয় মহানবী মুহাম্মাদ (সঃ) এর কন্যা ফাতেমা’র জন্মদিন অনুসারে।
বলিভিয়ার স্বাধীনতা যুদ্ধের সময়, ১৮১২ সালের ২৭ মে করনিলা নামক এক জায়গায় এক ভীষণ যুদ্ধ সংগঠিত হয়। আর সেই যুদ্ধে অংশ নিয়েছিল বলিভিয়ার অনেক বীর নারীও। আর যুদ্ধে সেই নারীদেরকে স্প্যানিশরা নিষ্ঠুরভাবে হত্যা করে।
নেপালে একদিন-দুইদিন না, টানা ১৫ দিন চলে মায়ের জন্য উৎসব।