![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়া বাংলা শব্দকোষে প্রথম দিকে বেশ কিছু শব্দ এন্ট্রি করে রেখেছিলাম। কী কী শব্দ ছিল তা প্রায় ভুলে গেছি। পোস্টগুলা দেখতে হলে ম্যানুয়াল পদ্ধতিতে পেজ খুলে খুলে দেখতে হয়। বিশাল ঝামেলা। ঝামেলা এড়ালে আবার রিপিটেশন হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সার্চ ইঞ্জিন চালু না হলে খবর আছে।
যাই হোক খুঁজে দেখলাম বিলা শব্দটা নাই। বেশ, বিলা মানে কি? বিড়াল>বিলাই>বিলা?
না তো হওয়ার নয়। কোথায় আগরতলা আর কোথায় চকির তলা।
বিলা তাহলে কোন ভাষার শব্দ? সাধারণত, নেশাভাং খাওয়ার পর বিলা হয়ে যাওয়ার রেওয়াজ আছে। প্রেমে পড়েও অনেকে বিলা হয়ে যায়। বিলা জিনিশটা তাহলে কি আউলা হয়ে যাওয়া থেকে প্রবাহিত হয়েছে?
এই শব্দের অর্থভেদ দেখি ভীষণ কঠিন।
২| ২৯ শে মে, ২০০৭ রাত ৮:২৬
মাহবুব মোর্শেদ বলেছেন: বাক্য গঠন ভাল হয়েছে। কিছু শব্দ দিয়েন তো।
৩| ২৯ শে মে, ২০০৭ রাত ৮:৫৫
বাংলার মানুষ বলেছেন: সমরেশ মজুমদারের কালপুরুষ ও কালবেলা বইয়ে আমি প্রথম বিলা শব্দটা পাই। বইটা পড়ে মনে হয়েছিল বিলা মানে ঝামেলা করা।
৪| ২৯ শে মে, ২০০৭ রাত ৯:১৫
কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: ন্যাকড়াবাজি মানে বিলা করা ...
আর বিলা করা মানে "কিচাইন" করা ...
এখন বুইঝা নেন ...
(তথ্যসূত্র: কালপুরুষ - সমরেশ মজুমদার)
...
আপনার নতুন ছবিটা ভাল হইছে :-)
৫| ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৩৭
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: কারে বিলা করন লাগবো - কন ।
এই লাইনে ম্যালা দিন আছি ।
৬| ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৪৭
জ্বিনের বাদশা বলেছেন: অনেকদিন থেকাই তো ইউজ করি ... মাফিয়া গেমে
৭| ২৯ শে মে, ২০০৭ রাত ৯:৫০
তিমুর বলেছেন: বিলবিলাস
৮| ৩০ শে মে, ২০০৭ রাত ১:৩২
অযান্ত্রিক বলেছেন: বিলায় বিলায় বিলাকার
৯| ৩০ শে মে, ২০০৭ সকাল ১০:৩০
হযবরল বলেছেন: হ্যায় তো আমার উপরে একটু বিলা।
১০| ৩০ শে মে, ২০০৭ দুপুর ১:২৮
মাহবুব মোর্শেদ বলেছেন: এত কিছুর পরও বোঝা গেল না বিলা জিনিশটা কী।
১১| ৩০ শে মে, ২০০৭ দুপুর ২:১১
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: অহনো বুঝেন নাই মিয়া... দিলেন তো মেজাজটা বিলা কইরা...
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০০৭ রাত ৮:২৪
দ্রোহী বলেছেন: বিলা হয়ে গেলাম.....