![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমিই....... আকাশজুড়ে চাঁদের আলো রূপার জলে আঁকা অন্ধকারের ঠোঁটের কোনায় নীলচে হাসি বাঁকা! তারা-আলোর রথ ছুটানো একটি ডজন ঘোড়া সমস্বরে বল্লো, এ নাও গোলাপ, মাহী ফ্লোরা। ......... মহাবিশ্বের শুভেচ্ছা পেয়েছি এভাবে!
শেক্সপীয়র সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। হ্যামলেট,ওথেলো,কিং লীয়র আর
ম্যাকবেথ -শেক্সপীয়রের এই চারটি নাটককে তাঁর শ্রেষ্ঠ ট্র্যাজেডি হিসেবে ধরা
হয়।এরা প্রত্যেকেই আপন আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল। ওথেলোর অনন্যতা বিভিন্ন দিক
থেকেই। হ্যামলেটের মত গভীর দার্শনিক তত্ত্বজিজ্ঞাসা, কিং লীয়রের মত বিশাল
মহাকব্যিক ব্যাপ্তি কিংবা ম্যাকবেথের মত প্রলম্বিত মর্মান্তিক বিশ্লেষন এতে
নেই। অথচ ওথেলোর ট্র্রাজিক আবেদন তীব্রতম।
ওথেলোর কাহিনী অনেকেই জানেন হয়ত। প্রধান চরিত্র ওথেলো একজন কৃষ্ণাঙ্গ মূর
সেনাপতি।তার জীবনের বেশিরভাগ অভিজ্ঞতা রনাঙ্গনের।
ডেসডিমোনার ভালবাসা তাকে মুগ্ধ আর বিস্মিত করে তোলে,সেখানে কামুকতা নেই।
ডেসডিমোনার অপরূপ সৌন্দর্য্য,তা যে শুধু দেহের নয় মনের ও তা বুঝতে আমাদের দেরী হয়না।
ইয়েগো খল চরিত্র। যার ছল আর প্রতিশোধস্পৃহার শিকার হয় ওথেলোর জীবন। বর্তমান পৃথিবীতে আমরা যাদের সাইকোটিক বলি এবং যাদের কুকর্মের জন্য তাদের সরাসরি দায়ী না করে ডাক্তারের পরামর্শ নিতে বলতে হয়,তেমনি একজন ইয়েগো। আপাত ভাবে ওথেলোর ক্যাসিওকে সহ সেনাপতি করায় মূল কারন মনে হতে পারে,কিন্তু সে শুনেছে তার স্ত্রী এমিলিয়ার সাথে ওথেলোর গোপন সম্পর্কের কথা,আবার ক্যাসিও সম্পর্কেও এমন কিছু।ক্যাসিওর যে সহজাত সৌন্দর্য্য তা তাকে পীড়া দেয়। সব মিলিয়ে সে ঈর্ষার চরম প্রতীক। আত্মস্বার্থ উদ্ধার করতে গিয়ে সে মিথ্যে আর কূটচাল দিয়ে বিপর্যস্ত করে তোলে গোছানো জীবন। ওথেলোর মনে বিষ ঢুকিয়ে দেয় ডেসডিমোনা সম্পর্কে।
ভাগ্য ইয়েগোকে অকৃপন হাতে সাহায্য করে,অথচ সে নিজে ভাগ্যের মুখাপেক্ষী
নয়।ওথেলোর মত বীর্যবান কৃতী পুরুষ তাই বলে ওঠে,
'' But o vain boast
Who can control his fate?''
