![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখেছি তোমায় প্রথম ভোরের আলোয়,
দেখেতে চাই তোমায় শেষ সূর্যের কিরণে ।
তোমার গন্ধ ভেসেছে শীতের হিমেল হাওয়ায়,
প্রথমবসন্তের দখিনা পবনে ..............
সূর্য যাবে অস্ত , দেখবো দুজনে মিলে ।
কোন এক দিনে ।
হাতে হাত রেখে কথা দেবো তুমায় ।
সূর্য যাবে অস্ত , অনেকে বদলে যাবে
বদলে যাবনা আমি ।
যদি না আসে এমন কোন পরিস্তিতি ইচ্ছে না হলেও তুমি বিনে থাকতে হবে একা ।
মুগ্ধ আমি তোমায় দেখে,
সিক্ত আমার মন।
ভোরের আলোয় দেখি তোমায়,
শিশির হয়ে আছো তুমি,
আমারি নীলাঞ্জনা হয়ে।
আমি ফুটন্ত সূভাষিত লাল গোলাপ
কিংবা, প্রজাপতির রঙ্গিন ডানা দেখে মুগ্ধ হই না।
আমি নিরব পাহাড়ের সরব ঝর্ণধারা
কিংবা, নদীতে পালতোলা নৌকা দেখে মুগ্ধ হই না।
আমি সুবিস্তৃত সাগরের বিশাল জলরাশি
কিংবা, দিগন্তজোড়া সবুজ মাঠ দেখে মুগ্ধ হই না।
আমি গৌধূলী লগ্নে প্রতীচীতে সূর্যাআস্ত
কিংবা, উষালগ্নে, শিশির কণা দেখে মুগ্ধ হই না।
আমি কুহু বসন্তে, ফুলের সমারহ
কিংবা, মধু পূর্ণিমার চাঁদ দেখে মুগ্ধ হই না।
আমি কোন কিছুতেই মুগ্ধ হই না
আমি শুধু অপলক মুগ্ধ হই, তোমায় দেখে
সবুজের সমারহে অনন্য সুন্দর তুমি,
©somewhere in net ltd.