![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম
বর্তমানে ইন্টারনেট জগতে আগের তুলনায় ডিজিটাল কন্টেন্ট তৈরির মাত্রা দিন দিন অনেক বেড়েই চলেছে। ছোট-ছোট শর্টফিল্ম থেকে শুরু করে ডেইলি ভ্লগ ভিডিও কন্টেন্ট তৈরি করে ইউটিউবে প্রকাশ করার প্রবণতা তরুণদের মাঝে মাঝে দিন-দিন আকর্ষিক হারে বেড়েই চলেছে।
ডিজিটাল কন্টেন্ট তৈরির এই প্রবণতা তরুনদের মাঝে বেশি লক্ষ্য করার অন্যতম একটি কারন হচ্ছে, এসব কন্টেন্ট তৈরি করে অর্থ উপার্জনের সুযোগ! বর্তমানে ইউটিউবে বিভিন্ন ট্রাভেল ভিডিও, ডেইলি ভ্লগ ভিডিও আপলোড করে প্রচুর তরুনরা ভালো মানের অর্থ আয় করছে। কিছুদিন আগেও তরুনদের মাঝে পার্টটাইম জবের তালিকায় টিউশনির মত পেশা বেশি জনপ্রিইয় ছিল! তবে বর্তমানে ডিজিটাল কন্টেন্ট তৈরি করে আয়ের ব্যবস্থা তরুণ থেকে সকল পেশার মানুষদের মাঝে অনেক বেশি জনপ্রিয় হচ্ছে।
ডিজিটাল কন্টেন্ট তৈরি করা দিন-দিন অনেক বেশি জনপ্রিয় হচ্ছে, কেননা কেবল ভালো মানের একটি স্মার্টফোনের সাথে যেকেউ তার মেধাশক্তি দিয়ে এই কাজটি শুরু করতে পারে। ডিজিটাল কনটেন্ট তৈরি করার জন্য একটি স্মার্টফোনে দুটি জিনিস ভালোমানের হতে হয়। আর এদুটি হচ্ছেঃ ভালো মানের ক্যামেরা এবং ভালো মানের হার্ডওয়্যার স্পেসিফিকেশন।
ভালো মানের ক্যামেরা দরকার দারুন রেজুলেশনের ভিডিও রেকর্ড করবার জন্য। আর ভালো মানের হার্ডওয়্যার স্পেসিফিকেশন দরকার অনেক গুলো ভিডিও ভালো ভাবে এডিট করে সেগুলো দ্রুত রেন্ডার করার জন্য। তাছাড়াও ডিজিটাল কন্টেন্ট তৈরিকারক ব্যবহারকারীদের জন্য ভালো হার্ডওয়্যার দরকার, কেননা তারা একসাথে অনেক বেশি অ্যাপলিকেশন চালিয়ে থাকেন। অর্থাৎ তাদের মাল্টিটাস্কিং সম্পর্কিত কার্যকলাপ থাকে অনেক বেশি।
তো, আজকের লেখায় আমার এরকম মাল্টি টাস্কিং এর জন্য কার্যকরী সেরা কয়েকটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আর এই লেখার ভিন্নতা হচ্ছে, আমরা বেশ কিছু বাজেট স্মার্টফোন নিয়ে আলোচনা করব, যেগুলো দিয়ে আপনি খুব ভালোভাবে ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনের কাজ করতে পারবেন। আর বাজেটে মাল্টিটাস্কিং বিস্ট স্মার্টফোন নিয়ে আলোচনা করব, অবশ্যই বুঝতে পেরেছেন আমরা কাদের স্মার্টফোনগুলো নিয়ে আলোচনা করব?