সবার কাছে অনেষ্ট ইয়েগো।নৈপুন্যের সাথে ধূর্ত সে অভিনয় করে চলে।সাহায্যের জন্য
তার দ্বারস্থ হয় ক্যাসিও,ওথেলো,রোডেরিগো,ডেসডিমোনা। ওথেলো প্রমান চাইলে
এমিলিয়ার মাধ্যমে হস্তগত রুমাল ক্যাসিওর ঘরে ফেলে আসে এবং ওথেলোর কাছে প্রমান করে ডেসডিমোনা ক্যাসিওকে তা ভালবেসে দিয়েছে । ওথেলোর দেয়া ভালবাসার নিদর্শন ছিল এই রুমালটি।
ডেসডিমোনার ট্র্যাজিক মৃত্যু করুন আর বিষাদের।বেশিরভাগ সময় সে নিষ্ক্রিয় তবু তার সারল্য,স্বভাবের মাধুর্য্য,নোংরা দিকের অজ্ঞতা,ওথেলোর প্রতি চূড়ান্ত ভালবাসা তাকে অন্যতম আকর্ষনীয় করেছে।
ডেসডিমোনা সংসার জীবনে অনভিজ্ঞ বলেই ওথেলোর ভেতরের ক্রোধ পড়তে পারার আগেই তাকে মৃত্যু বরন করতে হয়।শেষ মুহূর্ত পর্যন্ত তার বাঁচার আকুতি আমাদের স্পর্শ করে। তাকে নির্বাসিত করার জন্য অনুরোধ করে ওথেলোকে।কিন্তু ওথেলো তখন উন্মত্ত।
অথচ এ দুটি চরিত্রের প্রতি তাদের রোমান্টিসিজমের প্রতি আমাদের আবেগ কখনো কমেনা। মৃত্যুর পূর্বে ও সে তার হত্যাকারী হিসেব স্বামীকে অভিযুক্ত করতে পারেনা।এমিলিয়ার প্রশ্নের উত্তরে তাই সে বলে,
Nobody- I myself, Farewell
Commend me to my kind lord. O farewell ;
ডেসডিমোনাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলছে ওথেলো।
ওথেলোর কান্না কেবল শুরু-
এই হাত দিয়ে সে তার প্রিয়তমাকে হত্যা করেছে।
এমিলিয়ার কাছে যখন সে জানতে পারে ডেসডিমোনা ছিল নিষ্পাপ আর পবিত্র,এবং তার হত্যার বিচার করতে লোডোভিকো আসে তখন সে নিজেই ছুরির আঘাতে মৃত্যুকে বরন করে নেয়।নাটকের রক্তাক্ত সমাপ্তি ঘটে।
অবশ্য এ নাটকে সময় সমস্যা রয়েছে।অসঙ্গতিটাও সময় নিয়েই।হঠাৎ মনে হয় খুব অল্প সময়ের মধ্যে সব ঘটে যাচ্ছে,আবার কাহিনী মাঝে মাঝে দীর্ঘ সময় দাবী করে।যাই হোক সবমিলিয়ে ওথেলো চমৎকার একটি নাটক।শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে আবেশিত করে রাখবে তাতে সন্দেহ নেই।
অ:ট: ওথেলো নিয়ে পোষ্ট দেয়ার জন্য ইমন জুবায়ের কে বহুবার অনুরোধ করেছি।উল্টা তিনি আমাকেই লিখতে বলেছিলেন।আমি আমার মত করে একটা রিভিউ লেখার চেষ্টা করলাম।একসময় আমি যেমন প্রয়োজন মনে করছিলাম,তেমন যদি কেউ ভাবে তবে তার যেন উপকার হয়। আমি আমার একশতম পোষ্টটি ইমন জুবায়ের কে উৎসর্গ করছি। একসময় উনি আমার পোষ্টে আসতেন,কমেন্ট করতেন।এখন আর আসেন না।হয়ত আমার একঘেয়েমি লেখায় তার একমাত্র কারন।(চিক্কুর দিয়া কান্দনের ইমো।)
সবার জন্য শুভকামনা...
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২৮
মাহী ফ্লোরা বলেছেন: আপনার আগমন সবসময় আনন্দের। এত সুন্দর করে বলেন,মুহূর্তে ভেতর সবুজ হয়ে যায়।অনেক ধন্যবাদ ।অনেক...
শুভকামনা আপনার জন্য সারাক্ষন।
২| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২৪
কাউসার রুশো বলেছেন: ওথেলো আমার খুবই প্রিয় একটি নাটক। ধন্যবাদ সুন্দর পোস্টর জন্য।
শততম পোস্টে কমেন্টের সুযোগ পেয়ে খুব ভালো লাগছে মাহী ফ্লোরা।
আপনার জন্য শুভকামনা
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩২
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি আগামীতেও আপনাকে পাবো।
শুভকামনা আপনার জন্য....
৩| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৮:২৫
মেমনন বলেছেন: ভালো লাগলো রিভিউটা। ছবিগুলোও দারুন প্রাসংগিকভাবে উপস্থাপন করেছেন।
নতুন বাংলা বছর আর সেঞ্চুরি পোস্টের শুভেচ্ছা থাকলো।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩৩
মাহী ফ্লোরা বলেছেন: মেমনন! কেমন আছেন?
নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও...
ভাল থাকুন সবসময়...
৪| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৩৫
জয় রাজ খান বলেছেন: ছবিগুলা ভাল্লাগছে!!
শততম পোষ্টের জন্য অভিনন্দন মাহীপু
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১২
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
৫| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪৭
নীরব 009 বলেছেন: খুবই ভাল লাগল।চমৎকার একটা পোস্ট।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।ভাল থাকবেন।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১৩
মাহী ফ্লোরা বলেছেন: শুভকামনা আপনার জন্য.....
৬| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১৮
চশমখোর বলেছেন: আপ্পি পড়ে ফেললাম।
ভালো লাগছে।
আর ছবিগুলাও অনেক সুন্দর হইছে।
এত সুন্দর ছবি কই পান?
