![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আলাউদ্দিন আল-মাহদী a.k.a Mahdi Mehedi, একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং উদ্যোক্তা। ২ বছর এর বেশি সময় ধরে অনলাইন মার্কেটিং পেশার সাথে জড়িত। বর্তমানে ডেভসটিম ইন্সটিটিউটে জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছি পাশাপাশি নিজস্ব অনলাইন বিজনেস পরিচালনা করছি। মাঝে মাঝে শখের বশে লেখালেখি করি বিশেষ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর লিখতে ভালবাসি এবং চেষ্টা করি তথ্যবহুল লেখা পাঠকদের উপহার দেওয়ার।
অনেকেই টুকটাক ডিজাইনের কাজে গুগল থেকে ইমেজ সার্চ করে ব্যবহার করে থাকি। তবে প্রফেশনাল কাজের ক্ষেত্রে ডিজাইনের জন্য শুধু সার্চ ইঞ্জিন গুগলের উপর ভরসা করাটা বোকামি। কারন দেখা গেল সার্চ করে কাঙ্খিত ইমেজ পাওয়া গেল কিন্তু ভাল মানের না অথবা ডিজাইনের জন্য যে ধরনের ইমেজ প্রয়োজন তার কোন কপিই গুগলে নেই। আবার পেইড করে কোন ওয়েবসাইট থেকে ইমেজ সংগ্রহ করার সামর্থ্যও নেই। তবে উপায় !
এজন্য আমি আজ আপনাদের নিকট শেয়ার করছি কিছু ফ্রি ওয়েবসাইটের লিস্ট যেখান থেকে আপনি সহজেই ভাল মানের ইমেজ সংগ্রহ করতে পারবেন। তাই দেরী না করে এখনই বুকমার্ক করে রাখুন এই লিঙ্কগুলো –
১. Pixabay: http://pixabay.com/
২. FreeImages: http://www.freeimages.com/
৩. Magdeleine: http://magdeleine.co/
৪. Resplashed: http://www.resplashed.com/
৫. Life Of Pix: http://www.lifeofpix.com/
৬. PicoGraphy: http://picography.co/
৭. ISO Republic: http://isorepublic.com/
৮. Designers’ Pics: http://www.designerspics.com/
৯. Camarama: http://www.camarama.de/
১০. StokPic: http://stokpic.com/
১১. MMT: http://mmt.li/
১২. KaboomPics: http://kaboompics.com/
১৩. Epicva: http://epicva.com/
১৪. LittleVisuals: http://littlevisuals.co/
১৫. UnSplash: https://unsplash.com/
১৬. New Old Stock: http://nos.twnsnd.co/
১৭. SuperFamous: http://superfamous.com/
১৮. Death To The Stock Photo: http://join.deathtothestockphoto.com/
১৯. PicJumbo: http://picjumbo.com/
২০. Lock and Stock: http://lockandstockphotos.com/
২১. Gratisography: http://www.gratisography.com/
২২. StartupStockPhotos: http://startupstockphotos.com/
২৩. SplitShire: http://www.splitshire.com/
২৪. SnapwireSnaps: http://snapwiresnaps.tumblr.com/
২৫. Stock Image Point: http://www.stock-image-point.com/
২৬. Jay Mantri: http://jaymantri.com/
২৭. Foodie’s Feed: http://foodiesfeed.com/
২৮. Crow the Stone: http://crowthestone.com/
২৯. MovEast: http://moveast.me/
৩০. TravelCoffee: http://travelcoffeebook.com/
৩১. Cupcake: http://cupcake.nilssonlee.se/
৩২. Realistic Shots: http://realisticshots.com/
প্রয়োজনে ফেসবুকে আমাকে নক করতে পারেন। আমার ফেসবুক প্রোফাইলঃ view this link
২| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৮
mahdi0907 বলেছেন:
৩| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৯
বেসিক আলী বলেছেন: অনেক উপকারী পোস্ট..... থেংক্স
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:০১
সোনালি সময় বলেছেন: ধন্যবাদ