![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান বিশ্বায়নের যুগে মানব সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে মানুষকে পন্যে রুপান্তরিত করা হচ্ছে,আমি এর ঘোর বিরোধি,অনিচ্ছাসত্বেও এ পেশায় আসতে হয়েছে। আমি ব্যক্তিগত ভাবে প্রত্যেক মানুষকে সম্মান করতে চেষ্ঠা করি।
আজ ২২ ফেব্রুয়ারি ২০১১, রাতে ঢাকা থেকে রাজশাহী যাব বিশ্ববিদ্য্যালয়ের গবেষণার কাজে। ব্লগার ভাই-বোনদের কাছে জরুরী ভাবে সু-পরামর্শ আশা করছি কোন বাসে গেলে ভাল হবে এবং ভাড়া কত ? উল্লেখ্য, এটাই আমার ঢাকা থেকে রাজশাহী প্রথম যাত্রা। আপনাদের সু-পরামর্শ সাদরে গ্রহণ করব এবং কৃতজ্ঞ থাকবো।
অপেক্ষায় থাকলাম। ৩১৮...
২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৩০
মাহফুজ৩১৮ বলেছেন: ধন্যবাদ মদন ভাই, আপনার সু-পরামর্শ সাদরে গ্রহণ করা হল।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৯
মদন বলেছেন: নন এসি বাসের মধ্যে মডার্ন এবং শ্যামলী ও মন্দ নয়। প্রতিটি বাসের টিকেট পাবেন কল্যানপূর এ। সম্ভব হলে হানিফ এভয়েড করবেন। প্রচন্ড রাফ চালায়।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪০
মাহফুজ৩১৮ বলেছেন: ধন্যবাদ মদন ভাই, আপনার সু-পরামর্শ সাদরে গ্রহণ করা হল।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪১
সোজা সাপটা বলেছেন: এসি হলে গ্রীন লাইন,
নন এসি হলে ন্যাশনাল ট্রাভেলস
তবে ট্রেনে যেতে পারেন ...ভালো লাগবেই।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪২
সোজা সাপটা বলেছেন: @মদন: সহমত
সম্ভব হলে হানিফ এভয়েড করবেন। প্রচন্ড রাফ চালায়।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪২
মাহফুজ৩১৮ বলেছেন: মদন ভাই, গাবতলী থেকে যাওয়া যাবে?
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৩
সোজা সাপটা বলেছেন: @মদন: সহমত
সম্ভব হলে হানিফ ও শ্যামলী ওএভয়েড করবেন। প্রচন্ড রাফ চালায়।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৫
মাহফুজ৩১৮ বলেছেন: ভৃুৃসজদ থৃপহম ভাই, ট্রেনের টিকিট করা নেই, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছি না। ধন্যবাদ আপনাকে।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৬
পাখা বলেছেন: Green line paribahan
Dhaka to Rajshahi
Departure Time:
8:45 am
4:15 pm
Click This Link
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৬
মদন বলেছেন: গাবতলীর কাছেই ন্যাশনাল ট্রাভেলস এর কাউন্টার আছে, টেকনিক্যালের দক্ষিন-পশ্চিম কোনার পেট্রোল পাম্পের কাছে।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৭
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: যদি রাতে যান তাহলে বাসে যাওয়ার চেয়ে ট্রেনে যাওয়া শ্রেয়। রাত ১০.৪৫ এ এয়ারপোর্ট ষ্টেশন অতিক্রম (ছারে কমলাপুর থেকে) করে ধুমকেতু এক্সপ্রেস। নন এসি ১৬৫ টাকা। এসির খবর বলতে পারছিনা।
রাতে গেলে অবশ্যই ট্রেনে যাবেন। আশা করি ভাল লাগবে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩১
মাহফুজ৩১৮ বলেছেন: প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল ভাই, ২৩ ফেব্রুয়ারী ২০১১ তারিখ রাতে রাজশাহী থেকে ঢাকা ফিরে আসার জন্য ভাগ্যক্রমে ধূমকেতু ট্রেনের টিকিট পেয়ে গেলাম। যাক অবশেষে আপনার সু-পরামর্শ কাজে লাগলো। ধন্যবাদ।
সঙ্গে থাকবেন... ৩১৮...