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:২৮
মাহী ফ্লোরা বলেছেন: onk thanks vaia.
chobi gulo net theke nea vaia..
৭| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:২৯
আর.এইচ.সুমন বলেছেন: ওথেলো পড়েছি এস.এস.সি পরীক্ষার আগে .....
এবার তাহলে দেখতেও হবে
ধন্যবাদ আপু
গত বর্ষের শুভেচ্ছা
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫৭
মাহী ফ্লোরা বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ভাইয়া।সারাদিন কি করলি কাল?
৮| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৪৩
আর.এইচ.সুমন বলেছেন:
আপু আপনার আজ শততম পোস্ট পূর্ণ হয়েছে আপনি সেঞ্চুরি করে ফেলেছেন ........
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫৮
মাহী ফ্লোরা বলেছেন: ইয়াহু.....
ব্যাট উপরে উঠায়ে দেয়ার ইমু...
৯| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১০:০৫
সায়েম মুন বলেছেন: প্রথমত সেঞ্চুরীর জন্য কবিকে অভিনন্দন
দ্বিতীয়ত স্বল্পতম সময়ে সেঞ্চুরী হাকাইলেন। পরবর্তী সেঞ্চুরী হাকান বিনা আলস্যে, স্বতস্ফূর্তভাবে--এই শুভকামনা রইলো।
তৃতীয়ত রিভিউ অসাধারণ হৈছে।
চতুর্থত উৎসর্গ যথার্থ।
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৩
মাহী ফ্লোরা বলেছেন: স্বল্পতম সময়!
পাক্কা দশমাস দু সপ্তাহ লাগাইসি
পরবর্তী সেঞ্চুরি মনে হয় আমার হইতে দেরী হইব।কিছুই লিখতে পারিনা
উৎসর্গ হইসে কিন্তু উনি এখন দেখলে হয়।মানুষ মইরা গেলে স্মৃতি হয়।উনি বেঁচে থেকেই। উনার স্মৃতির উদ্দেশ্যে একশতম পোষ্ট
অনেক ধন্যবাদ আপনাকে।
১০| ১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৫
আর.এইচ.সুমন বলেছেন: কি কি করছি তার প্রায় পুরাটাই আমার নতুন পোস্টে লিখে দিয়েছি ... পিলিজ একটু কষ্ট করে দেখ না বুবু
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৯
মাহী ফ্লোরা বলেছেন: dekhte gelam dada
১১| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১১
সায়েম মুন বলেছেন: উৎসর্গ হইসে কিন্তু উনি এখন দেখলে হয়।মানুষ মইরা গেলে স্মৃতি হয়।উনি বেঁচে থেকেই।
চিন্তা কৈরেন্না ইমনোপিডিয়া আপনার পোষ্টে আসবে। না আসলে তাকে লালগালিচা দিয়ে নিয়ে আসা হপে
১০ মাসে ১০০। আমিতো ১ বছর ১০ মাসে ৭৫। আল্লায় জানে কবে সেঞ্চুরী পিটাবো
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:২২
মাহী ফ্লোরা বলেছেন: ঝোলা থাইকা ড্রাফট পোষ্ট গুলা বাইর করেন। :-<
১২| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৪
আর.এইচ.সুমন বলেছেন: মুন ভাই আমার ১ বছর তিন সপ্তাহে ১৪০ হইছে
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:২৩
মাহী ফ্লোরা বলেছেন: তোর তো ডাবল সেঞ্চুরী করতে দেরী নাইরে দাদা!
১৩| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৭
শূণ্য উপত্যকা বলেছেন: প্রিয় একটি বই। অনেক পড়েছি কিন্তু নাটকটি দেখা হয়নি।
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:২৬
মাহী ফ্লোরা বলেছেন:
১৪| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৫৫
সাকিন উল আলম ইভান বলেছেন: আগে সেঞ্চুরির শুভেচ্ছা...........এতো রাতে বেড়াতে এলাম কি খাও্যাবেন আপ্পি...............বলেন........
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩১
মাহী ফ্লোরা বলেছেন: সকাল হইয়া গেছে।তাইলে নাস্তা খাইয়া যাও ভাই...
১৫| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৫৬
সাকিন উল আলম ইভান বলেছেন: পোষ্ট ভালো লাগলো............ছবির সাথে বর্ণনা এক কথায় অসাধারণ.........
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৪
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
১৬| ১৬ ই এপ্রিল, ২০১১ ভোর ৬:১৫
নিমা বলেছেন: অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর করে শেয়ার করার জন্য...........
আপু শুভ নববর্ষ.........
অনেক দেরী করে দিচ্ছি কারন প্রথমে তো সবাই বলে আর সবার মাঝখানে আমার টা ও হারিয়ে যেত তাই........