ঠিক ধরেছেন, আমরা এই লেখায় ওয়ালটনের সেরা কয়েকটি স্মার্টফোন নিয়ে আলোচনা করব। যেগুলো দিয়ে আপনি আজকেই আপনার ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করতে পারবেন।
প্রিমো আর৮
আপনার বাজেট যদি ১০ হাজার টাকার আসেপাশে হয়, তাহলে প্রথমেই আমরা যে স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রিমো আর৮।
Primo R8 First Impression
প্রিমো আর৮ ডিভাইসটির দাম ১০৬৯৯ টাকা। ফোনটিতে পেয়ে যাবেন ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। প্রসেসর হিসেবে পাবেন মিডিয়াটেক এর হেলিও জি৩৫ চিপসেট। ওয়ালটন, প্রিমো আর৮ স্মার্টফোনটিকে যথেষ্ট প্রিমিয়াম লুকে আনার চেষ্টা করেছে। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ট হলেও স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ম্যাট ফিনিস টেক্সচার, যার ফলে স্মার্টফোনটি হয়েছে যথেষ্ট কমপ্যাক্ট ও কমফোর্টেবল। ফোনটিতে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট।
স্মার্টফোনটির রিয়ারে প্রাইমারি সেন্সর হিসেবে পাওয়া যাবে একটি ১৩ মেগাপিক্সেল সেন্সর, আর সেকেন্ডারি হিসেবে পাওয়া যাবে একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। পাশাপাশি পাবেন একটি শক্তিশালী ফ্ল্যাশ, যা খুবই স্বাভাবিক। তবে স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা সেটাপের মূল আকর্ষণ এর এপার্চার সাইজ।
একনজরে প্রিমো আর৮
এন্ড্রয়েড ১০
হেলিও জি৩৫, ২.৩ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
৪ জিবি র্যাম, ৬৪ জিবি রম
৬.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
১৩+২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৫০০০ এমএইচ ব্যাটারি
প্রিমো এন৫
১০ হাজার থেকে আপনার বাজেট যদি একটি বেশি হয়… তবে দ্বিতীয় যে স্মার্টফোন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিমো এন৫।
Primo N5 First Impression
প্রিমো এন৫ স্মার্টফোনটির বাজার মূল্য ১২৪৯৯ টাকা। স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পেয়ে যাবেন একটি ট্রিপল ক্যামেরা সেটাপ। এরি ট্রিপল ক্যামেরা সেটআপের মেইন সেন্সরটি সনির ১৩ মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবেও স্মার্টফোনটিতে পেয়ে যাবেন ১৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেন্সর। দিনের আলোতে সামনে পিছনে উভয় ক্যামেরা দিয়েই বেশ ভালো মানের ছবি তুলতে পারবেন। সেলফি লাভারদের জন্য সামনের ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সত্যি প্লাস পয়েন্ট! সেলফি ক্যামেরায় ব্যবহারকারী বেশ ভালো সার্পনেসের ছবি পাবেন, ওভার এক্সপজড হয়ে যাবার কিছুই নেই। আর এই বাজেটে এটি একটি বেস্ট সেলফি ক্যামেরা সেটিও বললে ভুল হবেনা!
একনজরে প্রিমো এন৫
ফুল ৪জি কানেক্টিভিটি
এন্ড্রয়েড ১১ সংস্করণ
হেলিও জি২৫ চিপসেট (২ গিগাহার্জ অক্টা-কোর)
হাইপার ইঞ্জিন প্রযুক্তি
৪ জিবি র্যাম, ৬৪ জিবি রম (২৫৬ জিবি পর্যন্ত অতিরিক্ত এসডি কার্ড সাপোর্ট)
৬.৮২ ইঞ্চি ডিসপ্লে
১৩+৫+২ মেগাপিক্সেল সেন্সর মিলে ট্রিপল ক্যামেরা সেটাপ
১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৫৫০০ এমএএইচ ব্যাটারি
প্রিমো আরএক্স৯
আপনার বাজেট যদি ১৬ হাজার টাকার আসেপাশে হয়, তবে আমার আরেকটি যে ট্রেন্ডী এবং বাজার কাপানো স্মার্টফোন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে প্রিমো আরএক্স৯।
Primo RX9 First Impression
প্রিমো আরএক্স৯ এর বাজার মূল্য ১৬৯৯৯ টাকা। আরএক্স৯ স্মার্টফোনটিতে ওয়ালটন অফার করছে একটি শক্তিশালী কোয়াড ক্যামেরা মডিউল। যেখানে স্মার্টফোনটির মেইন শুটার হচ্ছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা প্রাইমারি সেন্সর, ওয়াইড এঙ্গেলে ৫ মেগাপিক্সেল সেন্সর; ফোনটি দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি সম্ভব করার জন্য এই সেটাপে থাকছে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আর পরিশেষে ডেপ্টথ সেন্সিং এর জন্য ২ মেগাপিক্সেল সেন্সর।