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৮
মাহফুজ৩১৮ বলেছেন: ভাই, আজ রাত ১০ টার পরে কি বুকিং দেয়া ছাড়া সিট পাব?
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫০
পাখা বলেছেন:
Modern Enterprise
Dhaka :: 64/7, Lake Circus Kalabagan, Dhaka, Tel: 02-9123743; Rajshahi:: Centre Bus Terminal , Seroli, Rajshahi , Tel : 0721-775221
Shyamoli Paribahan :: .
Dhaka:: BRTC Kamalapur Bus Depot , Dhaka , Tel: 02-9333803
N.P. Elegance::
Dhaka-100, Shukrabad, Dhaka-1207, Tel: 02-8111930
Rajshahi:: Centre Bus Terminal. Seroli, Rajshahi , Tel : 0721-774972
২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৩৭
মাহফুজ৩১৮ বলেছেন: অনেক ধন্যবাদ পাখা ভাই।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫১
মাহফুজ৩১৮ বলেছেন: প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল ভাই, ট্রেনের তো টিকিট করা নেই, তাহলে কিভাবে যাব?
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৫
মদন বলেছেন: ০১৭১৩২২৮২৮৭ এ ফোন করে সিট বুকিং দিতে পারেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৯
মাহফুজ৩১৮ বলেছেন: মদন ভাই, আপনার নামটাই শুধু মদন, কাজে কিন্তু বিরাট স্মার্ট। আমার মনে হচ্ছে আমিই মদন!
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৭
মাহফুজ৩১৮ বলেছেন: মদন এবং ভৃুৃসজদ থৃপহম ভাই, ন্যাশনাল ট্রাভেলস এর মুঠোফোনের নম্বর কি আপনাদের কাছে আছে? থাকলে কথা বলে বুকিং দেয়া যেত।
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৯
মাহফুজ৩১৮ বলেছেন: মদন ভাই, অসখ্য ধন্যবাদ।
সঙ্গে থাকুন।
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১১
মাহফুজ৩১৮ বলেছেন: অসখ্য ধন্যবাদ ব্লগার ভাই আপনাদেরকে। ন্যাশনাল ট্রাভেলস এ কথা বলে রাত ১১ টায় ই-১ সিট বুকিং দিয়ে দিলাম।
সঙ্গে থাকুন। ৩১৮...
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৬
প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: আমি কয়দিন রাজশাহীতে ছিলাম তাই আপনার পরের প্রশ্নের উত্তর পোষ্ট করতে পারিনি। এর জন্য দুঃখ প্রকাশ করছি।
ধন্যবাদ পরামর্শ গ্রহন করার জন্য।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:২৭
মাহফুজ৩১৮ বলেছেন: প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল ভাই, ট্রেনে কখন যে ঢাকায় এলাম টেরই পেলাম না। ধূমকেতুর সার্ভিস খুবই ভালো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১২:৪৩
বিদ্রোহী কান্ডারী বলেছেন: প্লেনে যান। সবচেয়ে কমসময়ে পৌছবেন আর আরামও আছে।
২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:০৭
অ্যামাটার বলেছেন: সিল্কসিট, পদ্মা। মাত্র ৪৬৬টাকা। বাসের থেকে প্রায় শতটাকা কম!
২২| ০৬ ই এপ্রিল, ২০১১ ভোর ৫:১৮
শাহানা বলেছেন: আপনার পোস্টে মন্তব্য করতে ঢুকিনি, ঢুকেছি আপনার মতই তথ্য জানতে।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৭
মদন বলেছেন: এসি বাস হলে গ্রীন লাইন, ভাড়া ৫৫০
নন এসি হলে ন্যাশনাল ট্রাভেলস ৩০০