( হিঃহিঃহিঃ দুষ করছি তো তাই ঢাকবার চেষ্টা করছি
)
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৭
মাহী ফ্লোরা বলেছেন: হা হা হা আপুটা! পোষ্ট পড়ার জন্য অন্নেক থ্যাংকস
১৭| ১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৭:৫১
শোশমিতা বলেছেন: সেঞ্চুরি পোষ্টের অভিনন্দন
নববর্ষের শুভেচ্ছা আপু
সুন্দর পোষ্ট, করে শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৮
মাহী ফ্লোরা বলেছেন: আপু অনেক ধন্যবাদ।শুভকামনা...
১৮| ১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৮:১১
ভুত. বলেছেন: আপু কি লিটারেচারের স্টুডেন্ট নাকি?
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৯
মাহী ফ্লোরা বলেছেন:
১৯| ১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৩
পটল বলেছেন: হায় রে আমি যে কবে সেনচুরি মারমু!
শতরানের জন্য শুভেচ্ছা
শুভ নববর্ষও
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৪১
মাহী ফ্লোরা বলেছেন: হা হা ধন্যবাদ!
(লজ্জা লজ্জা চোখে তাকানোর ইমো)
২০| ১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৪৯
শায়েরী বলেছেন: খুবই ভাল লাগল।চমৎকার একটা পোস্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:১২
মাহী ফ্লোরা বলেছেন: পাঠে কৃতজ্ঞতা আপু।শুভকামনা...
২১| ১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৫৬
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: অভিনন্দন ১০০ তম পোস্টে
১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:১৩
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।শুভকামনা আপনার জন্য...
২২| ১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:২৫
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: ওথেলো...আমার পড়া হয়নাই,লাভ হল রিভিউ পড়ে।
কিন্তু আপু,ক্যাসিও কে নিয়ে ডেসডিমোনার ব্যাপারটা বুঝলামনা!আর আরেকটা ব্যাপার ডেডসিমোনাকে ওথেলো শ্বাসরোধ করল কেন??
ওথেলো আসলে তাহলে কেমন?? প্রেমিক? সন্দেহপ্রবণ? সংকীর্ণ? স্বার্থপর? নাকি হতাশাগ্রস্হ একজন হেরে যাওয়া মানুষের প্রতিচ্ছবি?
রামের মত ওওতো তাহলে আরেক সীতা হত্যার জনক?
অনেক গুলো প্রশ্ন ঢুকে গেল মাথায়।উত্তরের অপেক্ষায়
ভাল লাগল।সেঞ্চুরি মোবারক!
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৯:০৬
মাহী ফ্লোরা বলেছেন: ইয়াগো ওথেলোকে বোঝায় যে তার স্ত্রী ক্যাসিওর সাথে অনৈতিক সম্পর্কে মত্ত।এর কারন হিসেবে কৃষ্ণাঙ্গ ওথেলোর চেহারাই ছিল যথেষ্ট। এবং প্রকৃতি তার এতটাই ফেভারে ছিল যে সে দূর থেকে ওথেলোকে প্রমান করে দেয়,ক্যাসিও ডেসডিমোনাকে নিয়ে হাসাহাসি করছে।ওথেলোর কাছে স্তীকে অবিশ্বাসী মনে হয়।এবং সে তাকে হত্যা করে ধর্মীয় পবিত্র আনুষ্ঠানিক কর্তব্যপালনের একাগ্রতা নিয়ে।শুধু মাতো যৌন-ঈর্ষায় তার একমাত্র কারন ছিলনা। ওথেলো প্রেমিক।এবং সর্বপরি সে ছির ভাগ্যের শিকার।ট্র্যাজিডি বলে এটাকেই।যেখানে নায়ক ভাগ্যের পরিহাসে দগ্ধ হবে,অথচ ভাগ্যের উপর কারো হাত নেই।তার কোনো দোষ ছিলনা।সবই ইয়েগোর চক্রান্ত।তবু শাস্তি পেল ডেসডিমোনা এবং ওথেলো।দর্শকের কষ্ট এখানেই।আবার এখানেই লেখকের স্বর্থকতা।
ধন্যবাদ আপু।আরও প্রশ্ন থাকলে করিস।
২৩| ১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৮
সাকিন উল আলম ইভান বলেছেন: নাস্তা করলাম আপ্পি......রুমাল দিয়ে ঢেকুর ঢাকার ইমো...........
শুভ সকাল.....
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪৬
মাহী ফ্লোরা বলেছেন: suvo ratri vaia....