প্রিমো আরএক্স৯ ডিভাইসটিতে পাবেন রিচ ফিচারড ক্যামেরা ইউআই। হেভিলি কাস্টমাইজড এই ক্যামেরা ইউআইতে আপনি পাবেন নানারকম শুটিং মোড এবং সেটিংস অপশন। আরএক্স৯ এর ফ্রন্ট ক্যামেরার সাথে পেয়ে যাবেন প্যানারমা সেলফি শুটিং মোড। পাশাপাশি রিয়ার ক্যামেরার সাথে পাবেন প্যানারমা এবং ম্যাক্রো শুটিং মোড। ডিভাইসটির ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর আপনাকে এই শুটিং মোডটি দিয়ে দারুন দারুন সব ম্যাক্রো ফটোগ্রাফি করতে সহযোগিতা করবে।
আরেকটি চমক থাকছে স্মার্ট ফোনটির ফ্রন্ট ক্যামেরায়; আরএক্স৯ স্মার্টফোনটির ফ্রন্ট প্যানেলে দেখা মিলবে একটি ২০ মেগাপিক্সেল সেন্সর। ফ্রন্টে ছোট্ট কিউট একটি পাঞ্চ হোলের ভেতর এই ২০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরের অবস্থান। সর্বোপরি, ভ্লগার কিংবা সেলফি লাভারদের জন্য এই ফ্রন্ট ক্যামেরা দারুন কাজে দিবে। আর ২০ মেগাপিক্সেল সেন্সর থাকার ফলে স্মার্টফোনটির ফেস আইডি সিকিউরিটি সুবিধাটি বেশ ভালই কাজে দিবে। ফোনের ক্যামেরা অ্যাপে ফ্রন্ট ক্যামেরার জন্য পেয়ে যাবেন প্যানারমিক সেলফি মোড। যে প্যানারমিক সেলফি মোড ব্যবহার করে আপনি ওয়াইড এঙ্গেলে সেলফি ক্যাপচার করতে পারবেন।
একনজরে প্রিমো আরএক্স৯ স্মার্টফোন,
এন্ড্রয়েড ভার্সন ১১
১২ ন্যানোমিটার ফিনটেক প্রযুক্তির ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর
৪ জিবি র্যাম, ১২৮ জিবি রম/ ইন্টার্নাল স্টোরেজ
২৫৬ জিবি পর্যন্ত এক্সট্রা মেমরি কার্ড সাপোর্ট
পাঞ্চ-হোল ক্যামেরা বিশিষ্ট ৬.৫৫ ইঞ্চি LTPS ডিসপ্লে প্যানেল
১৬+৫+২+২ মেগাপিক্সেল সেন্সর নিয়ে কোয়াড ক্যামেরা সেটাপ
২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
১৮ ওয়াট ফাস্ট চার্জিং
ইউএসবি টাইপ-সি পোর্ট
প্রিমো জেডএক্স৪
এবার আলোচনা করব আজকের তালিকার সবচাইতে প্রিমিয়াম ফোন প্রিমো জেডএক্স৪ নিয়ে। প্রিমো জেডএক্স৪ এর বর্তমান বাজার মূল্য ২৬৯৯৯ টাকা।
Primo ZX4 First Impression
একনজরে প্রিমো জেডএক্স ৪
হেলিও জি৯৫ চিপসেট
এন্ড্রয়েড ১১
৮ জিবি র্যাম, ১২৮ জিবি রম
৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি-প্লাস এলটিপিএস ডিসপ্লে প্যানেল
৪০০০ এমএএইচ ব্যাটারি
সাইড ফিঙ্গার প্রিন্ট সেন্সর
৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ পেন্টা ক্যামেরা সেটাপ
৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
এই বাজেটে বাজারে এরকম পেন্টা তথা ৫টি ক্যামেরা সেন্সর নিয়ে এমন মানের ক্যামেরা অন্য কোন ফোনে পাবেন কিনা সন্দেহ আছে।
স্মার্টফোনটির রিয়ার প্যানেলে পাবেন শক্তিসালি পেন্টা ক্যামেরা সেটাপ। আর এই দামে বাজারে এরকম শক্তিশালী সেটাপ অন্যকোন স্মার্টফোনে পাওয়া সত্যি খুবই দুষ্কর! জেডএক্স৪ এর রিয়ার সেটাপে যা যা পাচ্ছেন, একনজরে তা হলঃ
৬৪ মেগাপিক্সেল সনি IMX682 মেইন সেন্সর
৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর (up to 112°)
৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর
২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর
২ মেগাপিক্সেল মনো পোর্ট্রেইট সেন্সর
মেইন ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরটির সাইজ 1/1.73″। অর্থাৎ ফোনটির সাথে পাচ্ছেন বিশাল সাইজের একটি প্রাইমারি ক্যামেরা সেন্সর, যার মাধ্যমে এই ফোনটি দিয়ে দারুন সার্প ও কালার একুরেট ছবি তোলা সম্ভব হবে। ফোনটির মেইন ক্যামেরা সেন্সরের এপারচার সাইজ F/1.89। যত কম এপারচার সাইজ তত বেশি সাটার ওপেনিং এবং তত বেশি কালার একুরেট ছবি। তাছাড়াও মেইন ক্যামেরাটিতে পাওয়া যাবে ৬পি লেন্স। জেডএক্স৪ এর রিয়ার ক্যামেরাতে পাবেন বেশকয়েকটি শুটিং মোড। আর এই শুটিং মোডগুলি হচ্ছেঃ
Portrait
Slow Motion (Highest 1080p)
Night
Time-Lapse
Macro Lens
Sticker Mode
Monochrome
Panorama
Professional
Colour Tune
আপনি যদি নতুন একটি স্মার্টফোন কিনে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের কাজ শুরু করতে চান… তবে আপনি ওয়ালটনের এই ৪টি স্মার্টফোনের তালিকা থেকে আপনার পছন্দের স্মার্টফোনটি বেছে নিয়ে আপনার কাজ শুরু করতে পারেন। বাজেট ভেদে এখানে ৪টি স্মার্টফোন রয়েছে, আপনার বাজেটের সাথে যে স্মার্টফোনটি যায়… আপনি ঠিক সেই স্মার্টফোনটিি কিনে নিতে পারেন। স্মার্টফোন ৪টি দেখতে ঘুরে আসতে পারেন আপনার নিকটস্থ ওয়ালটন স্মার্টজোন কিংবা ওয়ালটন প্লাজায়।
©somewhere in net ltd.