![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন সংক্ষিপ্ত। তাই প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণে রাখুন আর মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি গ্রহন করুন।
শেখ ইশতিয়াক। বাংলাদেশের সঙ্গীতে 'মেলোডি কিং' হিসেবে পরিচিত। খুব অল্প সময়ের জীবনে উনি আমাদের দিয়ে গেছেন অসামান্য সব গান। তাঁকে নিয়ে পুরো নেট ঘেঁটেও কোনো তথ্য পেলাম না। যতরকমভাবে খোঁজা সম্ভব, খুঁজেছি। খুবই সামান্য তথ্য পেলাম। একজায়াগায় করে রাখলাম। আরো তথ্য পেলে এখানে সংযোজন করে দেয়া হবে। খুবই খারাপ লাগলো এত কম তথ্য জানার কারনে। আশা করি অনেকেই সাহায্য করবেন আরো বিভিন্ন তথ্য দিয়ে।
----------------------------------------------------
"ছোটবেলা থেকে ধ্রূপদী সঙ্গীতে তালিম নেয়া শেখ ইশতিয়াক ১৯৭৪ সালে মাত্র ১৪ বছর বয়সে গঠন করেন ব্যান্ডদল 'সন্নাসী'। সেই থেকে গিটার বাদক হিসেবে মঞ্চে তিনি জনপ্রিয়। অবশেষে ১৯৮৬ সালে 'ওগো বিদেশিনী' চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে পেশাদার শিল্পাঙ্গনে প্রবেশ। সে বছরেই মাকসুদ জামিল মিন্টুর সুরে প্রথম অ্যালবাম 'নন্দিতা' প্রকাশ করে অল্প সময়েই ব্যাপক শ্রোতাপ্রিয়তা পান। 'নন্দিতা' অ্যালবামের 'নীলাঞ্জনা', 'একদিন ঘুম ভেঙ্গে দেখি', 'আমার মনের ফুলদানিতে' গানগুলো আজো মানুষের মুখে মুখে ফেরে। বাংলাদেশের 'মেলোডি কিং' হিসেবে পরিচিত শেখ ইশতিয়াকের সর্বমোট ৭টি একক অ্যালবাম বাজারে এসেছিল।"- সোর্স- যায় যায় দিন।
"শ্রদ্ধার্ঘ্য : শেখ ইশতিয়াক- লাকি আকন্দ
আশির দশকে যে ক'জন কণ্ঠশিল্পী মেধা আর মননের যৌথ মিশ্রণে সংগীতলোকে একটি নিজস্ব প্রেক্ষাপট রচনা করতে সক্ষম হয়েছিলেন, শেখ ইশতিয়াক তাদেরই একজন। ছোটবেলা থেকে ধ্রুপদী সংগীতে তালিম নেয়া শেখ ইশতিয়াক ১৯৭৪ সালে মাত্র ১৪ বছর বয়সে গঠন করেছিল ব্যান্ডদল 'সন্নাসী',। সেই থেকে গিটার বাদক হিসেবে মঞ্চে জনপ্রিয়।
‘এই নীল মণিহার’ গানটির জন্ম ১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর আজিমপুরের ১৬ নম্বর বিল্ডিংয়ে। গীতিকার এস এম হেদায়েত (প্রয়াত), ইশতিয়াক (প্রয়াত) ও আমি একসঙ্গে বসে গানটি তৈরি করি। মনে আছে, ওই দিন সকালে আজিমপুরের বাসা থেকে বের হয়ে আমরা তিনজন যাচ্ছিলাম নীলক্ষেতের দিকে। যাওয়ার সময় পথে সেনাবাহিনীর কুচকাওয়াজের শব্দ কানে এল। ওই রিদমটা কানে বাজতে লাগল। কিছুক্ষণ পর বাসায় ফিরি। তারপর তিনজন বসে পড়ি একটি নতুন গান করার ইচ্ছে নিয়ে। ইশতিয়াক গিটারে বি মাইনর কর্ডটা ধরে প্ল্যাকিং করছিল। কিবোর্ডে আমার আঙুল ছুঁতে ছুঁতে একটা সুর এসে যায়। ওই সুরের ওপরই এস এম হেদায়েত লিখলেন “এই নীল মণিহার এই স্বর্ণালী দিনে, তোমায় দিয়ে গেলাম, শুধু মনে রেখো”।
বাংলাদেশের সঙ্গীতে মেলোডি'র এক নতুন দিকপাল হয়েছিল ইশতিয়াক।গানগুলো আজো মানুষের মুখে মুখে ফেরে। তাঁর গাওয়া "নীলাঞ্জনা" তো এক চিরসবুজ প্রশান্তির নাম।১৯৯৯ সালের ৩০ সেপ্টেম্বর বড় অসময়ে চলে যায় ইশতিয়াক।হ্যাপি চলে যাবার এক দশকের কিছু পরে, আবারও সেই স্বজন হারানোর তীব্র ব্যথা আমাকে গ্রাস করেছিল।
"বিরহ ব্যাথাতে এ মন ভেঙ্গে যায়
না পাওয়ার আঁধারে খুঁজেছি তোমায়
কতগুলো ফাগুন গিয়েছে ফিরে
আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে
আজ সব ব্যাথা ভুলে যাবো
চেয়ে দেখো না
তোমার ঐ দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারিনা
নীলাঞ্জনা"
ভালো থেকো ইশতিয়াক,দূরে কোথাও.....ভালো থেকো....."