২৪| ১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:২০
বৃষ্টিধারা বলেছেন: শততম পোষ্টের জন্য অভিনন্দন মাহী ।
পার্টি দে এবার এক খান ।
রিভিউ ভালো হইছে খুব ।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪৭
মাহী ফ্লোরা বলেছেন: পার্টি দিলে তুমারে পাইনা কিছুনা
২৫| ১৬ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৩
ছাইরাছ হেলাল বলেছেন:
শততমের জন্য অনেক অভিনন্দন ।
ওথেলো পড়িনি,এজন্য মন্তব্য করতে পারছিনা ।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪৮
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
২৬| ১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:১১
দূর্যোধন বলেছেন: শুভ নববর্ষ, মাহী ফ্লোরা
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫০
মাহী ফ্লোরা বলেছেন: পোষ্ট পড়বে কে?
শুভেচ্ছা আপনাকেও... :!>
২৭| ১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৩৫
রেজওয়ান তানিম বলেছেন: আমার কাছে শেক্রপিয়রের এই লেখাটা অন্যরকম ভালো লাগে । কেননা ভালবাসা যে বেদনা এটায় তা ফুটে উঠেছে ।
ভাল থাকবেন আপু । শুভ নববর্ষ
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫২
মাহী ফ্লোরা বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।আর ধন্যবাদ!
২৮| ১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৫
নিভৃত নয়ন বলেছেন: আপাতত প্রিয়তে।সময় করে পর্ব।এমন পোস্ট বরাবর ই ভাল লাগে।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫৩
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন।
২৯| ১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:১৮
সরলতা বলেছেন: শততম পোষ্টের অভিনন্দন মাহীপু।
লেখা আর ছবি দুটোই ভাল লাগল।
শুভ নববর্ষ!
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫৪
মাহী ফ্লোরা বলেছেন: শুভেচ্ছা আপু !
অনেক ধন্যবাদ ...
৩০| ১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৮
চশমখোর বলেছেন: শততম পোষ্টে জন্য আপ্পিকে অভিনন্দন।
আশাকরি একদিন হাজারতম পোষ্টও পাবো আপ্পির কাছ থেকে। ঐ দিনের প্রতীক্ষায় রইলাম।
আর গুগোল মামার সাথে আমার মনে হয় শত্রুতামি আছে কারন আমাকে ভালো ছবি দেয় না। সব আপনাকে দিয়ে দেয়। আমি খেলুম না।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫৪
মাহী ফ্লোরা বলেছেন: হে হে হিংসুইট্টা ভাই আমার
৩১| ১৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৭
সায়েম মুন বলেছেন: ঝোলার তো তলা ছিড়া। সব ড্রাফট পৈরা গেছে
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫৬
মাহী ফ্লোরা বলেছেন: তলা ছিড়া দর্জিরে দিয়া সিলাই কইরা নিতে পারেন না?
৩২| ১৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:২২
সাইমনরকস বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা। সেঞ্চুরীর জন্য অভিনন্দন। ছবি ও লেখা ভাল লাগল। আমার ব্লগে স্বাগতম।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫৬
মাহী ফ্লোরা বলেছেন: আপনার ব্লগ ঘুরে এসেছি।সময় করে আবার যাবো।ধন্যবাদ...
৩৩| ১৬ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৫
নিভৃত নয়ন বলেছেন: ছবির মাধ্যমে অল্প কথায় সুন্দরভাবে সব ফুটিয়ে তুলেছেন।
আর শততম পোস্টের অভিনন্দন।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫৭
মাহী ফ্লোরা বলেছেন: পোষ্ট তো পড়া হয়ে গেল।এখনো প্রিয়তে আছে?
৩৪| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৪৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তোমার শততম পোষ্ট দারুন লাগল।
আছো কেমন??
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৮:৫৮
মাহী ফ্লোরা বলেছেন: ভাল আছি।তুমি?
অনেক ধন্যবাদ...
৩৫| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৯:০৫
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: আমার টার রিপ্লাই কই???
এসব কি?? তোমারে ধরে বকা দিব কিন্তু আপু!!!
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১০
মাহী ফ্লোরা বলেছেন: তোর রিপ্লাই কি ছুটু কইরা দিতাম? এইজন্যই তো সব শেষে দিলাম।আর জঘন্য অবস্থা।লিখতে গিয়ে এত বানান ভুল হইসে।নিজ গুনে ক্ষমা করিস আপু। :#> :#>
৩৬| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৩৯
সরল মানুষ বলেছেন: চমৎকার হয়েছে লেখা ও ছবি,,,..
শততম পুষ্টের অভিনন্দন আপনাকে,,,....
ভাল থাকবেন।
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩০
মাহী ফ্লোরা বলেছেন: onk thanks sorol manus..
৩৭| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১৬
ভুত. বলেছেন: উত্তর হল ভেংচি?
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩২
মাহী ফ্লোরা বলেছেন: হু :#> :#>
৩৮| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১৬
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: ক্ষমা!!!!
আমি কি মিসটেক মাধুরী নাকি?
আমার তো চোখে ভুল পড়েনাই।আরও কথা ছিল,পরে বলবনে।
ওথেলো একটা খারাপ! ডেডসিমোনাকে জিজ্ঞেস করলে কি হত?
আর সব দোষ ভাগ্যকে দিবানা আপু,ওথেলো ভালবাসতে পারে আর বিশ্বাস করতে পারেনা?সামনে দাড়াতে পারেনা?
উচিত শিক্ষা হয়েছে!!কাঁদুক এখন বসে বসে!!
১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩৩
মাহী ফ্লোরা বলেছেন: ডেসডিমোনার কথা তখন বিশ্বাস করার মত মানসিক অবস্থা ছিলনা ওথেলোর।
কাঁদবে কি?নিজেই তো আত্মহননের পথ বেছে নিল।নাটক শেষে দর্শক কাঁদবে বসে বসে।
৩৯| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১১:১৯
নিভৃত নয়ন বলেছেন: দেখে আসেন প্রিয়তে আছে কিনা!
১৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৭
মাহী ফ্লোরা বলেছেন: আসতেসি
৪০| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২১
সায়েম মুন বলেছেন: আচ্ছা ওথেলো আর ডেসডিমেনো দুইজনই কি মারা গেছে না নিহত হয়েছে? যাউগ্গা যেটাই ঘটুক মারা গিয়া তারা কি হৈছে
১৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৯
মাহী ফ্লোরা বলেছেন: কি আর হৈব!পরবর্তী কালের প্রেমিক প্রেমিকাগো আইডল হইসে।দেখেন না চারদিকে কিরাম খুনাখুনি!
৪১| ১৬ ই এপ্রিল, ২০১১ রাত ১১:২৩
কবির চৌধুরী বলেছেন: নতুন বছরে শততম পোস্টে শুভেচ্ছা রইল।
১৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৫
মাহী ফ্লোরা বলেছেন: চৌধুরী সাহেব অনেক ধন্যবাদ।নতুন বছরের শুভেচ্ছা রইল।
৪২| ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ৩:৪৩
মেঘ_মেঘা বলেছেন: বাহ !!! সুন্দর তো। কি শুনালে মাহীপু আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আমার প্রিয় একটা নাটক এটা।
অনেক অভিনন্দন।
১৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৭
মাহী ফ্লোরা বলেছেন: আরে বাপসরে! মুগ্ধ হওয়ার মত কি যে শুনালাম!
৪৩| ১৭ ই এপ্রিল, ২০১১ ভোর ৪:১৪
ইসরা০০৭ বলেছেন: শততম পোস্টে কমেন্টের সুযোগ পেয়ে খুব ভালো লাগছে ফ্লোরা আপু।চমৎকার হয়েছে লেখা ও ছবি,,,..
অভিনন্দন।
১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৬
মাহী ফ্লোরা বলেছেন: apu apnk onk thanks! suvokamona roilo apu...
৪৪| ১৭ ই এপ্রিল, ২০১১ ভোর ৬:৫৬
চর্যা পদ বলেছেন: শততম পোস্টের অভিনন্দন।রিভিউ ভাল লেগেছে।
১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৭
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
৪৫| ১৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:১৩
বৃষ্টিধারা বলেছেন: আমি যখন আসি,তখন তুই নাই ....
তুই আসলে আমি নাই ....
সময় আমাদের কে এক হতে দিচ্ছে নারে .....
১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২০
মাহী ফ্লোরা বলেছেন: হু আপু...
৪৬| ১৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৫
গানচিল বলেছেন: আব্দুল্লাহ আল মামুনের থিয়েটারের প্রযোজনায় ওথেলো প্রথমবার দেখি ৮৪/৮৫ সালে। ওথেলোর ভূমিকায় ছিলেন তারিক আনাম আর ডেজডিমোনার চরিত্রে ছিলেন ফেরদৌসী মজুমদার।নাটকটি এত ভাল লেগেছিল যে এর পরে আরও দুবার (ওথেলো) এবং হ্যামলেট দেখি নিউ ইয়র্কের একটি থিয়েটারে।অসাধারন নাটক দুটো।
সেঞ্চুরী পোস্টের অভিনন্দন। Keep it up
১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২১
মাহী ফ্লোরা বলেছেন: বাহ চমৎকার অভিজ্ঞতা ! অনেক ধন্যবাদ গানচিল।নতুন বছরের শুভেচ্ছা আপনাকে।শুভকামনা...