--------------------------------------------------------------
শেখ ইশতিয়াকের উল্ল্যেখযোগ্য ১৬টি গান একসাথে করা একটি ভিডিও শেয়ার করলামঃ
-------------------------------------------------------
রিলেটেড আরো কিছু লেখাঃ
১। মহীনের ঘোড়ারা- দ্য ঘোড়া'স
২। "লাল পাহাড়ির দেশে যা"- একটি কবিতার গান হয়ে ওঠা
---------------------------------------------------------------
আমাদের সাথে যুক্ত হনঃ Bangla Song Lyics FB Page
আরো লিরিক্স পেতে ঘুরে আসুনঃ Bangla Song Lyics
২| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ৩:২৮
রাজিব বলেছেন: পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ। শেখ ইশতিয়াক সম্পর্কে তেমন কিছু জানতাম না। তার গান অনেকের মত আমারও ভাল লাগে।
আর বাংলা ৯৯ টি গানের লিরিক্সং এর সংকলন পাবেন এই ব্লগেই এখানেঃ
Click This Link
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪০
কালো কুয়াশা বলেছেন: ধন্যবাদ লিরিক্সগুলো দেয়ার জন্য
৩| ৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৯
নিভৃত নিঃশব্দ বলেছেন: শেখ ইশতিয়াকের শুধু নীলাঞ্জনা গানটা শুনেছিলাম আগে। খুবই সুন্দর একটা গান। তার সম্পর্কে আর কিছুই জানতাম না। ধন্যবাদ লেখাটার জন্য...
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
কালো কুয়াশা বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৪| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৫৪
মামুন রশিদ বলেছেন: শ্রদ্ধার সাথে স্মরণ করি ।
ভালো পোস্ট ।
৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৪১
কালো কুয়াশা বলেছেন: শ্রদ্ধার সাথে স্মরণ করি
৫| ৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১
মহামহোপাধ্যায় বলেছেন: তার বেশ কিছু গান খুব ভালো লাগে, চির সবুজ গান।
৬| ৩১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয়তে নিলাম।
৩১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৫৮
কালো কুয়াশা বলেছেন: ধন্যবাদ
৭| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
নীলঞ্জনা ওই নীল নীল চোখে চেয়ে দেখ না....
একজন শিল্পীই ছিলেন শেখ ইশতিয়াক।
৮| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৯
হাসান মাহবুব বলেছেন: +++++
৯| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ২:৩৮
এম এম করিম বলেছেন: খুব অল্প বয়সে চলে গেলেন তিনি।
১০| ০১ লা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
তূর্য হাসান বলেছেন: আমার অসম্ভব প্রিয় একজন শিল্পী। শেখ ইশতিয়াক সম্বন্ধে জানতে আমিও খুব আগ্রহী। পোস্টের জন্য ধন্যবাদ।
১১| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ৯:০৫
সুমন কর বলেছেন: কিছু গান খুব ভাল লাগত।
১২| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৪
মোঃ মঈনুদ্দিন বলেছেন: ২০১৯ সালের আজ ২৯ ডিসেম্বর, বলা যায় এই প্রিয় শিল্পি ইশতিয়াক এর গান 'নিলাঞ্জনা' খুঁজতে গিয়েই ফের প্রিয় ব্লগে লিখলাম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৪ রাত ২:৫৫
ভুলে যাওয়া নাম বলেছেন: ইশতিয়াকের বউর নাম কি ভাই?