৪৭| ১৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:১১
মহাজাগতিক বলেছেন: ভালবাসার মানুষকে নিয়ে ওথেলোর এই সন্দেহপ্রবণতাটি একটি মনোবৈজ্ঞানিক ভিত্তি পেয়েছে ইতিমধ্যেই। এটি শুধু ওথেলোর ক্ষেত্রে নয় অনেকেই এ রোগে ভুগে থাকে। রোগের নাম "ওথেলো সিনড্রোম"।
বিশেষ কোনো কারণ ছাড়াই ভালবাসার মানুষকে সন্দেহ করার নাম ওথেলো সিনড্রোম। সে হিসেবে সেক্সপিয়র একটি মনোরোগের আবিস্কারকও বটেন!
ওথেলো সিনড্রোম তৈরী হয় একেদিকে প্রেমিকের আত্মবিশ্বাসের অভাব ওনিজের প্রতি হীনমন্যতা থেকে অন্যদিকে ভালবাসার মানুষটির প্রতি অতি-ভালাবাসা কিম্বা অতি-নির্ভরতা প্রবণতা থেকে। ওথেলো সিনড্রোমে আক্রান্ত ব্যক্তি ভালবাসার মানুষকে পুরোপুরি অধিকার করতে চায় যেমন চায় মা তার সন্তানকে। এখান থেকেই সমস্যা তৈরী হয়। ইত্যাদি ইত্যাদি ........
পোষ্ট খুব, খুবই ভাল পেয়েছি। ধন্যবাদ।
১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৩
মাহী ফ্লোরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।কমেন্ট বাঁধাইয়ের সুযোগ থাকলে বাঁধাই করে রাখতাম।ওথেলো সিনড্রোমের ব্যাপার টা আগেই শুনেছিলাম,কিন্তু এভাবে মাথায় ছিল না।সত্যিই অনেক ধন্যবাদ আপনাকে।শুভকামনা...
নতুন বছরের শুভেচ্ছা।
৪৮| ১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৭
লিটল হামা বলেছেন: শেক্সপিয়র পড়িনা
শততম পুস্টের শুভেচ্ছা!
১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৪
মাহী ফ্লোরা বলেছেন: পড়েন না!
অনেক ধন্যবাদ।অনেক.....
৪৯| ১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৫
নষ্ট কবি বলেছেন: আমি ও খুন করতে চাই........কি কি করা লাগবে?????????
১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৫
মাহী ফ্লোরা বলেছেন: আহা ! আমি বোধহয় অনেক খুন করেছি!
৫০| ১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:১২
চতুষ্কোণ বলেছেন: এই কাহিনি কত নাটক সিনেমায় কতবার কতভাবে যে ব্যবহার করা হয়েছে! চমৎকার রিভিউ!
১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৮
মাহী ফ্লোরা বলেছেন: evabe harie gelen ? harie jacchen kno Chotuskon?
apnr kobita miss kori...
৫১| ১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৩
আন্না০০৭ বলেছেন: ম্যাকবেথ আমার বেশি প্রিয়
ওথেলো ও ভীষণ ভাল লাগে। কলেজ লাইফে বিন্যাস সমাবেশ সময় ওথেলো নাম এর বর্ণ গুলো আগে পরে অনেক ভাবে করে বিন্যাস সমাবেশ শিখতাম আমি ।
চমৎকার লিখেছেন ।
শততম পোস্টের শুভেচ্ছা । সেই সাথে শুভ নববর্ষ ।
১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩০
মাহী ফ্লোরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু! মনে হচ্ছে একটা বাগান আমার পোষ্টে ঢুকে গেছে।কি যে ভাল লাগছে!অনেক অনেক ধন্যবাদ.......
৫২| ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫২
ফাইরুজ বলেছেন: শত তম পোস্টের অভিনন্দন জানাতে এলাম শত তম কমেন্টের পর।আমাদেরকে এভাবেই মনোমুগ্ধকর লেখা পড়ার সুযোগ দানে বাধিত করিবেন।আপনার উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।ওথেলো পড়া হয়নি।তবে এ কাহিনি নির্ভর ছিনেমা দেখার সুযোগ হয়েছিল কখনো।
১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১০
মাহী ফ্লোরা বলেছেন: ওমকারা সিনেমাটা সম্ভবত এই কাহিনীর ছায়া।অনেক ধন্যবাদ ।আশা করি পাশে থাকবেন সবসময়।শুভকামনা...
৫৩| ১৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৪
শেখ আমিনুল ইসলাম বলেছেন: এক টানেই পড়ে শেষ করলাম। খুব ভালো লাগল কবি
বৈশাখী শুভেচ্ছা
১৮ ই এপ্রিল, ২০১১ রাত ৮:১২
মাহী ফ্লোরা বলেছেন: suveccha apnr jonno.
৫৪| ১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১০:২৬
ইমন জুবায়ের বলেছেন: .... আমি আমার একশতম পোষ্টটি ইমন জুবায়ের কে উৎসর্গ করছি।
শততম পোস্টটি আমাকে উৎসর্গ করার জন্য কৃতজ্ঞতা
.... একসময় উনি আমার পোষ্টে আসতেন,কমেন্ট করতেন।এখন আর আসেন না।হয়ত আমার একঘেয়েমি লেখায় তার একমাত্র কারন।
কথা ঠিক। তবে একমত না। সবাই জানে কবির লেখা বোরিং না। আমার না-আসার কারণ আমার স্বার্থপরতা। নিজের পোস্ট নিয়ে ব্যস্ত থাকি বেশি
... ওথেলো নিয়ে পোষ্ট দেয়ার জন্য ইমন জুবায়ের কে বহুবার অনুরোধ করেছি।উল্টা তিনি আমাকেই লিখতে বলেছিলেন।
এর কারণ আমি লিখলে এত হিট হত না
শেষের ছবিটা ভালো হইছে
আমি লিখলে এই ছবি হয়তো বাদ পড়ত
Anyway, সবার জন্য রইল শুভকামনা...
১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১১:৩০
মাহী ফ্লোরা বলেছেন: এতক্ষনে মনে হচ্ছে পোষ্ট সফলতা পেল।
হবে নাকি এক কাপ চা?
৫৫| ১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৩১
রাষ্ট্রপ্রধান বলেছেন: ওথেলো কে
অভিনন্দন ১০০ তম পোস্টে
১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৪৪
মাহী ফ্লোরা বলেছেন: onk thanks sir
৫৬| ১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৫৯
রাষ্ট্রপ্রধান বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১:০৮
মাহী ফ্লোরা বলেছেন: নেটের অবস্থা দেইখা হাসতিসো?হাসো...
৫৭| ১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১:৫৮
স্বদেশ হাসনাইন বলেছেন:
সংখ্যাগুলো বামে বসুক, শূণ্যগুলো ডানে
সহস্র যুগ মাহীর কাব্য বাজুক সবার প্রাণে
শততম পোষ্টের শুভেচ্ছা
১৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৫
মাহী ফ্লোরা বলেছেন: ha ha onk onk thanks kobi.khub valo laglo,apnr doa kobul hok amin...
৫৮| ১৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৫
রাষ্ট্রপ্রধান বলেছেন:
১৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৯
মাহী ফ্লোরা বলেছেন: jibbai tiktiki porbe boila dilam
৫৯| ১৯ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:০১
জিসান শা ইকরাম বলেছেন:
শততম পোষ্টের জন্য অনেক অভিনন্দন।
মন্তব্য ১০দিন পর
১৯ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৭
মাহী ফ্লোরা বলেছেন: ha ha late koira deri taina?
onek thanks onek.
suvokamona sobsomoy.......
৬০| ১৯ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪৬
ইমন জুবায়ের বলেছেন: ...উৎসর্গ হইসে কিন্তু উনি এখন দেখলে হয়।মানুষ মইরা গেলে স্মৃতি হয়।উনি বেঁচে থেকেই।
১৯ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৮
মাহী ফ্লোরা বলেছেন: উনার স্মৃতির উদ্দেশ্যে একশতম পোষ্ট
বহুদিন পর চা খেলাম। আহ!
অবশ্য খাওয়ানোর দরকার ছিল আমার। আপনি আমার পোষ্টে আসার খুশিতে আমার পার্টি দেয়া উচিৎ। সত্যি!
৬১| ২৪ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
নষ্টছেলে বলেছেন: চমৎকার পোস্ট।
পোস্ট প্রিয়তে নিলাম।
২৪ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৫
মাহী ফ্লোরা বলেছেন: ha ha ai post? dhoinna kmne di...
৬২| ২৮ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১৩
ৈহমনতী বলেছেন: অনেক কিছু জানলাম।মাহী'পু তোমাকে ধইন্না।
০৪ ঠা মে, ২০১১ রাত ৮:১৬
মাহী ফ্লোরা বলেছেন: onk thanks apu
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১১ রাত ৮:০৯
মহাবিশ্ব বলেছেন: শততম পোস্টে কমেন্টের সুযোগ পেয়ে খুব ভালো লাগছে ফ্লোরাকবি। সেই কবে থেকেই ওথেলো পড়া আর নাটক বা সিনেমায় বিভিন্ন ভাবে তার রূপায়ন। একদম মনের মধ্যে গেঁথে যাওয়া মাস্টারপিস। খুব ভালো লাগলো আপনার লেখা। ছবিগুলোর কালেকশানও খুব ভালো।
নববর্ষের আকাশজোড়া শুভেচ্ছা শুভকামনা রইল। খুব ভালো থাকবেন কবি। আগামী দিনগুলো আরো সুন্দর সবুজ হয়ে উঠুক, এই প্রার্থনা রইল। সব স্বপ্নেরা বাস্তুবায়িত হোক।